ব্যস্ততার কারণের অনেক সময় খুদে বার্তা বা এসএমএস শিডিউল করে রাখার প্রয়োজনীতা দেখা দেয়। এর মাধ্যমে একটি নিদির্ষ্ট সময়ে বার্তাগুলো প্রাপকের কাছে কাছে স্বয়ক্রিয়ভাবে পৌঁছে যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই এসএমএম শিডিউল করা যায়।
আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এসএমএস শিডিউল করা সহজ। তবে ফিচারটি কীভাবে ব্যবহার করতে হয় তা অনেকের অজানা। তাই অ্যান্ড্রয়েড ও আইফোনে এসএমএস শিডিউল করার প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
অ্যান্ড্রয়েড এসএমএস শিডিউল করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ম্যাসেজিং অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর পছন্দের মতো এসএমএস টাইপ করুন।
৩. মেসেজটি পাঠানোর জন্য নিচের দিকে ডান পাশে থাকা সেন্ড আইকোনে (কাগজের প্লেন) ট্যাপ করতে হয়। তবে মেসেজ শিডিউলের জন্য এই আইকোনের ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হয়। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে সময় নির্বাচন করুন বা নিজের সুবিধামতো সময় নির্বাচন করুন। এ জন্য ‘পিক ডেট অ্যান্ড টাইম’ অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর ক্যালেন্ডার থেকে দিনটি নির্বাচন করে নেক্সট বাটনে ট্যাপ করুন।
৬. ঘড়ি থেকে সময় নির্বাচন করে আবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. আপনার সেট করার সময় ও দিনটি নিশ্চিত করার জন্য একটি পপ আপ মেনু দেখানো হবে। এর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
এভাবে আপনার এসএমএসটি শিডিউল হয়ে যাবে। নির্দিষ্ট দিন ও সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এসএমএসটি পাঠানো হবে।
আইফোনে এসএমএস শিডিউল করবেন যেভাবে
আইমেসেজ থেকে সরাসরি এসএমএস শিডিউল করা যায় না। তবে আইফোনের শর্ট কাট অ্যাপ ব্যবহার করে এই কাজ করা যায়। অ্যাপটি আইওএস ১৩ ও পরবর্তী অপারেটিং সিস্টেমগুলোর আইফোনে ব্যবহার করা যায়। অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
১. ফোনের শর্টকাট অ্যাপটি চালু করুন।
২. পেজের নিচের দিকে থাকা ‘অটোমেশন’ ট্যাবটি নির্বাচন করুন।
৩. এর আগে কোনো অটোমেশন (শিডিউল) তৈরি করে না থাকলে ‘Create Personal Automations’–এ ট্যাপ করুন।
আগে থেকেই কোনো অটোমেশন তৈরি করা থাকলে এই অপশন দেখা যাবে না। এ জন্য ওপরের ডান দিকে কোনায় থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন ও এরপর ‘Create Personal Automation’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘Time of Day’ অপশনটি নির্বাচন করুন।
৫. দিন ও সময় নির্বাচন করুন।
৬. এরপর মেসেজটি প্রতি মাসে না একবারেই পাঠানো হবে তা নির্বাচন করুন।
৭. পরের পেজের ‘এড অ্যাকশন’ বাটনে ট্যাপ করুন।
৮. অ্যাকশন মেনুতে সেন্ড মেসেজ সেকশন থেকে যাকে মেসেজ পাঠাতে চান তাকে নির্বাচন করুন। এরপর ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৯. এরপর এসএমএসটি টাইপ করুন ও আবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
১০. সময় ও দিনটি পুনরায় চেক করে ‘Ask Before Running’ এর পাশের টগল বাটনটি ট্যাপ করুন। এর ফলে কোনো নোটিফিকেশন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ওই সময়ে মেসেজটি চলে যাবে।
ব্যস্ততার কারণের অনেক সময় খুদে বার্তা বা এসএমএস শিডিউল করে রাখার প্রয়োজনীতা দেখা দেয়। এর মাধ্যমে একটি নিদির্ষ্ট সময়ে বার্তাগুলো প্রাপকের কাছে কাছে স্বয়ক্রিয়ভাবে পৌঁছে যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই এসএমএম শিডিউল করা যায়।
আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এসএমএস শিডিউল করা সহজ। তবে ফিচারটি কীভাবে ব্যবহার করতে হয় তা অনেকের অজানা। তাই অ্যান্ড্রয়েড ও আইফোনে এসএমএস শিডিউল করার প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
অ্যান্ড্রয়েড এসএমএস শিডিউল করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ম্যাসেজিং অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর পছন্দের মতো এসএমএস টাইপ করুন।
৩. মেসেজটি পাঠানোর জন্য নিচের দিকে ডান পাশে থাকা সেন্ড আইকোনে (কাগজের প্লেন) ট্যাপ করতে হয়। তবে মেসেজ শিডিউলের জন্য এই আইকোনের ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হয়। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে সময় নির্বাচন করুন বা নিজের সুবিধামতো সময় নির্বাচন করুন। এ জন্য ‘পিক ডেট অ্যান্ড টাইম’ অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর ক্যালেন্ডার থেকে দিনটি নির্বাচন করে নেক্সট বাটনে ট্যাপ করুন।
৬. ঘড়ি থেকে সময় নির্বাচন করে আবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. আপনার সেট করার সময় ও দিনটি নিশ্চিত করার জন্য একটি পপ আপ মেনু দেখানো হবে। এর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
এভাবে আপনার এসএমএসটি শিডিউল হয়ে যাবে। নির্দিষ্ট দিন ও সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এসএমএসটি পাঠানো হবে।
আইফোনে এসএমএস শিডিউল করবেন যেভাবে
আইমেসেজ থেকে সরাসরি এসএমএস শিডিউল করা যায় না। তবে আইফোনের শর্ট কাট অ্যাপ ব্যবহার করে এই কাজ করা যায়। অ্যাপটি আইওএস ১৩ ও পরবর্তী অপারেটিং সিস্টেমগুলোর আইফোনে ব্যবহার করা যায়। অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
১. ফোনের শর্টকাট অ্যাপটি চালু করুন।
২. পেজের নিচের দিকে থাকা ‘অটোমেশন’ ট্যাবটি নির্বাচন করুন।
৩. এর আগে কোনো অটোমেশন (শিডিউল) তৈরি করে না থাকলে ‘Create Personal Automations’–এ ট্যাপ করুন।
আগে থেকেই কোনো অটোমেশন তৈরি করা থাকলে এই অপশন দেখা যাবে না। এ জন্য ওপরের ডান দিকে কোনায় থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন ও এরপর ‘Create Personal Automation’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘Time of Day’ অপশনটি নির্বাচন করুন।
৫. দিন ও সময় নির্বাচন করুন।
৬. এরপর মেসেজটি প্রতি মাসে না একবারেই পাঠানো হবে তা নির্বাচন করুন।
৭. পরের পেজের ‘এড অ্যাকশন’ বাটনে ট্যাপ করুন।
৮. অ্যাকশন মেনুতে সেন্ড মেসেজ সেকশন থেকে যাকে মেসেজ পাঠাতে চান তাকে নির্বাচন করুন। এরপর ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৯. এরপর এসএমএসটি টাইপ করুন ও আবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
১০. সময় ও দিনটি পুনরায় চেক করে ‘Ask Before Running’ এর পাশের টগল বাটনটি ট্যাপ করুন। এর ফলে কোনো নোটিফিকেশন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ওই সময়ে মেসেজটি চলে যাবে।
দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ডট বাংলা ডোমেইনে ই-মেইলের ব্যবহার। আজ মঙ্গলবার ইউনিভার্সেল অ্যাকসেপটেন্স দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) এর ব্যবহার শুরু করে। এ দিন ‘বিটিআরসি. বাংলা’ ডোমেইনে নিজস্ব ওয়েবসাইট এবং ইমেইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন বিটিআরসি...
২৬ মিনিট আগেবিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে আর্টিকেল বা নিবন্ধের সংখ্যা ৭০ লাখের কাছাকাছি। তবে দ্বিতীয় বৃহত্তম সংস্করণটি ফরাসি, স্প্যানিশ বা চীনা ভাষায় নয়—এটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে প্রচলিত স্থানীয় ভাষা সেবুয়ানোয় লেখা হয়েছে। এই সংস্করণের নিবন্ধসংখ্যা ৬০ লাখেরও বেশি।
৫ ঘণ্টা আগেসর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
৭ ঘণ্টা আগেমাত্র তিন মাস আগে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আর ১ উন্মোচন করে চীনের কোম্পানি ডিপসিক। এরই মধ্যে মডেলটি বিভিন্ন সেবা ও পণ্যে ব্যাপকভাবে প্রয়োগ করা করেছে। বিশেষ করে চীনে দেশপ্রেম ও প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে এই মডেল। তবে সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক দিক হলো—চীন সরকারের নজরদারি...
৭ ঘণ্টা আগে