কোভিডে অলিম্পিক শেষ যুক্তরাষ্ট্রের লাইলসের 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১০: ৫০
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৭: ১৬

করোনা যেন পিছু ছাড়ছে না প্যারিস অলিম্পিক অ্যাথলেটদের। কদিন আগে ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটি হঠাৎ কোভিড পজিটিভ হয়েছেন। এবার আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার নোয়াহ লাইলস। প্যারিস অলিম্পিকই তাঁর শেষ হয়ে গেল। 

প্যারিস অলিম্পিকে ৪ * ১০০ মিটারে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছিলেন লাইলস। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টারের আজ রাতে ৪ * ১০০ মিটার এবং ৪ * ৪০০ মিটার দুটি রিলে দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল। তবে সামাজিক মাধ্যমে এক পোস্টে লাইলস জানিয়ে দেন, তিনি আর চালিয়ে যেতে পারছেন না। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার বলেছেন, ‘২০২৪ অলিম্পিকে আমার যাত্রা এখানেই শেষ। অলিম্পিক নিয়ে যেরকম স্বপ্ন দেখেছিলাম, এটা তেমন ছিল না। তবে অনেক ভালো লেগেছে। আশা করি সবাই উপভোগ করেছেন।’

১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হবার পর গতকাল রাতে ২০০ মিটারে খেলেন লাইলস। ২০০ মিটারে নামার আগে তাঁকে সার্জিক্যাল মাস্ক পরে থাকতে দেখা গেছে। তবে একবার দৌড় শুরু হলে তাঁর মধ্যে অসুস্থতার উপসর্গ তেমন একটা ধরা পড়েনি। ১৯.৭০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন ২০০ মিটারে। ব্রোঞ্জ জয়ের পরই লাইলসকে ট্র্যাক থেকে নেওয়া হয় হুইলচেয়ারে করে। বতসোয়ানার লেতসিলে তেবেগো ১৯.৪৬ সেকেন্ডে শেষ করে স্বর্ণ জিতেছেন। কেনেথ বেডনারেকের লেগেছে ১৯.৬২ সেকেন্ড। 

২০০ মিটার ট্র্যাকে দৌড়ানোর আগেই কোভিড পজেটিভ হয়েছেন বলে জানিয়েছেন লাইলস। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার বলেন, ‘আমার কোভিড আছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আমার কোভিড পজিটিভ হয়। ঘুম থেকে ওঠার পর গলা ব্যথা, কাশিসহ নানা সমস্যা শুরু হতে থাকে। কোভিড পজিটিভ হওয়ার আগে এই উপসর্গ গুলো দেখা যেতে থাকে।’ 

লাইলস মঙ্গলবার কোভিড পজিটিভ হওয়ার পরই যুক্তরাষ্ট্র ট্র্যাক ও ফিল্ডের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ট্র্যাক ও ফিল্ড বলেছে, ‘প্রতিযোগিতায় অংশগ্রহণকে প্রাধান্য দিচ্ছি আমরা। যুক্তরাষ্ট্রের অ্যাথলেটদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। লাইলসকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্বসনযন্ত্রের সমস্যা যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য নীতিমালা কঠোরভাবে মানতে হবে আমাদের।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত