টেনিস কখনোই আমি পছন্দ করতাম না—এক্স হ্যান্ডলে অ্যান্ডি মারের এমন পোস্ট দেখে হয়তো অনেকেই অবাক হয়েছেন। যে টেনিস কোর্টে তিনি দাপিয়ে বেড়িয়েছেন, জিতেছেন একের পর এক গ্র্যান্ড স্লাম-তাঁর টেনিস অপছন্দ করার কারণ কী! পেশাদার টেনিস ক্যারিয়ারে গত রাতে ইতি টানার পর এখন তিনি আলোচনায়।
প্যারিস অলিম্পিক দিয়ে টেনিস ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা আগেই দেন মারে। অবসরটা গত রাতে নিলেন ব্রিটিশ টেনিস তারকা মারে। ছেলেদের দ্বৈত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজ ও টমি পল জুটির কাছে ৬-২,৬-৪ গেমে ড্যান ইভানসের সঙ্গে জুটি বেঁধে হেরেছেন মারে। এই হারেই মূলত মারের ক্যারিয়ারের সমাপ্তি হয়। তাতে টেনিসের সোনালি প্রজন্মের একটি অধ্যায়ও শেষ হয়ে যায়। ম্যাচ শেষে কথা বলতে গিয়ে গত রাতে একটু আবেগপ্রবণ হয়ে পড়লেন মারে। ছেলেদের টেনিসের পরিচালনা সংস্থা এটিপিকে মারে বলেন, ‘যতটুকু পেরেছি, নিজের ক্যারিয়ারে ততটুকু দিয়েছে। যেভাবে শেষ হয়েছে তাতে সত্যিই খুশি। এটা অবশ্যই আবেগের ব্যাপার, কারণ শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ আমার এটা।’
চোটের কারণে গত কয়েক বছর অনেক বার শিরোনাম হয়েছেন মারে। ব্রিটিশ টেনিস তারকা এ বছর তাই উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এমনকি চোটে পড়ে অলিম্পিকের একক ইভেন্ট থেকেও নাম সরাতে বাধ্য হয়েছেন। বিদায় বেলায় চোটের কথাও উল্লেখ করেছেন তিনি, ‘অলিম্পিকে নিজের ইচ্ছে অনুযায়ী শেষ করতে পেরে ভালো লাগছে। কারণ গত কয়েক বছর যে অবস্থার মধ্য দিয়ে গেছি, কোনো রকম নিশ্চয়তা ছিল না।’
২০১২ ইউএস ওপেন জিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন মারে। দ্বিতীয় গ্র্যান্ড স্লাম পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র এক বছর। ২০১৩ সালে জোকোভিচকে হারিয়ে উইম্বলডন জেতেন মারে। উইম্বলডন মারে এরপর জিতেছেন ২০১৬ সালে। ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের পাশাপাশি অলিম্পিকেও সাফল্য পেয়েছেন তিনি। ২০১২ লন্ডন অলিম্পিকে মারে স্বর্ণপদক জেতেন রজার ফেদেরারকে হারিয়ে। রিও অলিম্পিকে ২০১৬ সালে হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে ছেলে ও মেয়েদের ইভেন্ট মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকের একক ইভেন্টে দুটি স্বর্ণপদক জয়ের কীর্তি গড়েন।
মারেকে ক্যারিয়ারের শেষ ম্যাচের পর প্রশংসায় ভাসিয়েছেন উদীয়মান টেনিস তারকা কার্লোস আলকারাস। এক্সে আলকারাস লিখেছেন, ‘আপনার সঙ্গে একই কোর্টে খেলতে পেরে ভালো লাগছে। এমন কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের জন্য আপনাকে অভিনন্দন। সবার জন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন আপনি। এখানে সব সময় আপনার এক ভক্ত থাকবে।’
টেনিস কখনোই আমি পছন্দ করতাম না—এক্স হ্যান্ডলে অ্যান্ডি মারের এমন পোস্ট দেখে হয়তো অনেকেই অবাক হয়েছেন। যে টেনিস কোর্টে তিনি দাপিয়ে বেড়িয়েছেন, জিতেছেন একের পর এক গ্র্যান্ড স্লাম-তাঁর টেনিস অপছন্দ করার কারণ কী! পেশাদার টেনিস ক্যারিয়ারে গত রাতে ইতি টানার পর এখন তিনি আলোচনায়।
প্যারিস অলিম্পিক দিয়ে টেনিস ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা আগেই দেন মারে। অবসরটা গত রাতে নিলেন ব্রিটিশ টেনিস তারকা মারে। ছেলেদের দ্বৈত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজ ও টমি পল জুটির কাছে ৬-২,৬-৪ গেমে ড্যান ইভানসের সঙ্গে জুটি বেঁধে হেরেছেন মারে। এই হারেই মূলত মারের ক্যারিয়ারের সমাপ্তি হয়। তাতে টেনিসের সোনালি প্রজন্মের একটি অধ্যায়ও শেষ হয়ে যায়। ম্যাচ শেষে কথা বলতে গিয়ে গত রাতে একটু আবেগপ্রবণ হয়ে পড়লেন মারে। ছেলেদের টেনিসের পরিচালনা সংস্থা এটিপিকে মারে বলেন, ‘যতটুকু পেরেছি, নিজের ক্যারিয়ারে ততটুকু দিয়েছে। যেভাবে শেষ হয়েছে তাতে সত্যিই খুশি। এটা অবশ্যই আবেগের ব্যাপার, কারণ শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ আমার এটা।’
চোটের কারণে গত কয়েক বছর অনেক বার শিরোনাম হয়েছেন মারে। ব্রিটিশ টেনিস তারকা এ বছর তাই উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এমনকি চোটে পড়ে অলিম্পিকের একক ইভেন্ট থেকেও নাম সরাতে বাধ্য হয়েছেন। বিদায় বেলায় চোটের কথাও উল্লেখ করেছেন তিনি, ‘অলিম্পিকে নিজের ইচ্ছে অনুযায়ী শেষ করতে পেরে ভালো লাগছে। কারণ গত কয়েক বছর যে অবস্থার মধ্য দিয়ে গেছি, কোনো রকম নিশ্চয়তা ছিল না।’
২০১২ ইউএস ওপেন জিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন মারে। দ্বিতীয় গ্র্যান্ড স্লাম পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র এক বছর। ২০১৩ সালে জোকোভিচকে হারিয়ে উইম্বলডন জেতেন মারে। উইম্বলডন মারে এরপর জিতেছেন ২০১৬ সালে। ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের পাশাপাশি অলিম্পিকেও সাফল্য পেয়েছেন তিনি। ২০১২ লন্ডন অলিম্পিকে মারে স্বর্ণপদক জেতেন রজার ফেদেরারকে হারিয়ে। রিও অলিম্পিকে ২০১৬ সালে হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে ছেলে ও মেয়েদের ইভেন্ট মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকের একক ইভেন্টে দুটি স্বর্ণপদক জয়ের কীর্তি গড়েন।
মারেকে ক্যারিয়ারের শেষ ম্যাচের পর প্রশংসায় ভাসিয়েছেন উদীয়মান টেনিস তারকা কার্লোস আলকারাস। এক্সে আলকারাস লিখেছেন, ‘আপনার সঙ্গে একই কোর্টে খেলতে পেরে ভালো লাগছে। এমন কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের জন্য আপনাকে অভিনন্দন। সবার জন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন আপনি। এখানে সব সময় আপনার এক ভক্ত থাকবে।’
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১২ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৩ ঘণ্টা আগেঘরের মাঠে বসুন্ধরা কিংসের সামনে সুযোগ ছিল প্রথম লেগে হারের প্রতিশোধ নেওয়ার। সুযোগ ছিল পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়ে শিরোপা লড়াই জমিয়ে দেওয়ার। কিন্তু তা হতে দেয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুলেমান দিয়াবাতের জোড়া গোলে বসুন্ধরাকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপার স্বপ্ন আরও উজ্জ্বল করল আলফাজ আহমেদের দল।
১৩ ঘণ্টা আগে