নোভাক জোকোভিচের সঙ্গে আগে প্রতিযোগিতাটা হতো রজার ফেদেরার আর রাফায়েল নাদালের। টেনিসের ‘বিগ থ্রি’র মধ্যে শুধু সার্বিয়ান তারকাই নিজের ফর্মটা ধরে রেখেছেন এখনো। ফেদেরার অবসরে। চোটে পড়ায় সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনের পরে আর দেখা যায়নি নাদালকে।
তাঁদের অনুপস্থিতিতে এ বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে নাদালকে টপকে সর্বোচ্চ ২৩ তম গ্র্যান্ড স্লামের মালিক হয়েছেন জোকোভিচ। আজ থেকে শুরু বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন দিয়ে সংখ্যাটা বাড়িয়ে নিতে চান সার্বিয়ান তারকা। নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে প্রথম রাউন্ডে তিনি আগামীকাল মুখোমুখি হবেন ফ্রান্সের আলেক্সান্দ্রে মুলারের।
তার আগে দুই বছর পর ইউএস ওপেনে ফেরা জোকোভিচ জানালেন, এখন থেকে প্রতিটি গ্র্যান্ড স্লাম খেলবেন নিজের ‘শেষ স্লাম’ হিসেবে। আরও যে কয়েক বছর খেলবেন, স্লামের সংখ্যাটা নিয়ে যেতে চান ধরাছোঁয়ার বাইরে। তবে এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি। গত শুক্রবার সংবাদ সম্মেলনে সেটিই বললেন জোকো, ‘জানি না আমার আরও কত গ্র্যান্ড স্লাম হবে। এই মুহূর্তে আমার মনে শেষের কোনো চিন্তা নেই।’
তবে বয়সকে নিয়েই যত ভয় জোকোভিচের, ‘বয়স যখন ৩৬ হয়, তখন অনেক কিছু হতে থাকে। পারফরম্যান্সের দিক থেকে তাই প্রতিটি গ্র্যান্ড স্লামকে এখন শেষ হিসেবে বিবেচনা করছি।’
ইতিহাস আগেই গড়েছেন জোকোভিচ। তবে নতুন চ্যালেঞ্জ হয়ে ওঠা কার্লোস আলকারাস ও দানিল মেদভেদেভের ওপর যে শোধ নেওয়া বাকি! ২০২১ সালে প্রথমবারের মতো বছরের চার গ্র্যান্ড স্লাম জেতার পথে ছিলেন জোকোভিচ। তবে ইউএস ওপেনে তাঁর সেই স্বপ্ন ভেঙে দেন মেদভেদেভ। আর উইম্বলডনের ফাইনালে হেরে বসেন নাদালের একাডেমি থেকে উঠে আসা আলকারাসের কাছে। বর্তমান সময়ে টেনিসে জোকোভিচের বড় প্রতিদ্বন্দ্বীই তিনি। কদিন আগে সিনাসিনাটি ওপেনে আলকারাসকে হারিয়ে জার্সি ছিঁড়ে বুনো উদ্যাপনে বুঝিয়ে দিয়েছেন, উইম্বলডনে হারটা কেমন যন্ত্রণা দিয়েছিল জোকোভিচকে। এবার ইউএস ওপেনের ফাইনালেও দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জোকোভিচের এক দিন পরেই প্রথম রাউন্ড শুরু করবেন আলকারাস। লড়াইয়ের আগে ২০ বছর বয়সী এ তারকা জানালেন, আগের চেয়ে তিনি এখন পরিণত। গত বছরের পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে চান এই শীর্ষ বাছাই, ‘কোর্টে এখন নিজেকে আরও বেশি পরিণত মনে হয়। গত বছর আমি যে মানের খেলোয়াড় ছিলাম, এখন তার চেয়ে ভালো। গত বছর যা করেছিলাম ঠিক সেটি করার চেষ্টা করছি।’ তবে দুজনের ফাইনালে ওঠার পথে বড় বাধা হতে পারেন মেদভেদেভ ও ইয়ানিক সিনার।
নোভাক জোকোভিচের সঙ্গে আগে প্রতিযোগিতাটা হতো রজার ফেদেরার আর রাফায়েল নাদালের। টেনিসের ‘বিগ থ্রি’র মধ্যে শুধু সার্বিয়ান তারকাই নিজের ফর্মটা ধরে রেখেছেন এখনো। ফেদেরার অবসরে। চোটে পড়ায় সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনের পরে আর দেখা যায়নি নাদালকে।
তাঁদের অনুপস্থিতিতে এ বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে নাদালকে টপকে সর্বোচ্চ ২৩ তম গ্র্যান্ড স্লামের মালিক হয়েছেন জোকোভিচ। আজ থেকে শুরু বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন দিয়ে সংখ্যাটা বাড়িয়ে নিতে চান সার্বিয়ান তারকা। নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে প্রথম রাউন্ডে তিনি আগামীকাল মুখোমুখি হবেন ফ্রান্সের আলেক্সান্দ্রে মুলারের।
তার আগে দুই বছর পর ইউএস ওপেনে ফেরা জোকোভিচ জানালেন, এখন থেকে প্রতিটি গ্র্যান্ড স্লাম খেলবেন নিজের ‘শেষ স্লাম’ হিসেবে। আরও যে কয়েক বছর খেলবেন, স্লামের সংখ্যাটা নিয়ে যেতে চান ধরাছোঁয়ার বাইরে। তবে এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি। গত শুক্রবার সংবাদ সম্মেলনে সেটিই বললেন জোকো, ‘জানি না আমার আরও কত গ্র্যান্ড স্লাম হবে। এই মুহূর্তে আমার মনে শেষের কোনো চিন্তা নেই।’
তবে বয়সকে নিয়েই যত ভয় জোকোভিচের, ‘বয়স যখন ৩৬ হয়, তখন অনেক কিছু হতে থাকে। পারফরম্যান্সের দিক থেকে তাই প্রতিটি গ্র্যান্ড স্লামকে এখন শেষ হিসেবে বিবেচনা করছি।’
ইতিহাস আগেই গড়েছেন জোকোভিচ। তবে নতুন চ্যালেঞ্জ হয়ে ওঠা কার্লোস আলকারাস ও দানিল মেদভেদেভের ওপর যে শোধ নেওয়া বাকি! ২০২১ সালে প্রথমবারের মতো বছরের চার গ্র্যান্ড স্লাম জেতার পথে ছিলেন জোকোভিচ। তবে ইউএস ওপেনে তাঁর সেই স্বপ্ন ভেঙে দেন মেদভেদেভ। আর উইম্বলডনের ফাইনালে হেরে বসেন নাদালের একাডেমি থেকে উঠে আসা আলকারাসের কাছে। বর্তমান সময়ে টেনিসে জোকোভিচের বড় প্রতিদ্বন্দ্বীই তিনি। কদিন আগে সিনাসিনাটি ওপেনে আলকারাসকে হারিয়ে জার্সি ছিঁড়ে বুনো উদ্যাপনে বুঝিয়ে দিয়েছেন, উইম্বলডনে হারটা কেমন যন্ত্রণা দিয়েছিল জোকোভিচকে। এবার ইউএস ওপেনের ফাইনালেও দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জোকোভিচের এক দিন পরেই প্রথম রাউন্ড শুরু করবেন আলকারাস। লড়াইয়ের আগে ২০ বছর বয়সী এ তারকা জানালেন, আগের চেয়ে তিনি এখন পরিণত। গত বছরের পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে চান এই শীর্ষ বাছাই, ‘কোর্টে এখন নিজেকে আরও বেশি পরিণত মনে হয়। গত বছর আমি যে মানের খেলোয়াড় ছিলাম, এখন তার চেয়ে ভালো। গত বছর যা করেছিলাম ঠিক সেটি করার চেষ্টা করছি।’ তবে দুজনের ফাইনালে ওঠার পথে বড় বাধা হতে পারেন মেদভেদেভ ও ইয়ানিক সিনার।
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১২ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৩ ঘণ্টা আগেঘরের মাঠে বসুন্ধরা কিংসের সামনে সুযোগ ছিল প্রথম লেগে হারের প্রতিশোধ নেওয়ার। সুযোগ ছিল পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়ে শিরোপা লড়াই জমিয়ে দেওয়ার। কিন্তু তা হতে দেয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুলেমান দিয়াবাতের জোড়া গোলে বসুন্ধরাকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপার স্বপ্ন আরও উজ্জ্বল করল আলফাজ আহমেদের দল।
১৩ ঘণ্টা আগে