অনলাইন ডেস্ক
ট্যাবলেট অ্যাকসেসরিজের পরিসর বাড়াতে আসন্ন বাজেট বান্ধব বা সাশ্রয়ী সংস্করনের আইপ্যাডগুলোর জন্য একটি নতুন ম্যাজিক কীবোর্ড নিয়ে আসতে পারে অ্যাপল। তবে এই কিবোর্ডের জন্য ব্যবহারকারীদের ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
চলতি বছরে ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি সংস্করণের স্লিম আইপ্যাড প্রো মডেলগুলো উন্মোচন করে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করেছে অ্যাপল। এই পাতলা ও প্রিমিয়াম আইপ্যাডগুলির সঙ্গে অ্যাপল নতুন অ্যাকসেসোরিজও নিয়ে এসেছে। এর মধ্যে একটি হলো নতুন ম্যাজিক কীবোর্ড। এই কীবোর্ডে ধাতব পাম রেস্ট, ফাংশন কীবোর্ডের একটি সারি, এবং বড় ট্র্যাকপ্যাড রয়েছে, যা একটি ল্যাপটপের মতো টাইপিং এবং ট্র্যাকিং অভিজ্ঞতা প্রদান করে। এবার নতুন বাজেট-বান্ধব ও মধ্যম মানের আইপ্যাড মডেলগুলোর জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি নতুন ম্যাজিক কিবোর্ডের নিয়ে আসতে পারে অ্যাপল।
ব্লুমবার্গের টেক সাংবাদিক মার্ক গুরম্যানের ‘পাওয়ার অন’ নিউজলেটারে এসব চমকপ্রদ তথ্য জানিয়েছেন। নিউজলেটারে আরও বলা হয়, ‘অ্যাপল বর্তমানে একটি নতুন ম্যাজিক কিবোর্ডের সংস্করণ নিয়ে কাজ করছে, যা সম্ভবত তাদের বাজেট আইপ্যাড বা আইপ্যাড এয়ার এর সঙ্গে ব্যবহার করা যাবে। এই অ্যাকসেসরিজ ২০২৫ সালে বাজারে ছাড়া হতে পারে। তবে এতে আইপ্যাড প্রো-এর কিবোর্ডের মতো কিছু প্রিমিয়াম বৈশিষ্ট্য নাও থাকতে পারে। যেমন—অ্যালুমিনিয়াম টপ কেস এই কিবোর্ডে অনুপস্থিত থাকতে পারে। তবে এতে একটি ‘ফাংশন কী’–এর সারি অন্তর্ভুক্ত থাকতে পারে। ফলে কার্যকারিতা ও খরচের মধ্যে একটি সুষম ভারসাম্য বজায় রাখবে কিবোর্ডটি।
তথ্যসূত্র অনুযায়ী, নতুন কিবোর্ড অ্যাকসেসরিজটি ডিজাইনের ক্ষেত্রে আইপ্যাড প্রো মডেলের ম্যাজিক কিবোর্ড মতো হবে, তবে এটি কিছু প্রিমিয়াম ডিজাইন উপাদান থেকে বঞ্চিত থাকবে।
গুরম্যানের মতে, দামি সংস্করণের কিছু ডিজাইন উপাদান নতুন কিবোর্ডটিতে অন্তর্ভুক্ত করা হবে। এটি আরও সাশ্রয়ী মূল্যের হলেও তবে ধাতব পাম রেস্টের মতো বিলাসবহুল বৈশিষ্ট্যগুলো নাও থাকতে পারে। এই সংস্করণে ট্র্যাকপ্যাড অন্তর্ভুক্ত করা হবে কিনা তা এখনো অনিশ্চিত। ট্র্যাকপ্যাড আইপ্যাডের কিবোর্ডগুলো জন্য একটি অপরিহার্য ফিচার হয়ে উঠেছে।
বর্তমানে অ্যাপলের আইপ্যাডগুলো বিভিন্ন সংস্করণের অ্যাকসেসরিজের সঙ্গে কাজ করে। সর্বশেষ আইপ্যাড এয়ার বিদ্যমান ম্যাজিক কিবোর্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই এই পর্যায়ে আইপ্যাড এয়ারের জন্য নতুন একটি কিবোর্ডের প্রয়োজনীয়তা নেই।
তবে আইপ্যাড মিনিতে এখনো কোনো অফিশিয়াল কিবোর্ড অপশন নেই। তাই নতুন ম্যাজিক কিবোর্ডটি এর সঙ্গে ব্যবহার করা যেতে পারে।
অ্যাপল ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এই বাজেট–বান্ধব ম্যাজিক কিবোর্ডটি উন্মোচন করবেন বলে আশা করছেন গুরম্যান। এ ছাড়া ২০২৬ সালে ওইএলইডি নতুন আইপ্যাড এয়ার মডেল প্রকাশ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। অ্যাইপ্যাড মিনির নতুন সংস্করণেও ৮ দশমিক ৩ ইঞ্চির ওইএলইডি ডিসপ্লে ব্যবহার করা হতে পারে।
তথ্যসূত্র: মিন্ট ও ম্যাকরিউমার
ট্যাবলেট অ্যাকসেসরিজের পরিসর বাড়াতে আসন্ন বাজেট বান্ধব বা সাশ্রয়ী সংস্করনের আইপ্যাডগুলোর জন্য একটি নতুন ম্যাজিক কীবোর্ড নিয়ে আসতে পারে অ্যাপল। তবে এই কিবোর্ডের জন্য ব্যবহারকারীদের ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
চলতি বছরে ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি সংস্করণের স্লিম আইপ্যাড প্রো মডেলগুলো উন্মোচন করে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করেছে অ্যাপল। এই পাতলা ও প্রিমিয়াম আইপ্যাডগুলির সঙ্গে অ্যাপল নতুন অ্যাকসেসোরিজও নিয়ে এসেছে। এর মধ্যে একটি হলো নতুন ম্যাজিক কীবোর্ড। এই কীবোর্ডে ধাতব পাম রেস্ট, ফাংশন কীবোর্ডের একটি সারি, এবং বড় ট্র্যাকপ্যাড রয়েছে, যা একটি ল্যাপটপের মতো টাইপিং এবং ট্র্যাকিং অভিজ্ঞতা প্রদান করে। এবার নতুন বাজেট-বান্ধব ও মধ্যম মানের আইপ্যাড মডেলগুলোর জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি নতুন ম্যাজিক কিবোর্ডের নিয়ে আসতে পারে অ্যাপল।
ব্লুমবার্গের টেক সাংবাদিক মার্ক গুরম্যানের ‘পাওয়ার অন’ নিউজলেটারে এসব চমকপ্রদ তথ্য জানিয়েছেন। নিউজলেটারে আরও বলা হয়, ‘অ্যাপল বর্তমানে একটি নতুন ম্যাজিক কিবোর্ডের সংস্করণ নিয়ে কাজ করছে, যা সম্ভবত তাদের বাজেট আইপ্যাড বা আইপ্যাড এয়ার এর সঙ্গে ব্যবহার করা যাবে। এই অ্যাকসেসরিজ ২০২৫ সালে বাজারে ছাড়া হতে পারে। তবে এতে আইপ্যাড প্রো-এর কিবোর্ডের মতো কিছু প্রিমিয়াম বৈশিষ্ট্য নাও থাকতে পারে। যেমন—অ্যালুমিনিয়াম টপ কেস এই কিবোর্ডে অনুপস্থিত থাকতে পারে। তবে এতে একটি ‘ফাংশন কী’–এর সারি অন্তর্ভুক্ত থাকতে পারে। ফলে কার্যকারিতা ও খরচের মধ্যে একটি সুষম ভারসাম্য বজায় রাখবে কিবোর্ডটি।
তথ্যসূত্র অনুযায়ী, নতুন কিবোর্ড অ্যাকসেসরিজটি ডিজাইনের ক্ষেত্রে আইপ্যাড প্রো মডেলের ম্যাজিক কিবোর্ড মতো হবে, তবে এটি কিছু প্রিমিয়াম ডিজাইন উপাদান থেকে বঞ্চিত থাকবে।
গুরম্যানের মতে, দামি সংস্করণের কিছু ডিজাইন উপাদান নতুন কিবোর্ডটিতে অন্তর্ভুক্ত করা হবে। এটি আরও সাশ্রয়ী মূল্যের হলেও তবে ধাতব পাম রেস্টের মতো বিলাসবহুল বৈশিষ্ট্যগুলো নাও থাকতে পারে। এই সংস্করণে ট্র্যাকপ্যাড অন্তর্ভুক্ত করা হবে কিনা তা এখনো অনিশ্চিত। ট্র্যাকপ্যাড আইপ্যাডের কিবোর্ডগুলো জন্য একটি অপরিহার্য ফিচার হয়ে উঠেছে।
বর্তমানে অ্যাপলের আইপ্যাডগুলো বিভিন্ন সংস্করণের অ্যাকসেসরিজের সঙ্গে কাজ করে। সর্বশেষ আইপ্যাড এয়ার বিদ্যমান ম্যাজিক কিবোর্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই এই পর্যায়ে আইপ্যাড এয়ারের জন্য নতুন একটি কিবোর্ডের প্রয়োজনীয়তা নেই।
তবে আইপ্যাড মিনিতে এখনো কোনো অফিশিয়াল কিবোর্ড অপশন নেই। তাই নতুন ম্যাজিক কিবোর্ডটি এর সঙ্গে ব্যবহার করা যেতে পারে।
অ্যাপল ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এই বাজেট–বান্ধব ম্যাজিক কিবোর্ডটি উন্মোচন করবেন বলে আশা করছেন গুরম্যান। এ ছাড়া ২০২৬ সালে ওইএলইডি নতুন আইপ্যাড এয়ার মডেল প্রকাশ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। অ্যাইপ্যাড মিনির নতুন সংস্করণেও ৮ দশমিক ৩ ইঞ্চির ওইএলইডি ডিসপ্লে ব্যবহার করা হতে পারে।
তথ্যসূত্র: মিন্ট ও ম্যাকরিউমার
নিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৪ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগে