বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে ইউটিউবের নতুন ফিচার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১৬: ৪২

ভিডিও দেখার অভিজ্ঞতাকে উপভোগ্য করে তোলার জন্য প্রায় বিভিন্ন ফিচার রয়েছে ইউটিউবে। তবে প্ল্যাটফর্মটির মাধ্যমে বিভিন্ন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যায়। এসব ভুয়া তথ্য ঠেকাতে ‘ভিউয়ারস নোটস’ ফিচার নিয়ে আসছে ইউটিউব। এটি এক্স প্ল্যাটফর্মের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’ ফিচারের মতো কাজ করবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৯ টুফাইভগুগল বলছে, পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখার জন্য ইউটিউব ব্যবহারকারীদের ইমেইল পাঠাচ্ছে। এর মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দূর করবে ইউটিউব। 

কোনো ভিডিও ‘ভুয়া বা বিভ্রান্তিকর’ বলে মনে হলে ইউটিউব ভিডিওর নিচে একটি নোট লেখা যাবে। ভিডিওটি কেন বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে তার কারণও ব্যাখ্যা করা যাবে এই নোটে। ভিডিওর কোনো অংশে ভুয়া তথ্য আছে তার সময় বা টাইমস্ট্যাম্পও উল্লেখ করা যাবে। নোটটি ভিডিওর নিচে দেখানো হবে কিনা তার সিদ্ধান্ত দিতে পারবে ইউটিউব কমিউনিটির অন্যান্য সদস্যরা। 

চলতি বছরের জুনে ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেছে ইউটিউব। আর নির্দিষ্ট ব্যবহারকারীদের কাছে ফিচারটি উন্মোচন করেছে। তবে ফিচারটি এখন আরও বেশ কিছু ব্যবহারকারীর সামনে নিয়ে আসা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ফিচারটি শুধু স্মার্টফোন ও ট্যাবলেটে অ্যাপে কাজ করবে। 
পরীক্ষা–নিরীক্ষার পর ফিচারটি ইউটিউবের অন্যান্য প্ল্যাটফর্মেও যুক্ত করা হবে। 
 
এসব নোটে তথ্যের উৎস উল্লেখ করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে ইউটিউব। আর নোটগুলো লেখার ভাষা যেন সহজবোধ্য হয় তা খেয়াল রাখতে হবে। 

বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে ফিচারটি ‘সহায়ক’ হলেই কেবল চূড়ান্তভাবে ইউটিউবে এটি যুক্ত করা হবে। এ ছাড়া নোটটি প্রকাশ হলে ইউটিউব ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশন পাঠাবে। 

ফিচারটি কীভাবে কাজ করে, নোটগুলো কীভাবে লিখতে হবে, নোটটি প্রকাশের পর কী হবে–এই ধরনের বিস্তারিত তথ্য ইউটিউবের ‘সাপোর্ট পেজে’ তুলে ধরা হয়েছে। 

তথ্যসূত্র: স্যাম মোবাইল

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত