অনলাইন ডেস্ক
ভিডিও দেখার অভিজ্ঞতাকে উপভোগ্য করে তোলার জন্য প্রায় বিভিন্ন ফিচার রয়েছে ইউটিউবে। তবে প্ল্যাটফর্মটির মাধ্যমে বিভিন্ন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যায়। এসব ভুয়া তথ্য ঠেকাতে ‘ভিউয়ারস নোটস’ ফিচার নিয়ে আসছে ইউটিউব। এটি এক্স প্ল্যাটফর্মের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’ ফিচারের মতো কাজ করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৯ টুফাইভগুগল বলছে, পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখার জন্য ইউটিউব ব্যবহারকারীদের ইমেইল পাঠাচ্ছে। এর মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দূর করবে ইউটিউব।
কোনো ভিডিও ‘ভুয়া বা বিভ্রান্তিকর’ বলে মনে হলে ইউটিউব ভিডিওর নিচে একটি নোট লেখা যাবে। ভিডিওটি কেন বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে তার কারণও ব্যাখ্যা করা যাবে এই নোটে। ভিডিওর কোনো অংশে ভুয়া তথ্য আছে তার সময় বা টাইমস্ট্যাম্পও উল্লেখ করা যাবে। নোটটি ভিডিওর নিচে দেখানো হবে কিনা তার সিদ্ধান্ত দিতে পারবে ইউটিউব কমিউনিটির অন্যান্য সদস্যরা।
চলতি বছরের জুনে ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেছে ইউটিউব। আর নির্দিষ্ট ব্যবহারকারীদের কাছে ফিচারটি উন্মোচন করেছে। তবে ফিচারটি এখন আরও বেশ কিছু ব্যবহারকারীর সামনে নিয়ে আসা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ফিচারটি শুধু স্মার্টফোন ও ট্যাবলেটে অ্যাপে কাজ করবে।
পরীক্ষা–নিরীক্ষার পর ফিচারটি ইউটিউবের অন্যান্য প্ল্যাটফর্মেও যুক্ত করা হবে।
এসব নোটে তথ্যের উৎস উল্লেখ করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে ইউটিউব। আর নোটগুলো লেখার ভাষা যেন সহজবোধ্য হয় তা খেয়াল রাখতে হবে।
বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে ফিচারটি ‘সহায়ক’ হলেই কেবল চূড়ান্তভাবে ইউটিউবে এটি যুক্ত করা হবে। এ ছাড়া নোটটি প্রকাশ হলে ইউটিউব ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশন পাঠাবে।
ফিচারটি কীভাবে কাজ করে, নোটগুলো কীভাবে লিখতে হবে, নোটটি প্রকাশের পর কী হবে–এই ধরনের বিস্তারিত তথ্য ইউটিউবের ‘সাপোর্ট পেজে’ তুলে ধরা হয়েছে।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
ভিডিও দেখার অভিজ্ঞতাকে উপভোগ্য করে তোলার জন্য প্রায় বিভিন্ন ফিচার রয়েছে ইউটিউবে। তবে প্ল্যাটফর্মটির মাধ্যমে বিভিন্ন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যায়। এসব ভুয়া তথ্য ঠেকাতে ‘ভিউয়ারস নোটস’ ফিচার নিয়ে আসছে ইউটিউব। এটি এক্স প্ল্যাটফর্মের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’ ফিচারের মতো কাজ করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৯ টুফাইভগুগল বলছে, পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখার জন্য ইউটিউব ব্যবহারকারীদের ইমেইল পাঠাচ্ছে। এর মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দূর করবে ইউটিউব।
কোনো ভিডিও ‘ভুয়া বা বিভ্রান্তিকর’ বলে মনে হলে ইউটিউব ভিডিওর নিচে একটি নোট লেখা যাবে। ভিডিওটি কেন বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে তার কারণও ব্যাখ্যা করা যাবে এই নোটে। ভিডিওর কোনো অংশে ভুয়া তথ্য আছে তার সময় বা টাইমস্ট্যাম্পও উল্লেখ করা যাবে। নোটটি ভিডিওর নিচে দেখানো হবে কিনা তার সিদ্ধান্ত দিতে পারবে ইউটিউব কমিউনিটির অন্যান্য সদস্যরা।
চলতি বছরের জুনে ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেছে ইউটিউব। আর নির্দিষ্ট ব্যবহারকারীদের কাছে ফিচারটি উন্মোচন করেছে। তবে ফিচারটি এখন আরও বেশ কিছু ব্যবহারকারীর সামনে নিয়ে আসা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ফিচারটি শুধু স্মার্টফোন ও ট্যাবলেটে অ্যাপে কাজ করবে।
পরীক্ষা–নিরীক্ষার পর ফিচারটি ইউটিউবের অন্যান্য প্ল্যাটফর্মেও যুক্ত করা হবে।
এসব নোটে তথ্যের উৎস উল্লেখ করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে ইউটিউব। আর নোটগুলো লেখার ভাষা যেন সহজবোধ্য হয় তা খেয়াল রাখতে হবে।
বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে ফিচারটি ‘সহায়ক’ হলেই কেবল চূড়ান্তভাবে ইউটিউবে এটি যুক্ত করা হবে। এ ছাড়া নোটটি প্রকাশ হলে ইউটিউব ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশন পাঠাবে।
ফিচারটি কীভাবে কাজ করে, নোটগুলো কীভাবে লিখতে হবে, নোটটি প্রকাশের পর কী হবে–এই ধরনের বিস্তারিত তথ্য ইউটিউবের ‘সাপোর্ট পেজে’ তুলে ধরা হয়েছে।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
৭ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
৯ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১১ ঘণ্টা আগে