টেনিসের মর্যাদাপূর্ণ সব রেকর্ডই নোভাক জোকোভিচের দখলে। ‘অজেয়’ বলে সার্বিয়ান তারকার কাছে কিছু নেই!
নোভাক জোকোভিচ কিন্তু তা মনে করেন না। আজ সিনসিনাটি মাস্টার্সের ফাইনাল, প্রতিপক্ষ কার্লোস আলকারাস। হার্ড কোর্টের এই ফাইনালে আলকারাসকে হারানোটাই তাঁর কাছে ‘চূড়ান্ত চ্যালেঞ্জ’। জোকোর ভাষায়, ‘এই মুহূর্তে এটাই আমার জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ।’
স্প্যানিশ আলকারাসের বিপক্ষে এ পর্যন্ত তিনবার কোর্টে সাক্ষাৎ হয়েছে জোকোভিচের। দুটিতেই জিতেছেন আলকারাস। একটিতে জোকোভিচ। জোকোভিচের সেই জয়টা গত ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। ক্লে কোর্টের সেই ম্যাচে দুর্দান্ত লড়ছিলেন আলকারাস। কিন্তু মাঝপথে চোট পেয়ে খোঁড়াতে শুরু করেন। তৎক্ষণাৎ কোর্ট ছেড়ে চলে আসতে পারতেন। কিন্তু টিকিট কেটে মাঠে ঢোকা দর্শকদের কথা ভেবে চোট নিয়েই খেলা চালিয়ে যান আলকারাস। সেই হারের শোধ উইম্বলডনের ফাইনালে নিয়েছিলেন আলকারাস। সেয়ানে-সেয়ানের লড়াইয়ে সে ম্যারাথনের ম্যাচের ফাইনালে চার সেট শেষে যখন ২-২-এ সমতা, তখনই নিজের সেরাটা নিয়ে হাজির হন আলকারাস। অবিশ্বাস্য সব ড্রপ শট আর দুর্দান্ত সার্ভে পরাভূত করেন জোকোভিচকে।
তবে এবার ভিন্ন কিছুর আশা জোকোভিচের। ২৮ আগস্ট শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। তার আগে এই ফাইনালটিকে নিজেদের যাচাইয়ে সুযোগ হিসেবেও দেখছেন জোকোভিচ, ‘হার্ডকোর্টে এটা প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে আমাদের। ইউএস ওপেনের আগে এটা ভালো একটা পরীক্ষাই হবে। আমার জন্য এটা হতে যাচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এটার দিকে তাকিয়ে আছি আমি।’
সেমিফাইনালে হুবার্ট হারকেজকে হারিয়ে আলকারাস এবং আলেক্সান্দার জভেরভকে হারিয়ে ফাইনালে উঠেছেন জোকোভিচ।
টেনিসের মর্যাদাপূর্ণ সব রেকর্ডই নোভাক জোকোভিচের দখলে। ‘অজেয়’ বলে সার্বিয়ান তারকার কাছে কিছু নেই!
নোভাক জোকোভিচ কিন্তু তা মনে করেন না। আজ সিনসিনাটি মাস্টার্সের ফাইনাল, প্রতিপক্ষ কার্লোস আলকারাস। হার্ড কোর্টের এই ফাইনালে আলকারাসকে হারানোটাই তাঁর কাছে ‘চূড়ান্ত চ্যালেঞ্জ’। জোকোর ভাষায়, ‘এই মুহূর্তে এটাই আমার জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ।’
স্প্যানিশ আলকারাসের বিপক্ষে এ পর্যন্ত তিনবার কোর্টে সাক্ষাৎ হয়েছে জোকোভিচের। দুটিতেই জিতেছেন আলকারাস। একটিতে জোকোভিচ। জোকোভিচের সেই জয়টা গত ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। ক্লে কোর্টের সেই ম্যাচে দুর্দান্ত লড়ছিলেন আলকারাস। কিন্তু মাঝপথে চোট পেয়ে খোঁড়াতে শুরু করেন। তৎক্ষণাৎ কোর্ট ছেড়ে চলে আসতে পারতেন। কিন্তু টিকিট কেটে মাঠে ঢোকা দর্শকদের কথা ভেবে চোট নিয়েই খেলা চালিয়ে যান আলকারাস। সেই হারের শোধ উইম্বলডনের ফাইনালে নিয়েছিলেন আলকারাস। সেয়ানে-সেয়ানের লড়াইয়ে সে ম্যারাথনের ম্যাচের ফাইনালে চার সেট শেষে যখন ২-২-এ সমতা, তখনই নিজের সেরাটা নিয়ে হাজির হন আলকারাস। অবিশ্বাস্য সব ড্রপ শট আর দুর্দান্ত সার্ভে পরাভূত করেন জোকোভিচকে।
তবে এবার ভিন্ন কিছুর আশা জোকোভিচের। ২৮ আগস্ট শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। তার আগে এই ফাইনালটিকে নিজেদের যাচাইয়ে সুযোগ হিসেবেও দেখছেন জোকোভিচ, ‘হার্ডকোর্টে এটা প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে আমাদের। ইউএস ওপেনের আগে এটা ভালো একটা পরীক্ষাই হবে। আমার জন্য এটা হতে যাচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এটার দিকে তাকিয়ে আছি আমি।’
সেমিফাইনালে হুবার্ট হারকেজকে হারিয়ে আলকারাস এবং আলেক্সান্দার জভেরভকে হারিয়ে ফাইনালে উঠেছেন জোকোভিচ।
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১২ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৩ ঘণ্টা আগেঘরের মাঠে বসুন্ধরা কিংসের সামনে সুযোগ ছিল প্রথম লেগে হারের প্রতিশোধ নেওয়ার। সুযোগ ছিল পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়ে শিরোপা লড়াই জমিয়ে দেওয়ার। কিন্তু তা হতে দেয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুলেমান দিয়াবাতের জোড়া গোলে বসুন্ধরাকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপার স্বপ্ন আরও উজ্জ্বল করল আলফাজ আহমেদের দল।
১৩ ঘণ্টা আগে