ক্রীড়া ডেস্ক
স্ত্রী মেলিসা হোসকিনসকে তিনি ‘খুন’ করেছেন—এটা মানতে নারাজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট অস্ট্রেলিয়ার রোহান ডেনিস। তবে যে গাড়ি দুর্ঘটনায় হোসকিনসের প্রাণ গেছে, সেই দুর্ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন ৩৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।
গত বছর ৩০ ডিসেম্বর হাসপাতালে মারা যান সাবেক অলিম্পিক সাইক্লিস্ট মেলিসা হোসকিনস। অ্যাডিলেডে রোহান ডেনিসের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন হোসকিনস। ঘটনার পরই ডেনিসকে দায়ী করে মামলা দায়ের করা হয়। ‘বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণে মৃত্যু ঘটানো’ এবং ‘যথাযথ যত্ন না নিয়ে গাড়ি চালিয়ে জীবন বিপন্ন করার’ অভিযোগ আনা হয়ে ডেনিসের বিরুদ্ধে।
সেই মামলায় অ্যাডিলেডের ম্যাজিস্ট্রেট আদালত হোসকিনসের মৃত্যুর পেছনে গাড়ি দুর্ঘটনার জন্য ডেনিসকে দোষী সাব্যস্ত করেছেন। তবে ৩৪ বছর বয়সী ডেনিস দাবি করেছেন, হোসকিনসের মারার কোনো ‘উদ্দেশ্য’ তাঁর ছিল না। তবে গাড়ি দুর্ঘটনার জন্য দোষ স্বীকার করেছেন। যার সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড।
প্রয়াত ট্র্যাক সাইক্লিস্ট মেলিসা হোসকিনস ২০১২ এবং ২০১৬ অলিম্পিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন। ২০১৫ সালে ফ্রান্সে হওয়া ট্র্যাক সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার হয়ে টিম পারাস্যুট ইভেন্ট জিতেছিলেন তিনি। আর রোহান ডেনিস ২০১৮ এবং ২০১৯ সালে ওয়ার্ল্ড টাইম ট্রায়াল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং ২০১৫ সালে ট্যুর ডি ফ্রান্সে একটি স্টেজেও প্রথম হয়েছিলেন তিনি।
স্ত্রী মেলিসা হোসকিনসকে তিনি ‘খুন’ করেছেন—এটা মানতে নারাজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট অস্ট্রেলিয়ার রোহান ডেনিস। তবে যে গাড়ি দুর্ঘটনায় হোসকিনসের প্রাণ গেছে, সেই দুর্ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন ৩৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।
গত বছর ৩০ ডিসেম্বর হাসপাতালে মারা যান সাবেক অলিম্পিক সাইক্লিস্ট মেলিসা হোসকিনস। অ্যাডিলেডে রোহান ডেনিসের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন হোসকিনস। ঘটনার পরই ডেনিসকে দায়ী করে মামলা দায়ের করা হয়। ‘বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণে মৃত্যু ঘটানো’ এবং ‘যথাযথ যত্ন না নিয়ে গাড়ি চালিয়ে জীবন বিপন্ন করার’ অভিযোগ আনা হয়ে ডেনিসের বিরুদ্ধে।
সেই মামলায় অ্যাডিলেডের ম্যাজিস্ট্রেট আদালত হোসকিনসের মৃত্যুর পেছনে গাড়ি দুর্ঘটনার জন্য ডেনিসকে দোষী সাব্যস্ত করেছেন। তবে ৩৪ বছর বয়সী ডেনিস দাবি করেছেন, হোসকিনসের মারার কোনো ‘উদ্দেশ্য’ তাঁর ছিল না। তবে গাড়ি দুর্ঘটনার জন্য দোষ স্বীকার করেছেন। যার সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড।
প্রয়াত ট্র্যাক সাইক্লিস্ট মেলিসা হোসকিনস ২০১২ এবং ২০১৬ অলিম্পিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন। ২০১৫ সালে ফ্রান্সে হওয়া ট্র্যাক সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার হয়ে টিম পারাস্যুট ইভেন্ট জিতেছিলেন তিনি। আর রোহান ডেনিস ২০১৮ এবং ২০১৯ সালে ওয়ার্ল্ড টাইম ট্রায়াল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং ২০১৫ সালে ট্যুর ডি ফ্রান্সে একটি স্টেজেও প্রথম হয়েছিলেন তিনি।
সেমিফাইনালে উঠতে দুই দলের জন্যই এটি ছিল বাঁচা-মরার লড়াই। তবে শুরু হয়েও বৃষ্টির কারণে এই লড়াই শেষ না হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে উঠে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট পাওয়া আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও তা অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর নির্ভর করছে...
৬ ঘণ্টা আগেআগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। এমন দুর্দান্ত চমক তারা এখন প্রায়ই দিয়ে চলেছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের সমীকরণ মিলাতে লাহোরে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে তারা। আগে ব্যাটিং করে অজিদের ২৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোরও ছুড়ে দিয়েছে। ট্রাভিস হেডেরও...
৭ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোর মতো নেইমার জুনিয়রকেও ভেড়াতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ চেষ্টাই করেছিল তারা। তা-ই নয়, ব্রাজিলিয়ান তারকার জন্য তারা ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব করেছিল, যেখানে নেইমার নিজের খুশি মতো অঙ্ক বসানোর সুযোগ ছিল। তবে তিনি সেটি না করে, ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে পড়ি জমালেন
৮ ঘণ্টা আগেওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চ্যাম্পিয়নস ট্রফি থেকেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। পরশু আফগানিস্তানের কাছে ৮ রানের হারের পরই বিদায় ঘণ্টা বেজে যায় তাদের। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনাও হচ্ছিল।
৮ ঘণ্টা আগে