অনলাইন ডেস্ক
অনলাইনে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পরামর্শ রয়েছে। এর মধ্যে দুর্ঘটনাবশত মোবাইল ফোন পানিতে পড়ে বা ভিজে গেলে তা শুকাতে চালভর্তি ব্যাগে ফোন রাখার পরামর্শ বেশ জনপ্রিয়। তবে অনলাইনে প্রচারিত এই পদ্ধতি বিপজ্জনক বলে সতর্ক করেছে অ্যাপল।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষা করে অ্যাপল দেখেছে, এই পদ্ধতি ব্যবহার করে ফোনের কোনো উপকার হয় না বরং এটি আইফোনের ক্ষতি করতে পারে।
এক নির্দেশিকায় অ্যাপল বলেছে, চালের একটি ছোট কণাও আইফোনের ভেতরে প্রবেশ ডিভাইসটি ক্ষতি করতে পারে। এই পদ্ধতির পরিবর্তে আলতোভাবে ফোনের ওপরের পানি মুছে ফেলতে হবে, হাতের ওপর ট্যাপ করতে হবে ও নিজে থেকেই শুকাতে দিতে হবে।
এছাড়া অ্যাপল আরও কয়েকটি বিষয় নিয়ে সতর্ক করছে। ফোন শুকানোর জন্য বাইরে থেকে গরম বাতাস দেওয়ার বিরুদ্ধে পরামর্শ দিয়েছে কোম্পানিটি। যেমন–রেডিয়েটর বা হেয়ারড্রায়ার ব্যবহার করে ফোনের ওপর গরম বাতাস দেওয়া হয়।
আর ডিভাইসের পোর্টগুলোর ভেতরে তুলা বা কাপড় ঢুকিয়ে শুকানোর চেষ্টা করা উচিত নয়।
এসব পদ্ধতি ব্যবহারের পরিবর্তে ফোনটিকে একটি চার্জারের সঙ্গে পুনরায় সংযোগ করার আগে ‘কিছু বায়ুপ্রবাহসহ শুষ্ক এলাকায়’ রেখে দেওয়ার পরামর্শ দেয় অ্যাপল। কমপক্ষে ৩০ মিনিট ডিভাইসটি শুকানো পর চার্জ দেওয়ার পরামর্শ দিয়েছে কোম্পানিটি। তবে ডিভাইসটি ভেজা থাকলে আরও কিছু সময় শুকানোর জন্য রেখে দেওয়া উচিত।
আইফোন ১২ এর পরের মডেলগুলো ৬ মিটার পর্যন্ত গভীর পানিতে আধা ঘণ্টা পর্যন্ত ডুবানো যায়।
এখন অনেকই তাই আইফোন দিয়ে পানির ভেতরের ভিডিও ধারণ করে ও ছবি তুলে।
অনলাইনে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পরামর্শ রয়েছে। এর মধ্যে দুর্ঘটনাবশত মোবাইল ফোন পানিতে পড়ে বা ভিজে গেলে তা শুকাতে চালভর্তি ব্যাগে ফোন রাখার পরামর্শ বেশ জনপ্রিয়। তবে অনলাইনে প্রচারিত এই পদ্ধতি বিপজ্জনক বলে সতর্ক করেছে অ্যাপল।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষা করে অ্যাপল দেখেছে, এই পদ্ধতি ব্যবহার করে ফোনের কোনো উপকার হয় না বরং এটি আইফোনের ক্ষতি করতে পারে।
এক নির্দেশিকায় অ্যাপল বলেছে, চালের একটি ছোট কণাও আইফোনের ভেতরে প্রবেশ ডিভাইসটি ক্ষতি করতে পারে। এই পদ্ধতির পরিবর্তে আলতোভাবে ফোনের ওপরের পানি মুছে ফেলতে হবে, হাতের ওপর ট্যাপ করতে হবে ও নিজে থেকেই শুকাতে দিতে হবে।
এছাড়া অ্যাপল আরও কয়েকটি বিষয় নিয়ে সতর্ক করছে। ফোন শুকানোর জন্য বাইরে থেকে গরম বাতাস দেওয়ার বিরুদ্ধে পরামর্শ দিয়েছে কোম্পানিটি। যেমন–রেডিয়েটর বা হেয়ারড্রায়ার ব্যবহার করে ফোনের ওপর গরম বাতাস দেওয়া হয়।
আর ডিভাইসের পোর্টগুলোর ভেতরে তুলা বা কাপড় ঢুকিয়ে শুকানোর চেষ্টা করা উচিত নয়।
এসব পদ্ধতি ব্যবহারের পরিবর্তে ফোনটিকে একটি চার্জারের সঙ্গে পুনরায় সংযোগ করার আগে ‘কিছু বায়ুপ্রবাহসহ শুষ্ক এলাকায়’ রেখে দেওয়ার পরামর্শ দেয় অ্যাপল। কমপক্ষে ৩০ মিনিট ডিভাইসটি শুকানো পর চার্জ দেওয়ার পরামর্শ দিয়েছে কোম্পানিটি। তবে ডিভাইসটি ভেজা থাকলে আরও কিছু সময় শুকানোর জন্য রেখে দেওয়া উচিত।
আইফোন ১২ এর পরের মডেলগুলো ৬ মিটার পর্যন্ত গভীর পানিতে আধা ঘণ্টা পর্যন্ত ডুবানো যায়।
এখন অনেকই তাই আইফোন দিয়ে পানির ভেতরের ভিডিও ধারণ করে ও ছবি তুলে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৩ মিনিট আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৮ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২০ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে