ক্রীড়া ডেস্ক
টেনিসের মর্যাদাপূর্ণ সব রেকর্ডই নোভাক জোকোভিচের দখলে। ‘অজেয়’ বলে সার্বিয়ান তারকার কাছে কিছু নেই!
নোভাক জোকোভিচ কিন্তু তা মনে করেন না। আজ সিনসিনাটি মাস্টার্সের ফাইনাল, প্রতিপক্ষ কার্লোস আলকারাস। হার্ড কোর্টের এই ফাইনালে আলকারাসকে হারানোটাই তাঁর কাছে ‘চূড়ান্ত চ্যালেঞ্জ’। জোকোর ভাষায়, ‘এই মুহূর্তে এটাই আমার জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ।’
স্প্যানিশ আলকারাসের বিপক্ষে এ পর্যন্ত তিনবার কোর্টে সাক্ষাৎ হয়েছে জোকোভিচের। দুটিতেই জিতেছেন আলকারাস। একটিতে জোকোভিচ। জোকোভিচের সেই জয়টা গত ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। ক্লে কোর্টের সেই ম্যাচে দুর্দান্ত লড়ছিলেন আলকারাস। কিন্তু মাঝপথে চোট পেয়ে খোঁড়াতে শুরু করেন। তৎক্ষণাৎ কোর্ট ছেড়ে চলে আসতে পারতেন। কিন্তু টিকিট কেটে মাঠে ঢোকা দর্শকদের কথা ভেবে চোট নিয়েই খেলা চালিয়ে যান আলকারাস। সেই হারের শোধ উইম্বলডনের ফাইনালে নিয়েছিলেন আলকারাস। সেয়ানে-সেয়ানের লড়াইয়ে সে ম্যারাথনের ম্যাচের ফাইনালে চার সেট শেষে যখন ২-২-এ সমতা, তখনই নিজের সেরাটা নিয়ে হাজির হন আলকারাস। অবিশ্বাস্য সব ড্রপ শট আর দুর্দান্ত সার্ভে পরাভূত করেন জোকোভিচকে।
তবে এবার ভিন্ন কিছুর আশা জোকোভিচের। ২৮ আগস্ট শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। তার আগে এই ফাইনালটিকে নিজেদের যাচাইয়ে সুযোগ হিসেবেও দেখছেন জোকোভিচ, ‘হার্ডকোর্টে এটা প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে আমাদের। ইউএস ওপেনের আগে এটা ভালো একটা পরীক্ষাই হবে। আমার জন্য এটা হতে যাচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এটার দিকে তাকিয়ে আছি আমি।’
সেমিফাইনালে হুবার্ট হারকেজকে হারিয়ে আলকারাস এবং আলেক্সান্দার জভেরভকে হারিয়ে ফাইনালে উঠেছেন জোকোভিচ।
টেনিসের মর্যাদাপূর্ণ সব রেকর্ডই নোভাক জোকোভিচের দখলে। ‘অজেয়’ বলে সার্বিয়ান তারকার কাছে কিছু নেই!
নোভাক জোকোভিচ কিন্তু তা মনে করেন না। আজ সিনসিনাটি মাস্টার্সের ফাইনাল, প্রতিপক্ষ কার্লোস আলকারাস। হার্ড কোর্টের এই ফাইনালে আলকারাসকে হারানোটাই তাঁর কাছে ‘চূড়ান্ত চ্যালেঞ্জ’। জোকোর ভাষায়, ‘এই মুহূর্তে এটাই আমার জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ।’
স্প্যানিশ আলকারাসের বিপক্ষে এ পর্যন্ত তিনবার কোর্টে সাক্ষাৎ হয়েছে জোকোভিচের। দুটিতেই জিতেছেন আলকারাস। একটিতে জোকোভিচ। জোকোভিচের সেই জয়টা গত ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। ক্লে কোর্টের সেই ম্যাচে দুর্দান্ত লড়ছিলেন আলকারাস। কিন্তু মাঝপথে চোট পেয়ে খোঁড়াতে শুরু করেন। তৎক্ষণাৎ কোর্ট ছেড়ে চলে আসতে পারতেন। কিন্তু টিকিট কেটে মাঠে ঢোকা দর্শকদের কথা ভেবে চোট নিয়েই খেলা চালিয়ে যান আলকারাস। সেই হারের শোধ উইম্বলডনের ফাইনালে নিয়েছিলেন আলকারাস। সেয়ানে-সেয়ানের লড়াইয়ে সে ম্যারাথনের ম্যাচের ফাইনালে চার সেট শেষে যখন ২-২-এ সমতা, তখনই নিজের সেরাটা নিয়ে হাজির হন আলকারাস। অবিশ্বাস্য সব ড্রপ শট আর দুর্দান্ত সার্ভে পরাভূত করেন জোকোভিচকে।
তবে এবার ভিন্ন কিছুর আশা জোকোভিচের। ২৮ আগস্ট শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। তার আগে এই ফাইনালটিকে নিজেদের যাচাইয়ে সুযোগ হিসেবেও দেখছেন জোকোভিচ, ‘হার্ডকোর্টে এটা প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে আমাদের। ইউএস ওপেনের আগে এটা ভালো একটা পরীক্ষাই হবে। আমার জন্য এটা হতে যাচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এটার দিকে তাকিয়ে আছি আমি।’
সেমিফাইনালে হুবার্ট হারকেজকে হারিয়ে আলকারাস এবং আলেক্সান্দার জভেরভকে হারিয়ে ফাইনালে উঠেছেন জোকোভিচ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
২ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
৩ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
৩ ঘণ্টা আগে