এক্সে লাইভ ভিডিওয়ের জন্য ফি নেবেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জুন ২০২৪, ১৫: ৫০
Thumbnail image

সরাসরি ভিডিও সম্প্রচার বা লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ফি নেওয়া শুরু করবে ইলন মাস্কের কোম্পানি এক্স (সাবেক টুইটার)। ফিচারটি এখন শুধু এক্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানে পাওয়া যাবে বলে এক ঘোষণায় জানিয়েছে কোম্পানিটি। এর আগেও বিভিন্ন সাধারণ ফিচার সাবস্ক্রিপশন প্ল্যানের আওতায় নিয়ে এসেছে মাস্ক। 

ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইচ ও টিকটকে লাইভ করার জন্য কোনো ফি নেওয়া হয়। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে এক্সই একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে হবে, যা লাইভ স্ট্রিমিংয়ের জন্য ফি নেবে।

কোম্পানিটি বলছে, শিগগিরই শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবাররাই এক্স প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করতে পারবে। বাইরের কোনো এনকোডার (লাইভ ভিডিও করার জন্য বিভিন্ন টুল) ব্যবহার করেও এক্স প্ল্যাটফর্মে লাইভ করলে ফি দিতে হবে। 

তবে কেন এই পরিবর্তন নিয়ে আসা হয়েছে তা স্পষ্ট করেনি এক্স। প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানে পোস্ট এডিট, বড় কনটেন্ট লেখা বা বিজ্ঞাপনমুক্ত ফিডের মতো বিভিন্ন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে কোম্পানিটি। তবে এর আগে সহজলভ্য ফিচারগুলো এভাবে কোনো প্ল্যানের আওতায় রাখেনি কোম্পানিটি। এর মাধ্যমে বোঝা যায়, আয়ের জন্য এক্স শুধু বিজ্ঞাপনের ওপর নির্ভর করতে চাইছে না। বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে আয় করবে এক্স। 

এক্সের বেসিক প্ল্যানের জন্য প্রতি মাসে ৩ ডলার খরচ করতে হয় ব্যবহারকারীদের। আরও প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবারদের জন্য যথাক্রমে ৮ ও ১৬ ডলার খরচ করতে হয়। 

নিউজিল্যান্ড ও ফিলিপাইনের নতুন অ্যাকাউন্টের জন্য ব্যবহারকারীদের ১ ডলার খরচ করতে হয়। তবে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। তবে মাস্ক বলছে, এক্সের সব ব্যবহারকারীর জন্য তিনি ফি নির্ধারণ করতে চান। 

এ ছাড়া বুকমার্ক, রিপ্লাই বা পোস্টে লাইকের মতো সাধারণ ফিচারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে বাৎসরিক ফি নেওয়ারও পরিকল্পনা করছে মাস্ক। 

তথ্যসূত্র:এন্ডগ্যাজেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত