ক্রীড়া ডেস্ক
এঞ্জেল ভাস্কোস ডি লা ক্রুজ নামে এক বন্ধু আমাকে লিখেছিল, আমি সব সময় সেল্টা ভিগোর সমর্থক ছিলাম। কিন্তু এখন আমি আছি তাদের চিরশত্রু দেপার্তিভো লা করুনার সঙ্গে। সবাই জানে তুমি শহর, কাজ অথবা রাজনৈতিক পছন্দ বদলাতে পারো, এমনকি সম্ভবত সেটা উচিতও...কিন্তু তুমি কখনো দল বদলাতে পারো না। আমি জানি, আমি একজন বিশ্বাসঘাতক! আমি তোমার কাছে ক্ষমা চাই। বিশ্বাস করো, আমি এটা করেছি আমার সন্তানের জন্য। সম্ভবত আমি একজন বিশ্বাসঘাতক কিন্তু আমি একজন মহান পিতা।–
কথাগুলো এদোয়ার্দো গালেয়ানোর বিখ্যাত নিবন্ধ ‘ফুটবল, রূপকথা ও বাস্তবতা’ থেকে নেওয়া। একজন সেল্টা সমর্থকের কান্না ও হতাশার কথাই এখানে উঠে এসেছে, যিনি ছেলেকে খুশি করতে দল বদলে ফেলেছেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সমর্থনটা অবশ্য বেশির ভাগ ক্ষেত্রে অঞ্চলকেন্দ্রিক। যে অঞ্চলের দল সেখানকার জনগোষ্ঠী সেই দলটিকেই সমর্থন করে। তবে সমস্যাটা হয় একই অঞ্চলের দুটি ক্লাব থাকলে। যেমন: মার্সেসাইড এলাকার দুই দল লিভারপুল ও এভারটনের সমর্থকেরা দুই ভাগে বিভক্ত। দুই দলের বৈরী সম্পর্ক অনেক সময় সমর্থকদের আচরণকেও প্রভাবিত করে। কিন্তু বাংলাদেশের মতো দেশের বিষয়টা ভিন্ন। অঞ্চলকেন্দ্রিক যে সমর্থনের যে হিসাব-নিকাশ, বাংলাদেশে তা চলে না। এখানে ক্লাব সমর্থনের পেছনে খেলোয়াড়দের বিশাল প্রভাব থাকে। নয়তো লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর পিএসজির সমর্থন হু হু করে বাড়ত না। এর ব্যতিক্রমও অবশ্য আছে।
বাংলাদেশে লিভারপুল, আর্সেনাল কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোর সমর্থকের সংখ্যাও একেবারে কম না। তবে এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে দলগুলোর অতীত ঐতিহ্য, রাজনৈতিক অবস্থান, দলীয় সক্ষমতা ও কখনো কখনো নিয়মিত ইউরোপিয়ান সাফল্যও।
তবে বেশির ভাগ ক্ষেত্রেই নিজ অঞ্চলের বাইরে ক্লাবের সমর্থন বেড়েছে খেলোয়াড়ের ব্যক্তিগত ইমেজের পথ ধরে। গত ১০-১১ বছরের ছবির দিকে চোখ রাখলেই বিষয়টা বোঝা যাবে। ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসর পর থেকেই লা লিগা জনপ্রিয়তার চূড়া স্পর্শ করে। একদিকে বার্সেলোনায় মেসি ও রিয়ালে রোনালদোকে ঘিরেই জমে ওঠে সমর্থকদের লড়াই। একই সময় স্প্যানিশ ফুটবলও নিজেদের স্বর্ণযুগ পার করছিল।
একইভাবে ইয়ুর্গেন ক্লপের হাত ধরে লিভারপুল যখন দীর্ঘ সময় পর সাফল্য পেতে শুরু করে, তখন ক্লাবটির সমর্থকদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়তে দেখা যায়। ফুটবলীয় ভাষায় এই ধরনের সমর্থকদের বলা হয় ‘গ্লোরি হান্টার’। আর খেলোয়াড় ধরে ক্লাবের সমর্থকদের দল বদলানোর বড় উদাহরণ মেসির পিএসজি যাত্রা। অনেক সমর্থক এরই মধ্যে দলবদলে ফেলেছে।
এভাবে দল বদলানোর ঘটনাকে অনেকেই নৈতিক জায়গা থেকেও দেখতে চান। যেমনটা এঞ্জেল ভাস্কোস দেখেছেন নিজের দল বদলানো নিয়ে। কিন্তু সেই নৈতিকতার দায় অন্যদের ওপর কতটা বর্তায়, সে প্রশ্নও এসে যায়। ফুটবল যেহেতু একটি খেলা, সেখানে খেলোয়াড়ের কারিকুরি, ব্যক্তিগত শৈলী ও দলীয় সাফল্যই সব সময় সমর্থনের মানদণ্ড তৈরি করে। একসময় যেমন বিপুল সমর্থন ছিল ইতালিয়ান ক্লাব এসি মিলানের কিংবা ম্যারাডোনার সময়ের নাপোলির কথাও বলা যায়। কিন্তু সেই ক্লাবগুলোর সাফল্য ও পরিচিত মুখগুলো যতই আড়াল হয়েছে, সমর্থনও একই সঙ্গে পথ ছেড়ে গেছে। যার বিপরীত উদাহরণ হতে পারে পিএসজি ও ম্যানচেস্টার সিটি।
তবে শেষ পর্যন্ত যেকোনো ক্লাবকে সমর্থনের একটি সূচনা মুহূর্ত থাকে। সেটি এখন ক্লাবের ঐতিহ্য, সাম্প্রতিক সাফল্য, পারিবারিক উত্তরাধিকার কিংবা খেলোয়াড়ের নাম ধরেও হতে পারে। সময়ের সঙ্গে কেউ হয়তো সেটি বদলেও ফেলতে পারেন। বদল যেহেতু জগতেরই ধর্ম!
এঞ্জেল ভাস্কোস ডি লা ক্রুজ নামে এক বন্ধু আমাকে লিখেছিল, আমি সব সময় সেল্টা ভিগোর সমর্থক ছিলাম। কিন্তু এখন আমি আছি তাদের চিরশত্রু দেপার্তিভো লা করুনার সঙ্গে। সবাই জানে তুমি শহর, কাজ অথবা রাজনৈতিক পছন্দ বদলাতে পারো, এমনকি সম্ভবত সেটা উচিতও...কিন্তু তুমি কখনো দল বদলাতে পারো না। আমি জানি, আমি একজন বিশ্বাসঘাতক! আমি তোমার কাছে ক্ষমা চাই। বিশ্বাস করো, আমি এটা করেছি আমার সন্তানের জন্য। সম্ভবত আমি একজন বিশ্বাসঘাতক কিন্তু আমি একজন মহান পিতা।–
কথাগুলো এদোয়ার্দো গালেয়ানোর বিখ্যাত নিবন্ধ ‘ফুটবল, রূপকথা ও বাস্তবতা’ থেকে নেওয়া। একজন সেল্টা সমর্থকের কান্না ও হতাশার কথাই এখানে উঠে এসেছে, যিনি ছেলেকে খুশি করতে দল বদলে ফেলেছেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সমর্থনটা অবশ্য বেশির ভাগ ক্ষেত্রে অঞ্চলকেন্দ্রিক। যে অঞ্চলের দল সেখানকার জনগোষ্ঠী সেই দলটিকেই সমর্থন করে। তবে সমস্যাটা হয় একই অঞ্চলের দুটি ক্লাব থাকলে। যেমন: মার্সেসাইড এলাকার দুই দল লিভারপুল ও এভারটনের সমর্থকেরা দুই ভাগে বিভক্ত। দুই দলের বৈরী সম্পর্ক অনেক সময় সমর্থকদের আচরণকেও প্রভাবিত করে। কিন্তু বাংলাদেশের মতো দেশের বিষয়টা ভিন্ন। অঞ্চলকেন্দ্রিক যে সমর্থনের যে হিসাব-নিকাশ, বাংলাদেশে তা চলে না। এখানে ক্লাব সমর্থনের পেছনে খেলোয়াড়দের বিশাল প্রভাব থাকে। নয়তো লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর পিএসজির সমর্থন হু হু করে বাড়ত না। এর ব্যতিক্রমও অবশ্য আছে।
বাংলাদেশে লিভারপুল, আর্সেনাল কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোর সমর্থকের সংখ্যাও একেবারে কম না। তবে এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে দলগুলোর অতীত ঐতিহ্য, রাজনৈতিক অবস্থান, দলীয় সক্ষমতা ও কখনো কখনো নিয়মিত ইউরোপিয়ান সাফল্যও।
তবে বেশির ভাগ ক্ষেত্রেই নিজ অঞ্চলের বাইরে ক্লাবের সমর্থন বেড়েছে খেলোয়াড়ের ব্যক্তিগত ইমেজের পথ ধরে। গত ১০-১১ বছরের ছবির দিকে চোখ রাখলেই বিষয়টা বোঝা যাবে। ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসর পর থেকেই লা লিগা জনপ্রিয়তার চূড়া স্পর্শ করে। একদিকে বার্সেলোনায় মেসি ও রিয়ালে রোনালদোকে ঘিরেই জমে ওঠে সমর্থকদের লড়াই। একই সময় স্প্যানিশ ফুটবলও নিজেদের স্বর্ণযুগ পার করছিল।
একইভাবে ইয়ুর্গেন ক্লপের হাত ধরে লিভারপুল যখন দীর্ঘ সময় পর সাফল্য পেতে শুরু করে, তখন ক্লাবটির সমর্থকদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়তে দেখা যায়। ফুটবলীয় ভাষায় এই ধরনের সমর্থকদের বলা হয় ‘গ্লোরি হান্টার’। আর খেলোয়াড় ধরে ক্লাবের সমর্থকদের দল বদলানোর বড় উদাহরণ মেসির পিএসজি যাত্রা। অনেক সমর্থক এরই মধ্যে দলবদলে ফেলেছে।
এভাবে দল বদলানোর ঘটনাকে অনেকেই নৈতিক জায়গা থেকেও দেখতে চান। যেমনটা এঞ্জেল ভাস্কোস দেখেছেন নিজের দল বদলানো নিয়ে। কিন্তু সেই নৈতিকতার দায় অন্যদের ওপর কতটা বর্তায়, সে প্রশ্নও এসে যায়। ফুটবল যেহেতু একটি খেলা, সেখানে খেলোয়াড়ের কারিকুরি, ব্যক্তিগত শৈলী ও দলীয় সাফল্যই সব সময় সমর্থনের মানদণ্ড তৈরি করে। একসময় যেমন বিপুল সমর্থন ছিল ইতালিয়ান ক্লাব এসি মিলানের কিংবা ম্যারাডোনার সময়ের নাপোলির কথাও বলা যায়। কিন্তু সেই ক্লাবগুলোর সাফল্য ও পরিচিত মুখগুলো যতই আড়াল হয়েছে, সমর্থনও একই সঙ্গে পথ ছেড়ে গেছে। যার বিপরীত উদাহরণ হতে পারে পিএসজি ও ম্যানচেস্টার সিটি।
তবে শেষ পর্যন্ত যেকোনো ক্লাবকে সমর্থনের একটি সূচনা মুহূর্ত থাকে। সেটি এখন ক্লাবের ঐতিহ্য, সাম্প্রতিক সাফল্য, পারিবারিক উত্তরাধিকার কিংবা খেলোয়াড়ের নাম ধরেও হতে পারে। সময়ের সঙ্গে কেউ হয়তো সেটি বদলেও ফেলতে পারেন। বদল যেহেতু জগতেরই ধর্ম!
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৯ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৩ ঘণ্টা আগে