ক্রীড়া ডেস্ক
স্ত্রী মেলিসা হোসকিনসকে তিনি ‘খুন’ করেছেন—এটা মানতে নারাজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট অস্ট্রেলিয়ার রোহান ডেনিস। তবে যে গাড়ি দুর্ঘটনায় হোসকিনসের প্রাণ গেছে, সেই দুর্ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন ৩৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।
গত বছর ৩০ ডিসেম্বর হাসপাতালে মারা যান সাবেক অলিম্পিক সাইক্লিস্ট মেলিসা হোসকিনস। অ্যাডিলেডে রোহান ডেনিসের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন হোসকিনস। ঘটনার পরই ডেনিসকে দায়ী করে মামলা দায়ের করা হয়। ‘বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণে মৃত্যু ঘটানো’ এবং ‘যথাযথ যত্ন না নিয়ে গাড়ি চালিয়ে জীবন বিপন্ন করার’ অভিযোগ আনা হয়ে ডেনিসের বিরুদ্ধে।
সেই মামলায় অ্যাডিলেডের ম্যাজিস্ট্রেট আদালত হোসকিনসের মৃত্যুর পেছনে গাড়ি দুর্ঘটনার জন্য ডেনিসকে দোষী সাব্যস্ত করেছেন। তবে ৩৪ বছর বয়সী ডেনিস দাবি করেছেন, হোসকিনসের মারার কোনো ‘উদ্দেশ্য’ তাঁর ছিল না। তবে গাড়ি দুর্ঘটনার জন্য দোষ স্বীকার করেছেন। যার সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড।
প্রয়াত ট্র্যাক সাইক্লিস্ট মেলিসা হোসকিনস ২০১২ এবং ২০১৬ অলিম্পিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন। ২০১৫ সালে ফ্রান্সে হওয়া ট্র্যাক সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার হয়ে টিম পারাস্যুট ইভেন্ট জিতেছিলেন তিনি। আর রোহান ডেনিস ২০১৮ এবং ২০১৯ সালে ওয়ার্ল্ড টাইম ট্রায়াল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং ২০১৫ সালে ট্যুর ডি ফ্রান্সে একটি স্টেজেও প্রথম হয়েছিলেন তিনি।
স্ত্রী মেলিসা হোসকিনসকে তিনি ‘খুন’ করেছেন—এটা মানতে নারাজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট অস্ট্রেলিয়ার রোহান ডেনিস। তবে যে গাড়ি দুর্ঘটনায় হোসকিনসের প্রাণ গেছে, সেই দুর্ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন ৩৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।
গত বছর ৩০ ডিসেম্বর হাসপাতালে মারা যান সাবেক অলিম্পিক সাইক্লিস্ট মেলিসা হোসকিনস। অ্যাডিলেডে রোহান ডেনিসের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন হোসকিনস। ঘটনার পরই ডেনিসকে দায়ী করে মামলা দায়ের করা হয়। ‘বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণে মৃত্যু ঘটানো’ এবং ‘যথাযথ যত্ন না নিয়ে গাড়ি চালিয়ে জীবন বিপন্ন করার’ অভিযোগ আনা হয়ে ডেনিসের বিরুদ্ধে।
সেই মামলায় অ্যাডিলেডের ম্যাজিস্ট্রেট আদালত হোসকিনসের মৃত্যুর পেছনে গাড়ি দুর্ঘটনার জন্য ডেনিসকে দোষী সাব্যস্ত করেছেন। তবে ৩৪ বছর বয়সী ডেনিস দাবি করেছেন, হোসকিনসের মারার কোনো ‘উদ্দেশ্য’ তাঁর ছিল না। তবে গাড়ি দুর্ঘটনার জন্য দোষ স্বীকার করেছেন। যার সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড।
প্রয়াত ট্র্যাক সাইক্লিস্ট মেলিসা হোসকিনস ২০১২ এবং ২০১৬ অলিম্পিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন। ২০১৫ সালে ফ্রান্সে হওয়া ট্র্যাক সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার হয়ে টিম পারাস্যুট ইভেন্ট জিতেছিলেন তিনি। আর রোহান ডেনিস ২০১৮ এবং ২০১৯ সালে ওয়ার্ল্ড টাইম ট্রায়াল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং ২০১৫ সালে ট্যুর ডি ফ্রান্সে একটি স্টেজেও প্রথম হয়েছিলেন তিনি।
হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।
২ ঘণ্টা আগেদুবাইয়ে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুবারা। চ্যাম্পিয়ন যুব দলের ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য ৩ লাখ টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগেব্যাপারটা অস্ট্রেলীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার মতোই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা এলেন। কিন্তু সংবাদ সম্মেলনে আসা রবীন্দ্র জাদেজা, তাঁদের প্রশ্ন করার কোনো সুযোগই দিলেন না! এই ঘটনা এমন সময় ঘটল, যার দিন কয়েক আগে ছবি তোলা নিয়ে মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে তর্ক-বির্তক জুড়ে দিয়
২ ঘণ্টা আগেরাজশাহীতে চলমান তিন দিনের প্রথম নারী বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম দিনে ছিল বোলারদের দাপট। মধ্যাঞ্চলের স্পিনার নাহিদা আক্তার তাঁর দূর্বোধ্য ঘূর্ণি বোলিংয়ে উত্তরাঞ্চলের ৭ উইকেট তুলে নিলেও ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা। একই দিনে পূর্বাঞ্চল ১৯৩ রানে অলআউট হয়েছে দক্ষিণাঞ্চলের বিপক্ষে।
৩ ঘণ্টা আগে