সময়টা ভালোই যাচ্ছে বার্সেলোনার। সান্তিয়াগো বার্নাব্যুতে কদিন আগে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারাল বার্সা। সেটার রেশ কাটতে না কাটতেই কাতালান ডার্বিতে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার নতুন কোচ হ্যানসি ফ্লিকের তাতে আত্মবিশ্বাস বেড়ে গেছে বহু গুণে।
লা লিগায় বার্সেলোনা গত রাতে খেলেছে এসপানিওলের বিপক্ষে। ম্যাচটি হয়েছে বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদিও লুইস অলিম্পিক স্টেডিয়ামে। ৩-১ গোলে কাতালান ডার্বি জিতেছে বার্সা। ফ্লিকের দলের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়নস লিগে রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে। ম্যাচটি হবে বেলগ্রেডের ঘরের মাঠ রেডস্টার স্টেডিয়ামে। এসপানিওলের বিপক্ষে গত রাতে উড়ন্ত জয়ের পর বার্সা কোচ ফ্লিক বলেন,‘এখন বুধবারের দিকে তাকিয়ে (চ্যাম্পিয়নস লিগের ম্যাচে)। আমাদের আরও বেশি শক্তিশালী হতে হবে এবং মান আরও বাড়াতে হবে।’
বার্সেলোনা গত রাতে ৩ গোলের তিনটিই করেছে প্রথমার্ধে। দানি অলমো তাঁর গোল দুটি করেন ১২ ও ৩১ মিনিটে। ২৩ মিনিটে বার্সার অপর গোল করেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি। উপরন্তু বার্সার জালে ৬৩ মিনিটে গোল করেন এসপানিওলের মিডফিল্ডার জাভি পুয়াদো। ফ্লিকের কাছে এগুলো ম্যাচেরই অংশ। বার্সা কোচ বলেন,‘আমরা তিন পয়েন্ট পেয়েছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডার্বি জিতেছি। দ্বিতীয়ার্ধে আমাদের গতি কিছুটা কমে গেছে। কিছু জায়গায় আমাদের মনোযোগ নষ্ট হয়েছে। তবে এগুলো হয়েই থাকে। আমি এটা মেনে নিচ্ছি।আমরা জিতেছি।’
বার্সেলোনা গত রাতে ৫টি পরিবর্তন এনেছে। সবকটি পরিবর্তন তারা করেছে দ্বিতীয়ার্ধে। দুই গোলদাতা রাফিনিয়া, অলমোকেও বদলি করা হয়েছে। কেন এই পরিবর্তন, সেই ব্যাপারে ফ্লিক বলেন, ‘দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনা হয়েছে। মাঝমাঠে আমি আরও নিয়ন্ত্রণ নিতে চেয়েছি।’
১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। দুই ও তিনে থাকা রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৪ ও ২৩। যেখানে রিয়াল ও আতলেতিকো খেলেছে ১১ ও ১২ ম্যাচ।
সময়টা ভালোই যাচ্ছে বার্সেলোনার। সান্তিয়াগো বার্নাব্যুতে কদিন আগে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারাল বার্সা। সেটার রেশ কাটতে না কাটতেই কাতালান ডার্বিতে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার নতুন কোচ হ্যানসি ফ্লিকের তাতে আত্মবিশ্বাস বেড়ে গেছে বহু গুণে।
লা লিগায় বার্সেলোনা গত রাতে খেলেছে এসপানিওলের বিপক্ষে। ম্যাচটি হয়েছে বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদিও লুইস অলিম্পিক স্টেডিয়ামে। ৩-১ গোলে কাতালান ডার্বি জিতেছে বার্সা। ফ্লিকের দলের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়নস লিগে রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে। ম্যাচটি হবে বেলগ্রেডের ঘরের মাঠ রেডস্টার স্টেডিয়ামে। এসপানিওলের বিপক্ষে গত রাতে উড়ন্ত জয়ের পর বার্সা কোচ ফ্লিক বলেন,‘এখন বুধবারের দিকে তাকিয়ে (চ্যাম্পিয়নস লিগের ম্যাচে)। আমাদের আরও বেশি শক্তিশালী হতে হবে এবং মান আরও বাড়াতে হবে।’
বার্সেলোনা গত রাতে ৩ গোলের তিনটিই করেছে প্রথমার্ধে। দানি অলমো তাঁর গোল দুটি করেন ১২ ও ৩১ মিনিটে। ২৩ মিনিটে বার্সার অপর গোল করেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি। উপরন্তু বার্সার জালে ৬৩ মিনিটে গোল করেন এসপানিওলের মিডফিল্ডার জাভি পুয়াদো। ফ্লিকের কাছে এগুলো ম্যাচেরই অংশ। বার্সা কোচ বলেন,‘আমরা তিন পয়েন্ট পেয়েছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডার্বি জিতেছি। দ্বিতীয়ার্ধে আমাদের গতি কিছুটা কমে গেছে। কিছু জায়গায় আমাদের মনোযোগ নষ্ট হয়েছে। তবে এগুলো হয়েই থাকে। আমি এটা মেনে নিচ্ছি।আমরা জিতেছি।’
বার্সেলোনা গত রাতে ৫টি পরিবর্তন এনেছে। সবকটি পরিবর্তন তারা করেছে দ্বিতীয়ার্ধে। দুই গোলদাতা রাফিনিয়া, অলমোকেও বদলি করা হয়েছে। কেন এই পরিবর্তন, সেই ব্যাপারে ফ্লিক বলেন, ‘দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনা হয়েছে। মাঝমাঠে আমি আরও নিয়ন্ত্রণ নিতে চেয়েছি।’
১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। দুই ও তিনে থাকা রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৪ ও ২৩। যেখানে রিয়াল ও আতলেতিকো খেলেছে ১১ ও ১২ ম্যাচ।
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
২ ঘণ্টা আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
৮ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
৯ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
১০ ঘণ্টা আগে