অনলাইন কেনাকাটার নিরাপদ উপায়

ফিচার ডেস্ক  
Thumbnail image
ছবি: সংগৃহীত

অনলাইনে ক্রেতাদের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে বাড়ছে বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা। ভুঁইফোড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর চমকের ফাঁদে পা দিয়ে বিপাকে পড়ছে মানুষ। তাই এ ধরনের কেনাকাটায় সতর্ক থাকতে হবে।

চেষ্টা করুন পরিচিত প্ল্যাটফর্ম থেকে পণ্য কিনতে। খেয়াল রাখতে হবে, প্ল্যাটফর্মের ওয়েবসাইটটি আসল কি না।

ওয়েবসাইট নিয়ে দ্বিধা কাটাতে ব্রাউজারের ওপরে তালার মতো চিহ্নটি খেয়াল করুন। সেটি বন্ধ থাকলে ওয়েবসাইটটি নিরাপদ। আর খোলা থাকলে সেটি অনিরাপদ।

নতুন প্ল্যাটফর্ম থেকে কিছু কেনার আগে তাদের সম্পর্কে জানুন। এখন ছোট-বড় অনেক প্ল্যাটফর্ম তাদের বিজ্ঞাপন প্রচার করে থাকে। সেগুলোর খোঁজখবর নিয়ে তবেই ব্যবহার করুন।

পণ্য কেনার সময় ব্যক্তিগত তথ্য চায়, এমন প্ল্যাটফর্ম থেকে দূরে থাকুন। কারণ, কেনাকাটার জন্য কেউ আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাইবে না।

Big_phone
Big_phone

ব্যাংকের কার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটা এখন স্বাভাবিক ঘটনা। কিন্তু হ্যাকারদের কবল থেকে রক্ষা পেতে এমনটি করা যাবে না। চেষ্টা করুন নগদ অর্থ দিয়ে পণ্য কিনতে।

চমকপ্রদ যেকোনো অফারের প্রলোভনে পড়বেন না। এর মাধ্যমে প্রতারকেরা ফাঁদ পেতে থাকে। তাই অস্বাভাবিক কোনো অফার লুফে নেওয়ার আগে সেটি ভালোভাবে যাচাই করে নিন।

এখন বিভিন্ন জায়গায় ফ্রি ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ রয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এ ধরনের ওয়াই-ফাই ব্যবহার থেকে বিরত থাকুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত