ক্রীড়া ডেস্ক
২০১৭ সালে দলবদলের বাজারে ঝড় তুলে বার্সেলোনা থেকে ১৯৮ মিলিয়ন পাউন্ডে নেইমারকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এখন পর্যন্ত দলবদলের বাজারে এটিই কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি দাম। নেইমারকে এত খরচ করে দলে আনার উদ্দেশ্য ছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা। এখন পর্যন্ত পিএসজির সেই আশা পূরণ হয়নি। মাঝে একবার ফাইনালে ওঠা ছাড়া আর কোনো সাফল্য নেই নেইমারের পিএসজির।
এমনকি এবার লিওনেল মেসিকে এনেও সুবিধা করতে পারেনি পিএসজি। দ্বিতীয় রাউন্ডেই থেমে গেছে প্যারিস পরাশক্তিদের যাত্রা। এই অবস্থায় নেইমারকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে ক্লাবটি। শোনা যাচ্ছে, ৭৬ মিলিয়ন পাউন্ড পেলেও নেইমারকে ছেড়ে দেবে পিএসজি। তেমনটি হলে ব্রাজিলিয়ান তারকার পেছনে পিএসজির ক্ষতি হবে ১২২ মিলিয়ন পাউন্ড।
তবে পিএসজি নেইমারকে বিক্রি করে দিলে ৭৬ মিলিয়ন পাউন্ড হবে সর্বনিম্ন মূল্য। সে ক্ষেত্রে একাধিক ক্লাব হয়তো নেইমারকে কেনার দৌড়ে শামিল হবে। সেটি হলে দর–কষাকষিতে আরও কিছুটা বাড়তে পারে সাবেক এই বার্সা তারকার মূল্য। তবে সেটি নিশ্চিতভাবেই ২০১৭ সালে নেইমারের যে দাম উঠেছিল তার কাছাকাছি হবে না।
এদিকে নেইমার অবশ্য পিএসজিতে থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি পিএসজি সমর্থকদের ধুয়োর জবাবে নেইমার বলেন, ‘এখনো প্যারিস সেন্ট জার্মেইতে আমার তিন বছরের চুক্তি বাকি আছে। আমি এখানে আরও তিন বছর আছি। তাই ধুয়ো দেওয়া বন্ধ করুন।’ তবে দলবদলের বাজারে যেহেতু কোনো কিছু নিশ্চিত না, তাই আসলে কী হতে যাচ্ছে তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
২০১৭ সালে দলবদলের বাজারে ঝড় তুলে বার্সেলোনা থেকে ১৯৮ মিলিয়ন পাউন্ডে নেইমারকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এখন পর্যন্ত দলবদলের বাজারে এটিই কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি দাম। নেইমারকে এত খরচ করে দলে আনার উদ্দেশ্য ছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা। এখন পর্যন্ত পিএসজির সেই আশা পূরণ হয়নি। মাঝে একবার ফাইনালে ওঠা ছাড়া আর কোনো সাফল্য নেই নেইমারের পিএসজির।
এমনকি এবার লিওনেল মেসিকে এনেও সুবিধা করতে পারেনি পিএসজি। দ্বিতীয় রাউন্ডেই থেমে গেছে প্যারিস পরাশক্তিদের যাত্রা। এই অবস্থায় নেইমারকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে ক্লাবটি। শোনা যাচ্ছে, ৭৬ মিলিয়ন পাউন্ড পেলেও নেইমারকে ছেড়ে দেবে পিএসজি। তেমনটি হলে ব্রাজিলিয়ান তারকার পেছনে পিএসজির ক্ষতি হবে ১২২ মিলিয়ন পাউন্ড।
তবে পিএসজি নেইমারকে বিক্রি করে দিলে ৭৬ মিলিয়ন পাউন্ড হবে সর্বনিম্ন মূল্য। সে ক্ষেত্রে একাধিক ক্লাব হয়তো নেইমারকে কেনার দৌড়ে শামিল হবে। সেটি হলে দর–কষাকষিতে আরও কিছুটা বাড়তে পারে সাবেক এই বার্সা তারকার মূল্য। তবে সেটি নিশ্চিতভাবেই ২০১৭ সালে নেইমারের যে দাম উঠেছিল তার কাছাকাছি হবে না।
এদিকে নেইমার অবশ্য পিএসজিতে থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি পিএসজি সমর্থকদের ধুয়োর জবাবে নেইমার বলেন, ‘এখনো প্যারিস সেন্ট জার্মেইতে আমার তিন বছরের চুক্তি বাকি আছে। আমি এখানে আরও তিন বছর আছি। তাই ধুয়ো দেওয়া বন্ধ করুন।’ তবে দলবদলের বাজারে যেহেতু কোনো কিছু নিশ্চিত না, তাই আসলে কী হতে যাচ্ছে তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১২ মিনিট আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
২৯ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।
২ ঘণ্টা আগে