নাসিম আহমেদ
মানুষের চন্দ্রাভিযান নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আগামী কয়েক বছরের মধ্যে আবারও চাঁদে মানুষ পাঠাতে চায়। এ জন্য তারা পরিচালনা করছে বিশেষ মিশন আর্টেমিস। এতে সহযোগী হিসেবে রয়েছে ইলোন মাস্কের স্পেসএক্স। আর এই স্পেসএক্স নাসার চন্দ্রাভিযান সফল করার জন্য বানাচ্ছে স্টারশিপ লঞ্চ সিস্টেম, যা সংক্ষেপে স্টারশিপ নামে পরিচিত।
এদিকে নাসার পারসেভারেন্সের পাশাপাশি সম্প্রতি চীনের ঝুরং রোভার রোবোটও মঙ্গলে অবতরণ করেছে। এই মঙ্গল অভিযানের ক্ষেত্রেও আশার আলো দেখাচ্ছে স্টারশিপ সিস্টেম।
স্টারশিপ কী?
স্পেসএক্সের স্টারশিপ হচ্ছে পুরোপুরি পুনর্ব্যবহার ক্ষমতাসম্পন্ন মহাকাশযান উৎক্ষেপণ ব্যবস্থা। সম্প্রতি এই ব্যবস্থা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এতে রয়েছে এক ধরনের রকেট ও স্পেসক্রাফটের সমন্বয়, যা প্রায় এক শ জন মানুষ নিয়ে মঙ্গল পর্যন্ত যেতে পারে। এই রকেট ও স্পেসক্রাফট মিলিয়ে পুরো স্টারশিপ সিস্টেমের দৈর্ঘ্য হচ্ছে ১২০ মিটার মতো, যা আগের যেকোনো অনুরূপ ব্যবস্থার চেয়ে বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়, এই স্টারশিপের রয়েছে দুটি ধাপ। এর নিচের অংশটিকে বলা হচ্ছে বুস্টার স্টেজ। এই বুস্টার স্টেজেই থাকে রকেট। এই রকেটকে বলা হচ্ছে সুপার হেভি। আর অন্য অংশ বা ধাপটি হচ্ছে আপার স্টেজ। এটি মহাকাশযান বা স্পেসক্রাফট ধারণ করে।
নিচের রকেটটি বুস্ট করে মহাকাশযানকে উড়িয়ে দেওয়ার পর সেটি মহাকাশযান থেকে আলাদা হয়ে যায়। স্টারশিপের রকেটটি ৭০ মিটারের মতো লম্বা। এটি ২৮টি র্যাপচার ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে প্রায় ১০০–১৫০ টন ভারী বস্তুকে পৃথিবীর সবচেয়ে কাছের কক্ষপথে উড়িয়ে নিতে পারে। এত সক্ষমতা এর আগের কোনো রকেটের ছিল না।
পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ সিস্টেম
স্টারশিপ হচ্ছে পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ ব্যবস্থা। আগে এ ধরনের উৎক্ষেপণ ব্যবস্থা একবারই ব্যবহার করা যেত। কালণ রকেট উৎক্ষেপণের পর পুরো ব্যবস্থাটি পুড়ে ধ্বংস হয়ে যেত। কিন্তু স্টারশিপ এ ক্ষেত্রে একেবারেই আলাদা। এর মূল হার্ডওয়্যার ধ্বংস হয় না। ফলে এর মাধ্যমে এ ধরনের মিশনের বাণিজ্যিক খরচ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
স্পেসএক্সের পরিকল্পনা
স্পেসএক্স নিয়ে ইলোন মাস্কের স্বপ্ন আকাশছোঁয়া। টেসলা প্রধানের স্বপ্ন—এই স্টারশিপের মাধ্যমে ১০০ জন নভোচারীকে একবারে মঙ্গলে পাঠাবেন। এ ছাড়া ২০২৪ সালে তিনি স্টারশিপের মাধ্যমে মঙ্গলে নভোচারীবিহীন ভ্রমণ পরিচালনারও পরিকল্পনা করেছেন। এরই মধ্যে সম্প্রতি প্রোটোটাইপ স্টারশিপ রকেটের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে স্পেসএক্স, যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন ইলোন মাস্ক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক তাঁর এই প্রাইভেট রকেট কোম্পানি স্পেসএক্স নির্মিত স্টারশিপের মাধ্যমে দ্রুতই সহজে মহাকাশ ভ্রমণ চালু করতে চান। ২০২৩ সালে তিনি স্টারশিপে করে জাপানি ধনকুবের ইউসাকু মাজাওয়াকে চাঁদের চারপাশে ঘুরিয়ে নিয়ে আসবেন। ২০১২ সাল থেকে স্টারশিপ সিস্টেম তৈরি শুরু করে স্পেসএক্স, যা এখন স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। যুক্তরাষ্ট্রের ট্রক্সাসের বোকাচিকা এলাকায় স্টারশিপের মূল স্থাপনা থেকে এরই মধ্যে বিভিন্ন প্রোটোটাইপ স্টারশিপ রকেট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স।
কথা হলো এই প্রোটোটাইপ স্টারশিপ রকেট আদতে কী? বৈজ্ঞানিক গবেষণায় পলীক্ষা খুব বড় ব্যাপার। আর কোনো একটি মডেল বা কনসেপ্টের পরীক্ষামূলক টেস্ট চালানো হয় এই প্রোটোটাইপ বানানোর মাধ্যমে। স্টারশিপ এখন পর্যন্ত যেসব প্রোটোটাইপ রকেট উৎক্ষেপণ করেছে, সেগুলোর সাফল্য–ব্যর্থতার ওপর নির্ভর করেই স্পেসএক্স তাদের মূল মিশনের কার্যক্রম নির্ধারণ করবে। এখন পর্যন্ত নির্মিত প্রোটোটাইপ স্টারশিপ ব্যবস্থার মধ্যে স্টারহুপার, এমকে, এমকে২, এমকে৩ (এসএন১), এমকে৪ ইত্যাদি উল্লেখযোগ্য।
এরই মধ্যে চারবার ব্যর্থ হওয়ার পর প্রোটোটাইপ স্টারশিপ রকেট উৎক্ষেপণে সাফল্য পেয়েছে স্পেসএক্স। গত ৫ মে প্রথমএ ইসাফল্য আসে, যা মানুষকে মহাকাশ ভ্রমণ, মঙ্গলে বসতি স্থাপনসহ নানা রকম স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাচ্ছে।
আগেই বলা হয়েছে আন্তঃগ্রহ ভ্রমণ, মঙ্গলে বসতি স্থাপন প্রভৃতি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এই স্টারশিপ রকেটগুলো বানিয়েছে স্পেসএক্স। এ ক্ষেত্রে প্রথম সাফল্য আসে গত ৫ মে। এ দিন স্টারশিপ এসএন১৫ মাটি থেকে পরিকল্পনামাফিক ১০ কিলোমিটার উড়ে গিয়ে আবার সঠিকভাবে ফিরে আসে। এই সাফল্যকে অনেক বড় করে দেখছেন প্রতিষ্ঠানটির সিইও ইলোন মাস্ক। বিবিসিকে তিনি বলেন, স্টারশিপ রকেটের মাধ্যমে চাঁদ ও মঙ্গলে মানুষের ভ্রমণের যে পরিকল্পনা করা হচ্ছে, সেখানে এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
স্পেসফ্লাইট ইনসাইডার লিখেছে, প্রোটোটাইপ রকেট এসএন১৫–এর সাফল্য অনেক বড়। বাস্তবিক অর্থে কবে নাগাদ স্টারশিপের মাধ্যমে মহাকাশে ভ্রমণ করা যাবে, তা নির্ধঅরণে এই অভিজ্ঞতা কাজে লাগানো যাবে।
হিউম্যান ল্যান্ডিং সিস্টেম
চাঁদের জন্য নাসার পরবর্তী মিশন হচ্ছে আর্টেমিস মিশন। বিবিসি জানায়, এই মিশনের জন্য স্টারশিপে একটি বিশেষ সংযোজন করতে যাচ্ছে স্পেসএক্স। তারা স্টারশিপে হিউম্যান ল্যান্ডিং সিস্টেম সংযুক্ত করতে যাচ্ছে। ফলে চাঁদের পৃষ্ঠে বা যেকোনো গ্রহে সুন্দরভাবে অবতরণ করতে পারবে স্টারশিপ। এর পর মানুষ সহজেই স্টারশিপ থেকে চাঁদে বা গ্রহে নামতে পারবে।
স্টারশিপে রয়েছে বিশেষ ধরনের ইঞ্জিন। একে বলা হয় র্যাপচার ইঞ্জিন। এই ইঞ্জিন মিথেন ও অক্সিজেন দিয়ে চলে। প্রোপেলার ট্যাংক থেকে র্যাপচার ইঞ্জিনে মিথেন ও অক্সিজেন পাঠানো হয়। মিথেন জ্বালানি হিসেবে এবং অক্সিজেন দহনকারী হিসেবে ব্যবহৃত হয়। এ বিষয়ক এক সেমিনারে ইলোন মাস্ক জানিয়েছিলেন, মঙ্গল গ্রহের পৃষ্ঠে থাকা পানি ও বায়ুমন্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে মিথেন সংশ্লেষ করা হবে। এভাবে মঙ্গলে গেলে জ্বালানি নিয়ে স্পেসক্রাফটটি আবার সক্রিয় হতে পারবে।
নিজেদের মিশনে নাসা যেমন স্পেসএক্সের সহায়তা পাচ্ছে, তেমনি নাসাও স্পেসএক্সকে অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে। শুরুতে নিজস্ব অর্থ দিয়েই স্টারশিপ সিস্টেম চালু করেছিল। এখন সাফল্য ধরা দেওয়ায় নাসাকেও পাশে পাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে স্পেসএক্সের মহাকাশবিষয়ক কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
শেষ কথা
সৃষ্টির সেই শুরু থেকেই মানুষ মহাকাশে রেখেছে চোখ। তারার রাজ্য তাকে হাতছানি দিয়ে ডেকেছে। কত শত কল্পনা এসে ভিড় করেছে তার মনে। সেই কল্পনার রাজ্যে হাজির হওয়ার একটা সুযোগ যদি নাসা বা স্পেসএক্সের মতো প্রতিষ্ঠানগুলো এনে দেয়, তবে তো দারুণ ব্যাপার ঘটবে। কিন্তু এই অভিযানগুলোর গল্প শুনতে যতটা সহজ মনে হয়, তত সহজ এগুলো নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বহু বিজ্ঞানীর শ্রম, অর্থ। এমনকি এ নিয়ে রাজনীতিও হচ্ছে বিস্তর। মহাকাশেও আধিপত্য বিস্তারের লড়াইয়ে এখন নেমেছে বিশ্ব শক্তিগুলো। পৃথিবীর বুকে যে ক্ষমতার লড়াই, তার ঝাঁঝ সম্পর্কে আমরা সবাই কম–বেশি অবহিত। মহাকাশে এর সম্প্রসারণ হলে তা মানুষের অস্তিত্বের জন্যও এমনকি নেতিবাচক হতে পারে। প্রত্যাশা শুধু এই যে, মানুষ শুভ কাজেই নিজেদের প্রাযুক্তিক এই দক্ষতাকে কাজে লাগাবে।
মানুষের চন্দ্রাভিযান নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আগামী কয়েক বছরের মধ্যে আবারও চাঁদে মানুষ পাঠাতে চায়। এ জন্য তারা পরিচালনা করছে বিশেষ মিশন আর্টেমিস। এতে সহযোগী হিসেবে রয়েছে ইলোন মাস্কের স্পেসএক্স। আর এই স্পেসএক্স নাসার চন্দ্রাভিযান সফল করার জন্য বানাচ্ছে স্টারশিপ লঞ্চ সিস্টেম, যা সংক্ষেপে স্টারশিপ নামে পরিচিত।
এদিকে নাসার পারসেভারেন্সের পাশাপাশি সম্প্রতি চীনের ঝুরং রোভার রোবোটও মঙ্গলে অবতরণ করেছে। এই মঙ্গল অভিযানের ক্ষেত্রেও আশার আলো দেখাচ্ছে স্টারশিপ সিস্টেম।
স্টারশিপ কী?
স্পেসএক্সের স্টারশিপ হচ্ছে পুরোপুরি পুনর্ব্যবহার ক্ষমতাসম্পন্ন মহাকাশযান উৎক্ষেপণ ব্যবস্থা। সম্প্রতি এই ব্যবস্থা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এতে রয়েছে এক ধরনের রকেট ও স্পেসক্রাফটের সমন্বয়, যা প্রায় এক শ জন মানুষ নিয়ে মঙ্গল পর্যন্ত যেতে পারে। এই রকেট ও স্পেসক্রাফট মিলিয়ে পুরো স্টারশিপ সিস্টেমের দৈর্ঘ্য হচ্ছে ১২০ মিটার মতো, যা আগের যেকোনো অনুরূপ ব্যবস্থার চেয়ে বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়, এই স্টারশিপের রয়েছে দুটি ধাপ। এর নিচের অংশটিকে বলা হচ্ছে বুস্টার স্টেজ। এই বুস্টার স্টেজেই থাকে রকেট। এই রকেটকে বলা হচ্ছে সুপার হেভি। আর অন্য অংশ বা ধাপটি হচ্ছে আপার স্টেজ। এটি মহাকাশযান বা স্পেসক্রাফট ধারণ করে।
নিচের রকেটটি বুস্ট করে মহাকাশযানকে উড়িয়ে দেওয়ার পর সেটি মহাকাশযান থেকে আলাদা হয়ে যায়। স্টারশিপের রকেটটি ৭০ মিটারের মতো লম্বা। এটি ২৮টি র্যাপচার ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে প্রায় ১০০–১৫০ টন ভারী বস্তুকে পৃথিবীর সবচেয়ে কাছের কক্ষপথে উড়িয়ে নিতে পারে। এত সক্ষমতা এর আগের কোনো রকেটের ছিল না।
পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ সিস্টেম
স্টারশিপ হচ্ছে পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ ব্যবস্থা। আগে এ ধরনের উৎক্ষেপণ ব্যবস্থা একবারই ব্যবহার করা যেত। কালণ রকেট উৎক্ষেপণের পর পুরো ব্যবস্থাটি পুড়ে ধ্বংস হয়ে যেত। কিন্তু স্টারশিপ এ ক্ষেত্রে একেবারেই আলাদা। এর মূল হার্ডওয়্যার ধ্বংস হয় না। ফলে এর মাধ্যমে এ ধরনের মিশনের বাণিজ্যিক খরচ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
স্পেসএক্সের পরিকল্পনা
স্পেসএক্স নিয়ে ইলোন মাস্কের স্বপ্ন আকাশছোঁয়া। টেসলা প্রধানের স্বপ্ন—এই স্টারশিপের মাধ্যমে ১০০ জন নভোচারীকে একবারে মঙ্গলে পাঠাবেন। এ ছাড়া ২০২৪ সালে তিনি স্টারশিপের মাধ্যমে মঙ্গলে নভোচারীবিহীন ভ্রমণ পরিচালনারও পরিকল্পনা করেছেন। এরই মধ্যে সম্প্রতি প্রোটোটাইপ স্টারশিপ রকেটের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে স্পেসএক্স, যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন ইলোন মাস্ক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক তাঁর এই প্রাইভেট রকেট কোম্পানি স্পেসএক্স নির্মিত স্টারশিপের মাধ্যমে দ্রুতই সহজে মহাকাশ ভ্রমণ চালু করতে চান। ২০২৩ সালে তিনি স্টারশিপে করে জাপানি ধনকুবের ইউসাকু মাজাওয়াকে চাঁদের চারপাশে ঘুরিয়ে নিয়ে আসবেন। ২০১২ সাল থেকে স্টারশিপ সিস্টেম তৈরি শুরু করে স্পেসএক্স, যা এখন স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। যুক্তরাষ্ট্রের ট্রক্সাসের বোকাচিকা এলাকায় স্টারশিপের মূল স্থাপনা থেকে এরই মধ্যে বিভিন্ন প্রোটোটাইপ স্টারশিপ রকেট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স।
কথা হলো এই প্রোটোটাইপ স্টারশিপ রকেট আদতে কী? বৈজ্ঞানিক গবেষণায় পলীক্ষা খুব বড় ব্যাপার। আর কোনো একটি মডেল বা কনসেপ্টের পরীক্ষামূলক টেস্ট চালানো হয় এই প্রোটোটাইপ বানানোর মাধ্যমে। স্টারশিপ এখন পর্যন্ত যেসব প্রোটোটাইপ রকেট উৎক্ষেপণ করেছে, সেগুলোর সাফল্য–ব্যর্থতার ওপর নির্ভর করেই স্পেসএক্স তাদের মূল মিশনের কার্যক্রম নির্ধারণ করবে। এখন পর্যন্ত নির্মিত প্রোটোটাইপ স্টারশিপ ব্যবস্থার মধ্যে স্টারহুপার, এমকে, এমকে২, এমকে৩ (এসএন১), এমকে৪ ইত্যাদি উল্লেখযোগ্য।
এরই মধ্যে চারবার ব্যর্থ হওয়ার পর প্রোটোটাইপ স্টারশিপ রকেট উৎক্ষেপণে সাফল্য পেয়েছে স্পেসএক্স। গত ৫ মে প্রথমএ ইসাফল্য আসে, যা মানুষকে মহাকাশ ভ্রমণ, মঙ্গলে বসতি স্থাপনসহ নানা রকম স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাচ্ছে।
আগেই বলা হয়েছে আন্তঃগ্রহ ভ্রমণ, মঙ্গলে বসতি স্থাপন প্রভৃতি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এই স্টারশিপ রকেটগুলো বানিয়েছে স্পেসএক্স। এ ক্ষেত্রে প্রথম সাফল্য আসে গত ৫ মে। এ দিন স্টারশিপ এসএন১৫ মাটি থেকে পরিকল্পনামাফিক ১০ কিলোমিটার উড়ে গিয়ে আবার সঠিকভাবে ফিরে আসে। এই সাফল্যকে অনেক বড় করে দেখছেন প্রতিষ্ঠানটির সিইও ইলোন মাস্ক। বিবিসিকে তিনি বলেন, স্টারশিপ রকেটের মাধ্যমে চাঁদ ও মঙ্গলে মানুষের ভ্রমণের যে পরিকল্পনা করা হচ্ছে, সেখানে এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
স্পেসফ্লাইট ইনসাইডার লিখেছে, প্রোটোটাইপ রকেট এসএন১৫–এর সাফল্য অনেক বড়। বাস্তবিক অর্থে কবে নাগাদ স্টারশিপের মাধ্যমে মহাকাশে ভ্রমণ করা যাবে, তা নির্ধঅরণে এই অভিজ্ঞতা কাজে লাগানো যাবে।
হিউম্যান ল্যান্ডিং সিস্টেম
চাঁদের জন্য নাসার পরবর্তী মিশন হচ্ছে আর্টেমিস মিশন। বিবিসি জানায়, এই মিশনের জন্য স্টারশিপে একটি বিশেষ সংযোজন করতে যাচ্ছে স্পেসএক্স। তারা স্টারশিপে হিউম্যান ল্যান্ডিং সিস্টেম সংযুক্ত করতে যাচ্ছে। ফলে চাঁদের পৃষ্ঠে বা যেকোনো গ্রহে সুন্দরভাবে অবতরণ করতে পারবে স্টারশিপ। এর পর মানুষ সহজেই স্টারশিপ থেকে চাঁদে বা গ্রহে নামতে পারবে।
স্টারশিপে রয়েছে বিশেষ ধরনের ইঞ্জিন। একে বলা হয় র্যাপচার ইঞ্জিন। এই ইঞ্জিন মিথেন ও অক্সিজেন দিয়ে চলে। প্রোপেলার ট্যাংক থেকে র্যাপচার ইঞ্জিনে মিথেন ও অক্সিজেন পাঠানো হয়। মিথেন জ্বালানি হিসেবে এবং অক্সিজেন দহনকারী হিসেবে ব্যবহৃত হয়। এ বিষয়ক এক সেমিনারে ইলোন মাস্ক জানিয়েছিলেন, মঙ্গল গ্রহের পৃষ্ঠে থাকা পানি ও বায়ুমন্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে মিথেন সংশ্লেষ করা হবে। এভাবে মঙ্গলে গেলে জ্বালানি নিয়ে স্পেসক্রাফটটি আবার সক্রিয় হতে পারবে।
নিজেদের মিশনে নাসা যেমন স্পেসএক্সের সহায়তা পাচ্ছে, তেমনি নাসাও স্পেসএক্সকে অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে। শুরুতে নিজস্ব অর্থ দিয়েই স্টারশিপ সিস্টেম চালু করেছিল। এখন সাফল্য ধরা দেওয়ায় নাসাকেও পাশে পাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে স্পেসএক্সের মহাকাশবিষয়ক কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
শেষ কথা
সৃষ্টির সেই শুরু থেকেই মানুষ মহাকাশে রেখেছে চোখ। তারার রাজ্য তাকে হাতছানি দিয়ে ডেকেছে। কত শত কল্পনা এসে ভিড় করেছে তার মনে। সেই কল্পনার রাজ্যে হাজির হওয়ার একটা সুযোগ যদি নাসা বা স্পেসএক্সের মতো প্রতিষ্ঠানগুলো এনে দেয়, তবে তো দারুণ ব্যাপার ঘটবে। কিন্তু এই অভিযানগুলোর গল্প শুনতে যতটা সহজ মনে হয়, তত সহজ এগুলো নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বহু বিজ্ঞানীর শ্রম, অর্থ। এমনকি এ নিয়ে রাজনীতিও হচ্ছে বিস্তর। মহাকাশেও আধিপত্য বিস্তারের লড়াইয়ে এখন নেমেছে বিশ্ব শক্তিগুলো। পৃথিবীর বুকে যে ক্ষমতার লড়াই, তার ঝাঁঝ সম্পর্কে আমরা সবাই কম–বেশি অবহিত। মহাকাশে এর সম্প্রসারণ হলে তা মানুষের অস্তিত্বের জন্যও এমনকি নেতিবাচক হতে পারে। প্রত্যাশা শুধু এই যে, মানুষ শুভ কাজেই নিজেদের প্রাযুক্তিক এই দক্ষতাকে কাজে লাগাবে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
২ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৪ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৫ ঘণ্টা আগে