ক্রীড়া ডেস্ক
অনেকবারই জানিয়েছেন ক্লে কোর্ট পছন্দ নয় দানিল মেদভেদেভের। এ জন্য হয়তো ফ্রেঞ্চ ওপেনের কোর্টও তাঁর সঙ্গে সখ্য তৈরি করতে রাজি নয়। তা না হলে রোল্যাঁ গারোয় ক্যারিয়ারের প্রথম চারবার টানা বিদায়ের পর আবার কেন প্রথম রাউন্ডে থেকেই রাশিয়ান টেনিস তারকাকে ছিটকে যেতে হবে?
এবার তো বাছাইয়ে সুযোগ পাওয়া উঠতি এক টেনিস তারকার কাছেই হারলেন মেদভেদেভ। র্যাঙ্কিংয়ের বিবেচনায় থিয়াগো সেইবোথ ওয়াইল্ডের সঙ্গে তাঁর ব্যবধান অনেক। টেনিসের ২ নম্বর তারকার বিপরীতে ব্রাজিলিয়ান থিয়েগোর র্যাঙ্কিং ১৭২।
বিশাল ব্যবধানের সেই থিয়াগোর কাছেই ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারলেন মেদভেদেভ। অথচ টুর্নামেন্ট শুরু করেছিলেন দুর্দান্ত ছন্দে। রোমে শিরোপা জিতে ফরাসি ওপেন শুরু করেছিলেন তিনি। তাঁর সেই সুখস্মৃতি মাটির কোর্টে দীর্ঘস্থায়ী হলো না।
মেদভেদেভকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করার কথা জানিয়েছেন থিয়াগো। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘জুনিয়র পর্যায়ে খেলার সময় থেকেই দানিলের খেলা দেখি এবং স্বপ্ন ছিল তাকে কোর্টে হারানোর। সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে।’
অন্যদিকে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পরও নিজের অপছন্দের জায়গা থেকে সরে আসেননি মেদভেদেভ। ম্যাচ শেষে বলেছেন, ‘জানি না মানুষ কেন মাটির কোর্ট পছন্দ করে। ব্যাগ, জুতা ও মোজায় মাটি লাগাতে পছন্দ করে। ক্লে সেশনের পর তাদের আবর্জনায় ফেলে দিতে পারেন। হয়তো কিছু লোক এই কোর্টকে পছন্দ করে। তবে আমি করি না।’
অনেকবারই জানিয়েছেন ক্লে কোর্ট পছন্দ নয় দানিল মেদভেদেভের। এ জন্য হয়তো ফ্রেঞ্চ ওপেনের কোর্টও তাঁর সঙ্গে সখ্য তৈরি করতে রাজি নয়। তা না হলে রোল্যাঁ গারোয় ক্যারিয়ারের প্রথম চারবার টানা বিদায়ের পর আবার কেন প্রথম রাউন্ডে থেকেই রাশিয়ান টেনিস তারকাকে ছিটকে যেতে হবে?
এবার তো বাছাইয়ে সুযোগ পাওয়া উঠতি এক টেনিস তারকার কাছেই হারলেন মেদভেদেভ। র্যাঙ্কিংয়ের বিবেচনায় থিয়াগো সেইবোথ ওয়াইল্ডের সঙ্গে তাঁর ব্যবধান অনেক। টেনিসের ২ নম্বর তারকার বিপরীতে ব্রাজিলিয়ান থিয়েগোর র্যাঙ্কিং ১৭২।
বিশাল ব্যবধানের সেই থিয়াগোর কাছেই ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারলেন মেদভেদেভ। অথচ টুর্নামেন্ট শুরু করেছিলেন দুর্দান্ত ছন্দে। রোমে শিরোপা জিতে ফরাসি ওপেন শুরু করেছিলেন তিনি। তাঁর সেই সুখস্মৃতি মাটির কোর্টে দীর্ঘস্থায়ী হলো না।
মেদভেদেভকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করার কথা জানিয়েছেন থিয়াগো। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘জুনিয়র পর্যায়ে খেলার সময় থেকেই দানিলের খেলা দেখি এবং স্বপ্ন ছিল তাকে কোর্টে হারানোর। সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে।’
অন্যদিকে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পরও নিজের অপছন্দের জায়গা থেকে সরে আসেননি মেদভেদেভ। ম্যাচ শেষে বলেছেন, ‘জানি না মানুষ কেন মাটির কোর্ট পছন্দ করে। ব্যাগ, জুতা ও মোজায় মাটি লাগাতে পছন্দ করে। ক্লে সেশনের পর তাদের আবর্জনায় ফেলে দিতে পারেন। হয়তো কিছু লোক এই কোর্টকে পছন্দ করে। তবে আমি করি না।’
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে