অনলাইন ডেস্ক
সংসার জীবন শুরু করার পর মা হওয়ায় আনন্দ। তার কদিন বাদে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যাওয়া। এর মধ্যে চার বছর সাঁতারের সঙ্গে ছিল না যার বন্ধন, সেই রোমানা আক্তারই কিনা আজ মিরপুরের সুইমিং কমপ্লেক্সে রং ছড়িয়ে গড়লেন রেকর্ড।
আজ থেকে শুরু হয়েছে ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। প্রথম দিনে সব মিলিয়ে হয়েছে ৪টি নতুন জাতীয় রেকর্ড। তবে দিনের শেষে সব আলো কেড়ে নিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু রোমানা। প্রথম দিনেই মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রেকর্ড গড়ে জিতেছেন সোনা।
এমন কীর্তি গড়ে স্বাভাবিকভাবেই খুশি রোমানা, ‘সুদানে জাতিসংঘ মিশন থেকে ফিরে এটাই আমার প্রথম প্রতিযোগিতা। এতটা বিরতির পরও যে আমার পারফরম্যান্স ফিরিয়ে আনতে পেরেছি, এ জন্য খুব ভালো লেগেছে।’
সুদানে অনুশীলনের কোনো সুযোগ ছিল না রোমানার, ‘ওই সময় ট্রেনিংয়ে থাকতে পারতাম না। সাঁতার থেকে পুরোপুরি দূরে ছিলাম বলা যায়। কারণ শুধু ইউএন (জাতিসংঘ) এর যে সব কার্যক্রম ছিল সেগুলো করতাম। তবে আমাদের সেনাবাহিনীর যে ফিজিকাল ট্রেনিং, সকালের পিটি, দৌড়, জগিং, হালকা স্ট্রেচিং-এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি ফিটনেস ধরে রাখার জন্য।’
২০০৮ সাল থেকে নিয়মিত বয়সভিত্তিক ও জাতীয় সাঁতারে অংশ নেন রোমানা। কিন্তু এবার সোনা জিততে সময় নেন ১ মিনিট ১৮.২৭ সেকেন্ড। ২০২১ সালে এই ইভেন্টে মরিয়ম খাতুন রেকর্ড গড়েছিলেন। তবে রোমানার সেরা সাফল্য ২০১৬ সালে। সেবার ৫টা সোনা জেতেন সব ইভেন্টে রেকর্ড গড়ে।
এর আগে বিকেল ৩টায় জাতীয় সাঁতারের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
সংসার জীবন শুরু করার পর মা হওয়ায় আনন্দ। তার কদিন বাদে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যাওয়া। এর মধ্যে চার বছর সাঁতারের সঙ্গে ছিল না যার বন্ধন, সেই রোমানা আক্তারই কিনা আজ মিরপুরের সুইমিং কমপ্লেক্সে রং ছড়িয়ে গড়লেন রেকর্ড।
আজ থেকে শুরু হয়েছে ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। প্রথম দিনে সব মিলিয়ে হয়েছে ৪টি নতুন জাতীয় রেকর্ড। তবে দিনের শেষে সব আলো কেড়ে নিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু রোমানা। প্রথম দিনেই মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রেকর্ড গড়ে জিতেছেন সোনা।
এমন কীর্তি গড়ে স্বাভাবিকভাবেই খুশি রোমানা, ‘সুদানে জাতিসংঘ মিশন থেকে ফিরে এটাই আমার প্রথম প্রতিযোগিতা। এতটা বিরতির পরও যে আমার পারফরম্যান্স ফিরিয়ে আনতে পেরেছি, এ জন্য খুব ভালো লেগেছে।’
সুদানে অনুশীলনের কোনো সুযোগ ছিল না রোমানার, ‘ওই সময় ট্রেনিংয়ে থাকতে পারতাম না। সাঁতার থেকে পুরোপুরি দূরে ছিলাম বলা যায়। কারণ শুধু ইউএন (জাতিসংঘ) এর যে সব কার্যক্রম ছিল সেগুলো করতাম। তবে আমাদের সেনাবাহিনীর যে ফিজিকাল ট্রেনিং, সকালের পিটি, দৌড়, জগিং, হালকা স্ট্রেচিং-এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি ফিটনেস ধরে রাখার জন্য।’
২০০৮ সাল থেকে নিয়মিত বয়সভিত্তিক ও জাতীয় সাঁতারে অংশ নেন রোমানা। কিন্তু এবার সোনা জিততে সময় নেন ১ মিনিট ১৮.২৭ সেকেন্ড। ২০২১ সালে এই ইভেন্টে মরিয়ম খাতুন রেকর্ড গড়েছিলেন। তবে রোমানার সেরা সাফল্য ২০১৬ সালে। সেবার ৫টা সোনা জেতেন সব ইভেন্টে রেকর্ড গড়ে।
এর আগে বিকেল ৩টায় জাতীয় সাঁতারের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
সেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
১ ঘণ্টা আগেচোখ কপালে ওঠার মতো তথ্য জানা গেছে অস্ট্রেলিয়ার রাজনীতিবিদদের নিয়ে। অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় এক স্পোর্টিং লিগে অনলাইন জুয়ার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্যাম্পেইন থেকে প্রায় ২ কোটি টাকার টিকিট উপহার পেয়েছেন দেশটির রাজনীতিবিদেরা।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের খেলা নিয়ে আলোচনা এখন বেশি চলছে। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছেন। কানাডাপ্রবাসী সমিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে শোনা গেছে।
৫ ঘণ্টা আগেহারার আগে হারে না রিয়াল মাদ্রিদ। রেফারির শেষ বাঁশি না বাজা পর্যন্ত বলার উপায় নেই যে তারা জিতবে নাকি হারবে। তবে এবার তাদের পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হারে রিয়াল। সেমিফাইনালে উঠতে হলে কমপক্ষে ৪-০ গোলে জিততে হবে।
৬ ঘণ্টা আগে