নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় গণ–অভ্যুত্থানে নিহতদের উৎসর্গ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের রেশ কাটতে না কাটতেই আজ কাঠমান্ডুতে দেখা গেছে একই ঘটনা। প্রথমবারের মতো যুব সাফ জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল শিরোপা উৎসর্গ করল শহীদ ছাত্র–জনতাকে।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ স্বাগতিক নেপালকে ৪-১ গোলে ফাইনালে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কোচ মারুফুল হকের অধীনে চারবারের চেষ্টায় যুব সাফে গেরো খুলল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পর শিরোপা নিয়ে উদ্যাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাংলাদেশ। ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে সম্প্রচারককে মারুফুল বলেন,‘আমাদের এই সাফল্য উৎসর্গ করতে চাই যারা সাম্প্রতিক সময়ে আন্দোলনে মারা গেছেন।’
বাংলাদেশ কয়েক মাস ধরে অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছে। জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতন হয়েছে ৫ আগস্ট। মাসব্যাপী চলা এই আন্দোলনে কয়েক শ মানুষের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই পূর্বাঞ্চলে শুরু হয়েছে বন্যা। আনফা কমপ্লেক্সে আজ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের ফরোয়ার্ড মিরাজুল ইসলামের কথাতেও ফুটে উঠেছে দেশের বর্তমান পরিস্থিতি। মিরাজুল বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। দেশের অবস্থা এখন ভালো নয়। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়।’
যুব সাফে বাংলাদেশ শুরুই করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে। ২০ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম গোলের পর মিরাজুল আলাদা একটি টি–শার্ট পরেন। সেই টি–শার্ট ছিল আন্দোলনে নিহত মুগ্ধ-আবু সাঈদদের স্মরণে।
আরও পড়ুন:
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় গণ–অভ্যুত্থানে নিহতদের উৎসর্গ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের রেশ কাটতে না কাটতেই আজ কাঠমান্ডুতে দেখা গেছে একই ঘটনা। প্রথমবারের মতো যুব সাফ জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল শিরোপা উৎসর্গ করল শহীদ ছাত্র–জনতাকে।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ স্বাগতিক নেপালকে ৪-১ গোলে ফাইনালে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কোচ মারুফুল হকের অধীনে চারবারের চেষ্টায় যুব সাফে গেরো খুলল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পর শিরোপা নিয়ে উদ্যাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাংলাদেশ। ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে সম্প্রচারককে মারুফুল বলেন,‘আমাদের এই সাফল্য উৎসর্গ করতে চাই যারা সাম্প্রতিক সময়ে আন্দোলনে মারা গেছেন।’
বাংলাদেশ কয়েক মাস ধরে অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছে। জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতন হয়েছে ৫ আগস্ট। মাসব্যাপী চলা এই আন্দোলনে কয়েক শ মানুষের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই পূর্বাঞ্চলে শুরু হয়েছে বন্যা। আনফা কমপ্লেক্সে আজ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের ফরোয়ার্ড মিরাজুল ইসলামের কথাতেও ফুটে উঠেছে দেশের বর্তমান পরিস্থিতি। মিরাজুল বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। দেশের অবস্থা এখন ভালো নয়। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়।’
যুব সাফে বাংলাদেশ শুরুই করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে। ২০ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম গোলের পর মিরাজুল আলাদা একটি টি–শার্ট পরেন। সেই টি–শার্ট ছিল আন্দোলনে নিহত মুগ্ধ-আবু সাঈদদের স্মরণে।
আরও পড়ুন:
এস্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে গত রাতটা ছিল শুধুই বার্সেলোনার। ডর্টমুন্ডের বিপক্ষে ভক্ত-সমর্থকদের উদযাপনের উপলক্ষ্য এনে দিয়েছেন রাফিনিয়া-রবার্ট লেভানডফস্কিরা। এই রাতে লিওনেল মেসির এক রেকর্ডে ভাগ বসিয়েছেন রাফিনিয়া।
২২ মিনিট আগেকনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ ইন্টার মায়ামি খেলতে নামে ১-০ গোলে পিছিয়ে থেকে। পিছিয়ে থেকে শুরু করা মায়ামি আজ ঘুরে দাঁড়ানোর গল্প লিখল লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে। দুর্দান্ত মেসি এবার সেমিফাইনালে তুললেন ইন্টার মায়ামিকে।
১ ঘণ্টা আগেডিপিএলে শাইনপুকুর ও গুলশানের ম্যাচে আজ দুটি আউটের ধরন নিয়ে সমালোচনার ঝড়। সাবেক-বর্তমান ক্রিকেটররা ধুয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন ইমরুল কায়েস। ইচ্ছে করেই যেন উইকেট বিলিয়ে দিয়েছেন ব্যাটার। ইমরুল তাঁদের প্রতি প্রশ্ন রেখেই বললেন, এই ক্রিকেটারদের দিয়ে কি দেশের প্রতিনিধি
১৩ ঘণ্টা আগে