অনলাইন ডেস্ক
চোখের ওপর চাপ কমানোর জন্য ডার্ক মোড ব্যবহারে আগ্রহী হতে পারেন অনেকেই। আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনে ‘লাইট’ ও ‘ডাক’ মোড অপশন চালু রাখার সুবিধা রয়েছে। তবে ফোনের সিস্টেম অ্যাপসের বাইরে বিভিন্ন অ্যাপেও আলাদাভাবে ফোনের থিম বদলানো যায়। একইভাবে ডার্ক মোড ব্যবহার করার সুযোগ রয়েছে ইউটিউবেও।
ডার্ক মোড চালু করলে পুরো ফোনের সিস্টেম অথবা নির্দিষ্ট কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ড কালো বা প্রায় কালো রঙের হয়ে যায়। রাতে ফোনের স্ক্রিন থেকে আসা আলো সহনশীল করতে বা অন্ধকার ঘরে অন্য কাউকে বিরক্ত না করতে অনেকেই ব্যবহার করে থাকেন এই ফিচার। শুধুমাত্র ইউটিউব অ্যাপ নয়, প্ল্যাটফরমটির ওয়েবসাইটেও ডার্ক মোড ব্যবহার করা যায়।
স্মার্টফোনের ইউটিউব অ্যাপে ডার্ক মোড চালু করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ও আইওএসের ইউটিউব অ্যাপে ডার্ক মোড চালু করার প্রক্রিয়াটি প্রায় একই। এখানে অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব অ্যাপে কীভাবে ডার্ক মোড চালু করবেন তা তুলে ধরা হলো—
১. ইউটিউবের মোবাইল অ্যাপ চালু করুন ও নিচের দিকে ডান পাশে থাকা নিজের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
২. এরপর ওপরের ডান দিকে থাকা সেটিংস আইকোনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে।
৩. ‘জেনারেল’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর ‘অ্যাপেয়ারেন্স’ আইকোনে ট্যাপ করুন ও এরপর ‘ডার্ক মোড’ অপশনটি নির্বাচন করুন।
এর মাধ্যমে ইউটিউব মোবাইল অ্যাপটিতে সঙ্গে সঙ্গে ডার্ক মোড চালু হবে।
ইউটিউবের ওয়েবসাইটে ডার্ক মোড চালু করবেন যেভাবে
পছন্দের ব্রাউজার থেকে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইউটিউবের হোম স্ক্রিন থেকে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল আইকোনে ক্লিক করুন। ফলে একটি ড্রপ ডাউন মেন্যু চালু হবে।
২. মেন্যু থেকে ‘অ্যাপেয়ারেন্স’ অপশনটি খুঁজে বের করুন। কোন মোডটি বর্তমানে চালু আছে তা এখানে দেখানো হবে।
৩. এই অপশনে ক্লিক করুন। এরপর ছোট মেন্যু চালু হবে। এই মেন্যু থেকে ‘ডার্ক থিম’ অপশনটি নির্বাচন করুন।
এভাবে সহজেই ইউটিউবের লাইট মোড থেকে ডার্ক মোডে চালু হবে। ডিভাইসটি যে মোডেই থাকুক না কেন, অ্যাপ বা ওয়েবসাইট থেকে আলাদাভাবে পছন্দের মোডটি চালু করলে সেই অনুযায়ী ইউটিউব চলবে।
চোখের ওপর চাপ কমানোর জন্য ডার্ক মোড ব্যবহারে আগ্রহী হতে পারেন অনেকেই। আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনে ‘লাইট’ ও ‘ডাক’ মোড অপশন চালু রাখার সুবিধা রয়েছে। তবে ফোনের সিস্টেম অ্যাপসের বাইরে বিভিন্ন অ্যাপেও আলাদাভাবে ফোনের থিম বদলানো যায়। একইভাবে ডার্ক মোড ব্যবহার করার সুযোগ রয়েছে ইউটিউবেও।
ডার্ক মোড চালু করলে পুরো ফোনের সিস্টেম অথবা নির্দিষ্ট কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ড কালো বা প্রায় কালো রঙের হয়ে যায়। রাতে ফোনের স্ক্রিন থেকে আসা আলো সহনশীল করতে বা অন্ধকার ঘরে অন্য কাউকে বিরক্ত না করতে অনেকেই ব্যবহার করে থাকেন এই ফিচার। শুধুমাত্র ইউটিউব অ্যাপ নয়, প্ল্যাটফরমটির ওয়েবসাইটেও ডার্ক মোড ব্যবহার করা যায়।
স্মার্টফোনের ইউটিউব অ্যাপে ডার্ক মোড চালু করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ও আইওএসের ইউটিউব অ্যাপে ডার্ক মোড চালু করার প্রক্রিয়াটি প্রায় একই। এখানে অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব অ্যাপে কীভাবে ডার্ক মোড চালু করবেন তা তুলে ধরা হলো—
১. ইউটিউবের মোবাইল অ্যাপ চালু করুন ও নিচের দিকে ডান পাশে থাকা নিজের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
২. এরপর ওপরের ডান দিকে থাকা সেটিংস আইকোনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে।
৩. ‘জেনারেল’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর ‘অ্যাপেয়ারেন্স’ আইকোনে ট্যাপ করুন ও এরপর ‘ডার্ক মোড’ অপশনটি নির্বাচন করুন।
এর মাধ্যমে ইউটিউব মোবাইল অ্যাপটিতে সঙ্গে সঙ্গে ডার্ক মোড চালু হবে।
ইউটিউবের ওয়েবসাইটে ডার্ক মোড চালু করবেন যেভাবে
পছন্দের ব্রাউজার থেকে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইউটিউবের হোম স্ক্রিন থেকে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল আইকোনে ক্লিক করুন। ফলে একটি ড্রপ ডাউন মেন্যু চালু হবে।
২. মেন্যু থেকে ‘অ্যাপেয়ারেন্স’ অপশনটি খুঁজে বের করুন। কোন মোডটি বর্তমানে চালু আছে তা এখানে দেখানো হবে।
৩. এই অপশনে ক্লিক করুন। এরপর ছোট মেন্যু চালু হবে। এই মেন্যু থেকে ‘ডার্ক থিম’ অপশনটি নির্বাচন করুন।
এভাবে সহজেই ইউটিউবের লাইট মোড থেকে ডার্ক মোডে চালু হবে। ডিভাইসটি যে মোডেই থাকুক না কেন, অ্যাপ বা ওয়েবসাইট থেকে আলাদাভাবে পছন্দের মোডটি চালু করলে সেই অনুযায়ী ইউটিউব চলবে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৩ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৪ ঘণ্টা আগে