ডোপিংয়ের কারণে প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ হলেন আরও এক অ্যাথলেট। গ্রিসের পোল ভল্টার এলিনি-ক্লদিয়া পোলাক সাময়িক নিষিদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গতকাল সেটা নিশ্চিত করেছে।
আইওসি জানিয়েছে, পোলাকের ডোপ পরীক্ষায় নিষিদ্ধ বস্তুর অস্তিত্ব পাওয়া গেছে। চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে পোলাক ডোপিংয়ে নিষিদ্ধ হয়েছেন প্যারিস অলিম্পিকে। এর আগে ইরাক ও আফগানিস্তানের দুই জুডোকা এবং নাইজেরিয়ার এক বক্সার ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন।
বাছাইপর্বে অংশ নিয়ে পোলাক সোমবার ৪.২০ মিটার অতিক্রম করেছিলেন। তবে ৪.৪০ মিটার পেরোতে পারেননি। সেই ধারাবাহিকতায় গতকালের ফাইনালেও পৌঁছাতে পারেননি ২৭ বছর বয়সী এই গ্রিক পোল ভল্টার।
গ্রিসের অ্যান্টি ডোপিং এজেন্সি সোমবার গ্রিক অলিম্পিক কমিটিকে (এইচওসি) নিয়ম ভঙ্গের ব্যাপারে জানিয়েছিল। এইচওসি মঙ্গলবার জানিয়েছে, তাদের এক ক্রীড়াবিদকে বহিষ্কার করা হয়েছে গেমস ভিলেজ থেকে । যদিও সেই অ্যাথলেটের নাম জানা যায়নি।
পোলাক ২০২১ সালে টোকিও অলিম্পিকেও অংশ নিয়েছিলেন। গ্রিক পোল ভোল্টারের দাবি, প্যারিসে তাঁর কোনো ভুল হয়নি। সোমবার তিনি বলেছিলেন, ‘আমার নমুনা পরীক্ষায় কয়েক দিন আগে কিছু একটা পাওয়া যায়। তবে কখনোই বাড়তি জিনিস বা প্রোটিন জাতীয় কিছু গ্রহণ করিনি। নমুনায় যেটা পাওয়া গিয়েছিল, সেটাও অনুমোদন সীমার ভেতরেই ছিল।প্রতিযোগিতায় তাই আমি অংশ নিয়েছি।’
নমুনা পরীক্ষায় ঝামেলা কোথায় হতে পারে, তা অনুমান করতে পেরেছেন পোলাক। ২৭ বছর বয়সী গ্রিক পোল ভোল্টার বলেন,‘আয়রনের সমস্যা রয়েছে আমার। প্রতিদিন তাই রেড মিট খেতে হয়। কিছু ঝামেলা থাকলে তা সেই মাংসেই ছিল।’
পোলাকের আগে নমুনা পরীক্ষায় অনুমোদনহীন উপাদান পাওয়া গিয়েছিল তিন অ্যাথলেটের। ইরাকের জুডোকা সাজ্জাদ শেহেন, আফগানিস্তানের জুডোকা শামিম ফাইজাদ এবং আফ্রিকান গেমসের বক্সিং চ্যাম্পিয়ন নাইজেরিয়ার সিন্থিয়া ওগুনসেমিলোর হলেন বাকি তিন অ্যাথলেট।
ডোপিংয়ের কারণে প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ হলেন আরও এক অ্যাথলেট। গ্রিসের পোল ভল্টার এলিনি-ক্লদিয়া পোলাক সাময়িক নিষিদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গতকাল সেটা নিশ্চিত করেছে।
আইওসি জানিয়েছে, পোলাকের ডোপ পরীক্ষায় নিষিদ্ধ বস্তুর অস্তিত্ব পাওয়া গেছে। চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে পোলাক ডোপিংয়ে নিষিদ্ধ হয়েছেন প্যারিস অলিম্পিকে। এর আগে ইরাক ও আফগানিস্তানের দুই জুডোকা এবং নাইজেরিয়ার এক বক্সার ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন।
বাছাইপর্বে অংশ নিয়ে পোলাক সোমবার ৪.২০ মিটার অতিক্রম করেছিলেন। তবে ৪.৪০ মিটার পেরোতে পারেননি। সেই ধারাবাহিকতায় গতকালের ফাইনালেও পৌঁছাতে পারেননি ২৭ বছর বয়সী এই গ্রিক পোল ভল্টার।
গ্রিসের অ্যান্টি ডোপিং এজেন্সি সোমবার গ্রিক অলিম্পিক কমিটিকে (এইচওসি) নিয়ম ভঙ্গের ব্যাপারে জানিয়েছিল। এইচওসি মঙ্গলবার জানিয়েছে, তাদের এক ক্রীড়াবিদকে বহিষ্কার করা হয়েছে গেমস ভিলেজ থেকে । যদিও সেই অ্যাথলেটের নাম জানা যায়নি।
পোলাক ২০২১ সালে টোকিও অলিম্পিকেও অংশ নিয়েছিলেন। গ্রিক পোল ভোল্টারের দাবি, প্যারিসে তাঁর কোনো ভুল হয়নি। সোমবার তিনি বলেছিলেন, ‘আমার নমুনা পরীক্ষায় কয়েক দিন আগে কিছু একটা পাওয়া যায়। তবে কখনোই বাড়তি জিনিস বা প্রোটিন জাতীয় কিছু গ্রহণ করিনি। নমুনায় যেটা পাওয়া গিয়েছিল, সেটাও অনুমোদন সীমার ভেতরেই ছিল।প্রতিযোগিতায় তাই আমি অংশ নিয়েছি।’
নমুনা পরীক্ষায় ঝামেলা কোথায় হতে পারে, তা অনুমান করতে পেরেছেন পোলাক। ২৭ বছর বয়সী গ্রিক পোল ভোল্টার বলেন,‘আয়রনের সমস্যা রয়েছে আমার। প্রতিদিন তাই রেড মিট খেতে হয়। কিছু ঝামেলা থাকলে তা সেই মাংসেই ছিল।’
পোলাকের আগে নমুনা পরীক্ষায় অনুমোদনহীন উপাদান পাওয়া গিয়েছিল তিন অ্যাথলেটের। ইরাকের জুডোকা সাজ্জাদ শেহেন, আফগানিস্তানের জুডোকা শামিম ফাইজাদ এবং আফ্রিকান গেমসের বক্সিং চ্যাম্পিয়ন নাইজেরিয়ার সিন্থিয়া ওগুনসেমিলোর হলেন বাকি তিন অ্যাথলেট।
গত ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল। ঘরের মাঠে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ নারী দল। মাসখানেক আগে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে তারা।
৫ ঘণ্টা আগে১২৮ বছর বিরতি দিয়ে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এটা আগেই ঠিক হয়ে ছিল। গতকাল রাতে ঠিক হলো—কয়টি দল অংশ নেবে অলিম্পিক ক্রিকেটে। আগামী অলিম্পিকে ক্রিকেটের সোনার জন্য পুরুষ ও নারী বিভাগে ৬টি করে দলের অংশগ্রহণের কথা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
৫ ঘণ্টা আগেকোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে ৩৫ ফুটবলারকে নিয়ে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। দলে জায়গা করে নিতে বাফুফের ট্রায়াল দিতে এসেছেন চার প্রবাসী ফুটবলার। এলিট একাডেমির ফুটবলারদের সঙ্গেই অনুশীলন করেছেন তারা। তবে বাফুফে সূত্রে জানা গেছে, ট্রায়াল থেকে বাদ পড়েছেন সংযুক্ত আরব আমিরাত
৬ ঘণ্টা আগেরূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে আয়েশি জয়ই পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ধানমন্ডির ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তবু সোহানের একটা আক্ষেপ রয়েই গেল। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও সেটা করতে পারলেন না ধানমন্ডি অধিনায়ক।
৯ ঘণ্টা আগে