ক্রীড়া ডেস্ক
গোল করে আকাশের দিকে তাকালেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই হাত প্রসারিত করেন। চোখও ছলছল করছিল পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের। দূর আকাশের তারা হয়ে যাওয়া বাবার কথা রোনালদো স্মরণ করলেন এভাবেই।
রোনালদো এমন উদ্যাপন করেন আল আওয়াল পার্কে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে। আল রাইয়ানের বিপক্ষে ৭৬ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে লক্ষ্য ভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। তাঁকে অ্যাসিস্ট করেন আল নাসর ফরোয়ার্ড আবদুর রহমান ঘারিব। কেন দুহাত প্রসারিত করে আকাশের দিকে উদ্ যাপন, সেটা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। কারণ গতকাল তাঁর বাবা হোসে দিনিস অ্যাভেইরোর ৭১তম জন্মদিন ছিল। তবে তিনি না ফেরার দেশে চলে গেছেন ২০০৫ সালে। ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আজকের এই গোলের ভিন্ন রকম এক মাহাত্ম্য রয়েছে। আমার ইচ্ছা যদি আমার বাবা বেঁচে থাকতেন। কারণ আজ তাঁর জন্মদিন।’
রোনালদোর এমন আবেগপ্রবণ হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছেন রোনালদোরা। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড তাঁদের কিছু মুহূর্তের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘কঠোর পরিশ্রম দারুণ কাজে দেয়। এটা ধরে রাখতে হবে।’
ম্যাচে প্রথমার্ধের অতিরিক্ত ১ মিনিটে গোল করেন আল নাসর ফরোয়ার্ড সাদিও মানে। তাঁকে গোল করতে সহায়তা করেন সুলতান আল ঘান্নাম। দ্বিতীয়ার্ধে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। আল রাইয়ান ব্যবধান কমিয়েছে ৮৭ মিনিটে। গোলটি করেন দলের স্ট্রাইকার আল রাইয়ান।
ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ায় এএফসি চ্যাম্পিয়নস লিগে আল শোর্তার বিপক্ষে গত ১৬ সেপ্টেম্বর খেলতে পারেননি রোনালদো। সেই ম্যাচটি আল নাসর ১-১ গোলে ড্র করেছিল। একই অসুস্থতায় গত সোমবার কিংস কাপে আল হাজেমের বিপক্ষেও তাঁর খেলা হয়নি। সৌদি প্রো লিগে আল ওয়েহদার বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন ২৭ সেপ্টেম্বর। ফেরার ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন রোনালদো।
গোল করে আকাশের দিকে তাকালেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই হাত প্রসারিত করেন। চোখও ছলছল করছিল পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের। দূর আকাশের তারা হয়ে যাওয়া বাবার কথা রোনালদো স্মরণ করলেন এভাবেই।
রোনালদো এমন উদ্যাপন করেন আল আওয়াল পার্কে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে। আল রাইয়ানের বিপক্ষে ৭৬ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে লক্ষ্য ভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। তাঁকে অ্যাসিস্ট করেন আল নাসর ফরোয়ার্ড আবদুর রহমান ঘারিব। কেন দুহাত প্রসারিত করে আকাশের দিকে উদ্ যাপন, সেটা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। কারণ গতকাল তাঁর বাবা হোসে দিনিস অ্যাভেইরোর ৭১তম জন্মদিন ছিল। তবে তিনি না ফেরার দেশে চলে গেছেন ২০০৫ সালে। ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আজকের এই গোলের ভিন্ন রকম এক মাহাত্ম্য রয়েছে। আমার ইচ্ছা যদি আমার বাবা বেঁচে থাকতেন। কারণ আজ তাঁর জন্মদিন।’
রোনালদোর এমন আবেগপ্রবণ হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছেন রোনালদোরা। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড তাঁদের কিছু মুহূর্তের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘কঠোর পরিশ্রম দারুণ কাজে দেয়। এটা ধরে রাখতে হবে।’
ম্যাচে প্রথমার্ধের অতিরিক্ত ১ মিনিটে গোল করেন আল নাসর ফরোয়ার্ড সাদিও মানে। তাঁকে গোল করতে সহায়তা করেন সুলতান আল ঘান্নাম। দ্বিতীয়ার্ধে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। আল রাইয়ান ব্যবধান কমিয়েছে ৮৭ মিনিটে। গোলটি করেন দলের স্ট্রাইকার আল রাইয়ান।
ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ায় এএফসি চ্যাম্পিয়নস লিগে আল শোর্তার বিপক্ষে গত ১৬ সেপ্টেম্বর খেলতে পারেননি রোনালদো। সেই ম্যাচটি আল নাসর ১-১ গোলে ড্র করেছিল। একই অসুস্থতায় গত সোমবার কিংস কাপে আল হাজেমের বিপক্ষেও তাঁর খেলা হয়নি। সৌদি প্রো লিগে আল ওয়েহদার বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন ২৭ সেপ্টেম্বর। ফেরার ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন রোনালদো।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে