ক্রীড়া ডেস্ক
সময়টা ভালোই যাচ্ছে বার্সেলোনার। সান্তিয়াগো বার্নাব্যুতে কদিন আগে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারাল বার্সা। সেটার রেশ কাটতে না কাটতেই কাতালান ডার্বিতে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার নতুন কোচ হ্যানসি ফ্লিকের তাতে আত্মবিশ্বাস বেড়ে গেছে বহু গুণে।
লা লিগায় বার্সেলোনা গত রাতে খেলেছে এসপানিওলের বিপক্ষে। ম্যাচটি হয়েছে বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদিও লুইস অলিম্পিক স্টেডিয়ামে। ৩-১ গোলে কাতালান ডার্বি জিতেছে বার্সা। ফ্লিকের দলের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়নস লিগে রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে। ম্যাচটি হবে বেলগ্রেডের ঘরের মাঠ রেডস্টার স্টেডিয়ামে। এসপানিওলের বিপক্ষে গত রাতে উড়ন্ত জয়ের পর বার্সা কোচ ফ্লিক বলেন,‘এখন বুধবারের দিকে তাকিয়ে (চ্যাম্পিয়নস লিগের ম্যাচে)। আমাদের আরও বেশি শক্তিশালী হতে হবে এবং মান আরও বাড়াতে হবে।’
বার্সেলোনা গত রাতে ৩ গোলের তিনটিই করেছে প্রথমার্ধে। দানি অলমো তাঁর গোল দুটি করেন ১২ ও ৩১ মিনিটে। ২৩ মিনিটে বার্সার অপর গোল করেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি। উপরন্তু বার্সার জালে ৬৩ মিনিটে গোল করেন এসপানিওলের মিডফিল্ডার জাভি পুয়াদো। ফ্লিকের কাছে এগুলো ম্যাচেরই অংশ। বার্সা কোচ বলেন,‘আমরা তিন পয়েন্ট পেয়েছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডার্বি জিতেছি। দ্বিতীয়ার্ধে আমাদের গতি কিছুটা কমে গেছে। কিছু জায়গায় আমাদের মনোযোগ নষ্ট হয়েছে। তবে এগুলো হয়েই থাকে। আমি এটা মেনে নিচ্ছি।আমরা জিতেছি।’
বার্সেলোনা গত রাতে ৫টি পরিবর্তন এনেছে। সবকটি পরিবর্তন তারা করেছে দ্বিতীয়ার্ধে। দুই গোলদাতা রাফিনিয়া, অলমোকেও বদলি করা হয়েছে। কেন এই পরিবর্তন, সেই ব্যাপারে ফ্লিক বলেন, ‘দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনা হয়েছে। মাঝমাঠে আমি আরও নিয়ন্ত্রণ নিতে চেয়েছি।’
১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। দুই ও তিনে থাকা রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৪ ও ২৩। যেখানে রিয়াল ও আতলেতিকো খেলেছে ১১ ও ১২ ম্যাচ।
সময়টা ভালোই যাচ্ছে বার্সেলোনার। সান্তিয়াগো বার্নাব্যুতে কদিন আগে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারাল বার্সা। সেটার রেশ কাটতে না কাটতেই কাতালান ডার্বিতে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার নতুন কোচ হ্যানসি ফ্লিকের তাতে আত্মবিশ্বাস বেড়ে গেছে বহু গুণে।
লা লিগায় বার্সেলোনা গত রাতে খেলেছে এসপানিওলের বিপক্ষে। ম্যাচটি হয়েছে বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদিও লুইস অলিম্পিক স্টেডিয়ামে। ৩-১ গোলে কাতালান ডার্বি জিতেছে বার্সা। ফ্লিকের দলের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়নস লিগে রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে। ম্যাচটি হবে বেলগ্রেডের ঘরের মাঠ রেডস্টার স্টেডিয়ামে। এসপানিওলের বিপক্ষে গত রাতে উড়ন্ত জয়ের পর বার্সা কোচ ফ্লিক বলেন,‘এখন বুধবারের দিকে তাকিয়ে (চ্যাম্পিয়নস লিগের ম্যাচে)। আমাদের আরও বেশি শক্তিশালী হতে হবে এবং মান আরও বাড়াতে হবে।’
বার্সেলোনা গত রাতে ৩ গোলের তিনটিই করেছে প্রথমার্ধে। দানি অলমো তাঁর গোল দুটি করেন ১২ ও ৩১ মিনিটে। ২৩ মিনিটে বার্সার অপর গোল করেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি। উপরন্তু বার্সার জালে ৬৩ মিনিটে গোল করেন এসপানিওলের মিডফিল্ডার জাভি পুয়াদো। ফ্লিকের কাছে এগুলো ম্যাচেরই অংশ। বার্সা কোচ বলেন,‘আমরা তিন পয়েন্ট পেয়েছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডার্বি জিতেছি। দ্বিতীয়ার্ধে আমাদের গতি কিছুটা কমে গেছে। কিছু জায়গায় আমাদের মনোযোগ নষ্ট হয়েছে। তবে এগুলো হয়েই থাকে। আমি এটা মেনে নিচ্ছি।আমরা জিতেছি।’
বার্সেলোনা গত রাতে ৫টি পরিবর্তন এনেছে। সবকটি পরিবর্তন তারা করেছে দ্বিতীয়ার্ধে। দুই গোলদাতা রাফিনিয়া, অলমোকেও বদলি করা হয়েছে। কেন এই পরিবর্তন, সেই ব্যাপারে ফ্লিক বলেন, ‘দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনা হয়েছে। মাঝমাঠে আমি আরও নিয়ন্ত্রণ নিতে চেয়েছি।’
১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। দুই ও তিনে থাকা রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৪ ও ২৩। যেখানে রিয়াল ও আতলেতিকো খেলেছে ১১ ও ১২ ম্যাচ।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৯ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১১ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
৩ ঘণ্টা আগে