প্রযুক্তি ডেস্ক
স্যাটেলাইট বা ক্যাবল ডিস ছাড়া সব টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন দর্শকেরা। এত দিন এই বিষয়টি পরিকল্পনার মধ্যে থাকলেও এবার বাস্তবে ঘটতে যাচ্ছে । যুক্তরাজ্যের স্কাই টিভির মাধ্যমে ব্যবহারকারীরা স্যাটেলাইট ডিস ছাড়াই সব টিভির অনুষ্ঠান উপভোগ করতে পারবে। স্কাই টিভি ইন্টারনেট প্রযুক্তির সহায়তায় এই কাজটি করতে যাচ্ছে।
তাদের উদ্ভাবিত এই প্রযুক্তিগুলো হচ্ছে এক ধরনের ইন্টারনেট টিভি।
১৮ অক্টোবর,২০২১ থেকে বৃটিশ মার্কেটে টিভিগুলো পাওয়া যাবে। আগামী বছর থেকে অন্যান্য মার্কেটে এই বিশেষ টিভিগুলো পাওয়া যাবে।এই টিভিগুলোকে বলা হচ্ছে স্কাই গ্লাস।
স্কাই গ্লাস টিভিগুলোতে কোনো বাহ্যিক বক্সের প্রয়োজন হয় না। বিল্ট ইন ডলবি এটমোস থাকার কারণে কোনো সাউন্ড বারের প্রয়োজন হয় না।৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এই তিন সাইজে টিভিগুলো পাওয়া যাবে। টিভিগুলোতে ৪কে আল্ট্রা হাই ডেফিনেশন কোয়ান্টাম ডট স্ক্রিন থাকবে। সঙ্গে থাকবে ভয়েচ অ্যাক্টিভেটেড ইন্টারফেস এবং পাঁচটি রঙে পাওয়া যাবে।
জানা গেছে, স্কাই টিভিগুলোতে কনটেন্ট দেখার জন্য স্কাই সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। এ ছাড়া স্কাই টিভিগুলোতে বিবিসি আইপ্লেয়ার, আমাজন, নেটফ্লিক্স, ডিজনি প্লাস, আইটিভি হাব এবং অল৪ অন্তর্ভুক্ত থাকবে।
স্কাই হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টার। তারা যে কনটেন্ট স্ট্রিম করবে তা স্যাটেলাইট ডিশ ছাড়া দেখা যাবে। বলা হচ্ছে যে, কোনো চ্যানেল বা ব্রডকাস্টার ইন্টারনেট টিভির সহায়তায় ভবিষ্যতে তাদের দর্শকদের স্যাটেলাইট ডিস ছাড়াই কনটেন্ট সরবরাহ করতে পারবে। এজন্য দর্শকদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে তাদের গ্রাহক হলেই চলবে।
স্যাটেলাইট বা ক্যাবল ডিস ছাড়া সব টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন দর্শকেরা। এত দিন এই বিষয়টি পরিকল্পনার মধ্যে থাকলেও এবার বাস্তবে ঘটতে যাচ্ছে । যুক্তরাজ্যের স্কাই টিভির মাধ্যমে ব্যবহারকারীরা স্যাটেলাইট ডিস ছাড়াই সব টিভির অনুষ্ঠান উপভোগ করতে পারবে। স্কাই টিভি ইন্টারনেট প্রযুক্তির সহায়তায় এই কাজটি করতে যাচ্ছে।
তাদের উদ্ভাবিত এই প্রযুক্তিগুলো হচ্ছে এক ধরনের ইন্টারনেট টিভি।
১৮ অক্টোবর,২০২১ থেকে বৃটিশ মার্কেটে টিভিগুলো পাওয়া যাবে। আগামী বছর থেকে অন্যান্য মার্কেটে এই বিশেষ টিভিগুলো পাওয়া যাবে।এই টিভিগুলোকে বলা হচ্ছে স্কাই গ্লাস।
স্কাই গ্লাস টিভিগুলোতে কোনো বাহ্যিক বক্সের প্রয়োজন হয় না। বিল্ট ইন ডলবি এটমোস থাকার কারণে কোনো সাউন্ড বারের প্রয়োজন হয় না।৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এই তিন সাইজে টিভিগুলো পাওয়া যাবে। টিভিগুলোতে ৪কে আল্ট্রা হাই ডেফিনেশন কোয়ান্টাম ডট স্ক্রিন থাকবে। সঙ্গে থাকবে ভয়েচ অ্যাক্টিভেটেড ইন্টারফেস এবং পাঁচটি রঙে পাওয়া যাবে।
জানা গেছে, স্কাই টিভিগুলোতে কনটেন্ট দেখার জন্য স্কাই সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। এ ছাড়া স্কাই টিভিগুলোতে বিবিসি আইপ্লেয়ার, আমাজন, নেটফ্লিক্স, ডিজনি প্লাস, আইটিভি হাব এবং অল৪ অন্তর্ভুক্ত থাকবে।
স্কাই হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টার। তারা যে কনটেন্ট স্ট্রিম করবে তা স্যাটেলাইট ডিশ ছাড়া দেখা যাবে। বলা হচ্ছে যে, কোনো চ্যানেল বা ব্রডকাস্টার ইন্টারনেট টিভির সহায়তায় ভবিষ্যতে তাদের দর্শকদের স্যাটেলাইট ডিস ছাড়াই কনটেন্ট সরবরাহ করতে পারবে। এজন্য দর্শকদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে তাদের গ্রাহক হলেই চলবে।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১৭ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১ দিন আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১ দিন আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে