চলে গেলেন পানামা ফুটবল দলের সর্বোচ্চ গোলদাতা লুই তেহাদা। তিনি ভক্ত-সমর্থকদের কাছে ‘ম্যাটাডোর’ নামে পরিচিত ছিলেন। মাত্র ৪১ বছর বয়সে হার্ট অ্যাটাকে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই স্ট্রাইকার।
তেহাদার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পানামানিয়ান ফুটবল ফেডারেশন। স্থানীয় গণমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, একটি স্থানীয় বিনোদনমূলক লিগে খেলার সময় হার্ট অ্যাটাক হয় তাঁর। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তেহাদাকে মৃত ঘোষণা করা হয়।
২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপ খেলে পানামা। দেশকে বিশ্বমঞ্চের টিকিট এনে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তেহাদা। পানামার সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা জাতীয় দলের হয়ে খেলেছেন ১০৮ ম্যাচ। করেছেন ৪৩ গোল। ২০০১ সালে পানামার জার্সিতে অভিষেক হয় তাঁর, অবসর নেন ২০১৮ সালে।
তেহাদার মৃত্যুতে শোক নেমে এসেছে ফুটবল বিশ্বে। পানামার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ফুটবলের উন্নয়ন ও বিবর্তনে তেহাদা ‘সমার্থক’ হয়ে উঠেছিলেন। ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘আমরা তার পরিবার, বন্ধুজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা ম্যাটাডোরকে কখনো ভুলব না।’
শোক জানিয়েছেন পানামার সাবেক স্ট্রাইকার ব্লাস পেরেজও। তিনি জাতীয় দলে তেহাদার সতীর্থ ছিলেন।
২০১৮ কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ রাউন্ডে ২ গোল করেন তেহাদা। পঞ্চম রাউন্ড শেষ করে তৃতীয় হয়ে। সঙ্গে সরাসরি টিকিট কাটে রাশিয়া বিশ্বকাপের।
চলে গেলেন পানামা ফুটবল দলের সর্বোচ্চ গোলদাতা লুই তেহাদা। তিনি ভক্ত-সমর্থকদের কাছে ‘ম্যাটাডোর’ নামে পরিচিত ছিলেন। মাত্র ৪১ বছর বয়সে হার্ট অ্যাটাকে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই স্ট্রাইকার।
তেহাদার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পানামানিয়ান ফুটবল ফেডারেশন। স্থানীয় গণমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, একটি স্থানীয় বিনোদনমূলক লিগে খেলার সময় হার্ট অ্যাটাক হয় তাঁর। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তেহাদাকে মৃত ঘোষণা করা হয়।
২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপ খেলে পানামা। দেশকে বিশ্বমঞ্চের টিকিট এনে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তেহাদা। পানামার সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা জাতীয় দলের হয়ে খেলেছেন ১০৮ ম্যাচ। করেছেন ৪৩ গোল। ২০০১ সালে পানামার জার্সিতে অভিষেক হয় তাঁর, অবসর নেন ২০১৮ সালে।
তেহাদার মৃত্যুতে শোক নেমে এসেছে ফুটবল বিশ্বে। পানামার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ফুটবলের উন্নয়ন ও বিবর্তনে তেহাদা ‘সমার্থক’ হয়ে উঠেছিলেন। ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘আমরা তার পরিবার, বন্ধুজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা ম্যাটাডোরকে কখনো ভুলব না।’
শোক জানিয়েছেন পানামার সাবেক স্ট্রাইকার ব্লাস পেরেজও। তিনি জাতীয় দলে তেহাদার সতীর্থ ছিলেন।
২০১৮ কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ রাউন্ডে ২ গোল করেন তেহাদা। পঞ্চম রাউন্ড শেষ করে তৃতীয় হয়ে। সঙ্গে সরাসরি টিকিট কাটে রাশিয়া বিশ্বকাপের।
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
২ ঘণ্টা আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
৯ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
৯ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
১০ ঘণ্টা আগে