নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই ম্যাচের জন্য বিদেশি আম্পায়ার আনার তোড় জোর ছিল খুব বেশি। আজকেই ঢাকায় নেমে খেলা পরিচালনার জন্য মওলানা ভাসানী স্টেডিয়ামে চলে আসেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে আসা দুই আম্পায়ার। ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স আর সাবেক চ্যাম্পিয়ন ঊষার মধ্যে হওয়ার কারণেই মূলত এত সাবধানতা।
আড়াই বছরের বেশি সময় পর মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হকির দুই পরাশক্তি মেরিনার্স ও ঊষা। গত মাসেই ক্লাব কাপের সেমিফাইনালে মেরিনার্সের কাছে ৮-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ঊষা। কিন্তু কে জানত আজ পুরোপুরি উল্টো কিছু হতে চলেছে!
২০১৮ সালের পর লিগে ফেরা ঊষা আজকে রীতিমতো ছেলেখেলা করল মেরিনার্সকে নিয়ে। মাহাবুব হোসেনের জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়নদের ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব কাপের হারের দারুণ এক শোধই তুলেছে লিগে চারবারের চ্যাম্পিয়নরা।
অথচ ম্যাচের শুরুটা বলছিল উল্টো কথা। ক্লাব কাপের কথা মনে করিয়ে দিয়ে ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মেরিনার্সকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। ঊষা প্রথম কোয়ার্টারেই সেই গোল শোধ দিয়েছে মোহাম্মদ শরীকের কল্যাণে। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ঊষাকে সমতায় ফেরান এই ভারতীয়। গোল শোধ দিয়ে ঊষা মেরিনার্সকে আবারও চমকে দিয়েছে দুই মিনিট বাদেই। ফিল্ড গোলে ঊষার ব্যবধান ২-১ করেন তৈয়ব আলী।
দুই ভারতীয়কে নিয়ে মেরিনার্সের খেলায় ছিল পরিষ্কার পরিকল্পনার অভাব। ভারতীয় প্রদীপ মোর একা যথেষ্ট করলেও মেরিনার্সের অন্য খেলোয়াড়েরা তেমন তাঁকে সহযোগিতা করতে পারেননি। আটটির মতো পেনাল্টি কর্নার পেয়েও মামুনুর রশীদের গোল পোস্টে প্রবেশ করাতে পেরেছে মাত্র একবার।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ঊষা ব্যবধান ৩-১ করে ভারতীয় ইশরাত ইকতিদারের গোলে। গোলটি হয়েছে পরিকল্পিত আক্রমণ দিয়ে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে পরপর দুই গোলে মেরিনার্সকে হতাশায় ডোবান ঊষার মাহাবুব হোসেন।
এই ম্যাচের জন্য বিদেশি আম্পায়ার আনার তোড় জোর ছিল খুব বেশি। আজকেই ঢাকায় নেমে খেলা পরিচালনার জন্য মওলানা ভাসানী স্টেডিয়ামে চলে আসেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে আসা দুই আম্পায়ার। ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স আর সাবেক চ্যাম্পিয়ন ঊষার মধ্যে হওয়ার কারণেই মূলত এত সাবধানতা।
আড়াই বছরের বেশি সময় পর মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হকির দুই পরাশক্তি মেরিনার্স ও ঊষা। গত মাসেই ক্লাব কাপের সেমিফাইনালে মেরিনার্সের কাছে ৮-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ঊষা। কিন্তু কে জানত আজ পুরোপুরি উল্টো কিছু হতে চলেছে!
২০১৮ সালের পর লিগে ফেরা ঊষা আজকে রীতিমতো ছেলেখেলা করল মেরিনার্সকে নিয়ে। মাহাবুব হোসেনের জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়নদের ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব কাপের হারের দারুণ এক শোধই তুলেছে লিগে চারবারের চ্যাম্পিয়নরা।
অথচ ম্যাচের শুরুটা বলছিল উল্টো কথা। ক্লাব কাপের কথা মনে করিয়ে দিয়ে ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মেরিনার্সকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। ঊষা প্রথম কোয়ার্টারেই সেই গোল শোধ দিয়েছে মোহাম্মদ শরীকের কল্যাণে। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ঊষাকে সমতায় ফেরান এই ভারতীয়। গোল শোধ দিয়ে ঊষা মেরিনার্সকে আবারও চমকে দিয়েছে দুই মিনিট বাদেই। ফিল্ড গোলে ঊষার ব্যবধান ২-১ করেন তৈয়ব আলী।
দুই ভারতীয়কে নিয়ে মেরিনার্সের খেলায় ছিল পরিষ্কার পরিকল্পনার অভাব। ভারতীয় প্রদীপ মোর একা যথেষ্ট করলেও মেরিনার্সের অন্য খেলোয়াড়েরা তেমন তাঁকে সহযোগিতা করতে পারেননি। আটটির মতো পেনাল্টি কর্নার পেয়েও মামুনুর রশীদের গোল পোস্টে প্রবেশ করাতে পেরেছে মাত্র একবার।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ঊষা ব্যবধান ৩-১ করে ভারতীয় ইশরাত ইকতিদারের গোলে। গোলটি হয়েছে পরিকল্পিত আক্রমণ দিয়ে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে পরপর দুই গোলে মেরিনার্সকে হতাশায় ডোবান ঊষার মাহাবুব হোসেন।
গত ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল। ঘরের মাঠে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ নারী দল। মাসখানেক আগে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে তারা।
৫ ঘণ্টা আগে১২৮ বছর বিরতি দিয়ে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এটা আগেই ঠিক হয়ে ছিল। গতকাল রাতে ঠিক হলো—কয়টি দল অংশ নেবে অলিম্পিক ক্রিকেটে। আগামী অলিম্পিকে ক্রিকেটের সোনার জন্য পুরুষ ও নারী বিভাগে ৬টি করে দলের অংশগ্রহণের কথা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
৫ ঘণ্টা আগেকোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে ৩৫ ফুটবলারকে নিয়ে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। দলে জায়গা করে নিতে বাফুফের ট্রায়াল দিতে এসেছেন চার প্রবাসী ফুটবলার। এলিট একাডেমির ফুটবলারদের সঙ্গেই অনুশীলন করেছেন তারা। তবে বাফুফে সূত্রে জানা গেছে, ট্রায়াল থেকে বাদ পড়েছেন সংযুক্ত আরব আমিরাত
৭ ঘণ্টা আগেরূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে আয়েশি জয়ই পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ধানমন্ডির ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তবু সোহানের একটা আক্ষেপ রয়েই গেল। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও সেটা করতে পারলেন না ধানমন্ডি অধিনায়ক।
৯ ঘণ্টা আগে