Ajker Patrika

আর্জেন্টিনার আলভারেজের জাতীয়তাই বদলে দিল ফিফা

আর্জেন্টিনার আলভারেজের জাতীয়তাই বদলে দিল ফিফা

‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারে নিজের নাম দেখে হয়তো অবাক হয়ে গিয়েছিলেন হুলিয়ান আলভারেজ। কেননা তাঁর জাতীয়তাই যে পরিবর্তন হয়ে গেছে।

গত পরশু প্যারিসে হয়েছে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার। মোট আটটি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৫২ পয়েন্ট পেয়ে ‘ফিফা দ্য বেস্টে’ বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা পেয়েছেন ৪৪ ও ৩৪ পয়েন্ট। এই তালিকায় ১৭ পয়েন্ট পেয়ে সপ্তম হয়েছেন আলভারেজ। তবে এই তালিকায় আলভারেজের জাতীয়তা ভুল দেখানো হয়েছে। আর্জেন্টাইন এই সেন্টার ফরোয়ার্ডের জাতীয়তা লেখা হয়েছে স্প্যানিশ। 

প্যারিসে পরশু ‘ফিফা দ্য বেস্ট’-এর রাতটা যেন ছিল আর্জেন্টিনারই। আটটি পুরস্কারের চারটিই জিতেছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। মেসি তো বর্ষসেরা ফুটবলার হয়েছেনই, বর্ষসেরা কোচ হয়েছেন লিওনেল স্কালোনি। স্কালোনির অধীনে স্বর্ণযুগ পার করছে আকাশী-নীলরা। আর ২০২২-এর বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের পুরস্কারও জিতেছিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। খেলোয়াড়, কোচ, গোলরক্ষকের পর বর্ষসেরা ভক্তের পুরস্কারও জিতেছিল আর্জেন্টিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত