ইন্টারনেটেই দেখা যাবে সব টিভি চ্যানেল

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

স্যাটেলাইট বা ক্যাবল ডিস ছাড়া সব টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন দর্শকেরা। এত দিন এই বিষয়টি পরিকল্পনার মধ্যে থাকলেও এবার বাস্তবে ঘটতে যাচ্ছে । যুক্তরাজ্যের স্কাই টিভির মাধ্যমে ব্যবহারকারীরা স্যাটেলাইট ডিস ছাড়াই সব টিভির অনুষ্ঠান উপভোগ করতে পারবে। স্কাই টিভি ইন্টারনেট প্রযুক্তির সহায়তায় এই কাজটি করতে যাচ্ছে।
তাদের উদ্ভাবিত এই প্রযুক্তিগুলো হচ্ছে এক ধরনের ইন্টারনেট টিভি।

১৮ অক্টোবর,২০২১ থেকে বৃটিশ মার্কেটে টিভিগুলো পাওয়া যাবে। আগামী বছর থেকে অন্যান্য মার্কেটে এই বিশেষ টিভিগুলো পাওয়া যাবে।এই টিভিগুলোকে বলা হচ্ছে স্কাই গ্লাস।

স্কাই গ্লাস টিভিগুলোতে কোনো বাহ্যিক বক্সের প্রয়োজন হয় না। বিল্ট ইন ডলবি এটমোস থাকার কারণে কোনো  সাউন্ড বারের প্রয়োজন হয় না।৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এই তিন সাইজে টিভিগুলো পাওয়া যাবে। টিভিগুলোতে  ৪কে আল্ট্রা হাই ডেফিনেশন কোয়ান্টাম ডট স্ক্রিন থাকবে।  সঙ্গে থাকবে ভয়েচ অ্যাক্টিভেটেড ইন্টারফেস এবং পাঁচটি রঙে পাওয়া যাবে।

জানা গেছে, স্কাই টিভিগুলোতে কনটেন্ট দেখার জন্য স্কাই সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। এ ছাড়া স্কাই টিভিগুলোতে বিবিসি আইপ্লেয়ার, আমাজন, নেটফ্লিক্স, ডিজনি প্লাস, আইটিভি হাব এবং অল৪ অন্তর্ভুক্ত থাকবে।

স্কাই হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টার। তারা যে কনটেন্ট স্ট্রিম করবে তা স্যাটেলাইট ডিশ ছাড়া দেখা যাবে। বলা হচ্ছে যে, কোনো চ্যানেল বা ব্রডকাস্টার ইন্টারনেট টিভির সহায়তায় ভবিষ্যতে তাদের দর্শকদের স্যাটেলাইট ডিস ছাড়াই কনটেন্ট সরবরাহ করতে পারবে। এজন্য দর্শকদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে তাদের গ্রাহক হলেই চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত