Ajker Patrika

ইউটিউবে ডার্ক মোড ফিচার চালু করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯: ৪৯
ইউটিউবে ডার্ক মোড ফিচার চালু করবেন যেভাবে 

চোখের ওপর চাপ কমানোর জন্য ডার্ক মোড ব্যবহারে আগ্রহী হতে পারেন অনেকেই। আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনে ‘লাইট’ ও ‘ডাক’ মোড অপশন চালু রাখার সুবিধা রয়েছে। তবে ফোনের সিস্টেম অ্যাপসের বাইরে বিভিন্ন অ্যাপেও আলাদাভাবে ফোনের থিম বদলানো যায়। একইভাবে ডার্ক মোড ব্যবহার করার সুযোগ রয়েছে ইউটিউবেও। 

ডার্ক মোড চালু করলে পুরো ফোনের সিস্টেম অথবা নির্দিষ্ট কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ড কালো বা প্রায় কালো রঙের হয়ে যায়। রাতে ফোনের স্ক্রিন থেকে আসা আলো সহনশীল করতে বা অন্ধকার ঘরে অন্য কাউকে বিরক্ত না করতে অনেকেই ব্যবহার করে থাকেন এই ফিচার। শুধুমাত্র ইউটিউব অ্যাপ নয়, প্ল্যাটফরমটির ওয়েবসাইটেও ডার্ক মোড ব্যবহার করা যায়। 

স্মার্টফোনের ইউটিউব অ্যাপে ডার্ক মোড চালু করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ও আইওএসের ইউটিউব অ্যাপে ডার্ক মোড চালু করার প্রক্রিয়াটি প্রায় একই। এখানে অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব অ্যাপে কীভাবে ডার্ক মোড চালু করবেন তা তুলে ধরা হলো—
 ১. ইউটিউবের মোবাইল অ্যাপ চালু করুন ও নিচের দিকে ডান পাশে থাকা নিজের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। 
২. এরপর ওপরের ডান দিকে থাকা সেটিংস আইকোনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে। 
৩. ‘জেনারেল’ অপশনে ট্যাপ করুন। 
৪. এরপর ‘অ্যাপেয়ারেন্স’ আইকোনে ট্যাপ করুন ও এরপর ‘ডার্ক মোড’ অপশনটি নির্বাচন করুন। 
এর মাধ্যমে ইউটিউব মোবাইল অ্যাপটিতে সঙ্গে সঙ্গে ডার্ক মোড চালু হবে। 

ইউটিউবের ওয়েবসাইটে ডার্ক মোড চালু করবেন যেভাবে 
পছন্দের ব্রাউজার থেকে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইউটিউবের হোম স্ক্রিন থেকে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল আইকোনে ক্লিক করুন। ফলে একটি ড্রপ ডাউন মেন্যু চালু হবে। 
২. মেন্যু থেকে ‘অ্যাপেয়ারেন্স’ অপশনটি খুঁজে বের করুন। কোন মোডটি বর্তমানে চালু আছে তা এখানে দেখানো হবে। 
৩. এই অপশনে ক্লিক করুন। এরপর ছোট মেন্যু চালু হবে। এই মেন্যু থেকে ‘ডার্ক থিম’ অপশনটি নির্বাচন করুন। 

এভাবে সহজেই ইউটিউবের লাইট মোড থেকে ডার্ক মোডে চালু হবে। ডিভাইসটি যে মোডেই থাকুক না কেন, অ্যাপ বা ওয়েবসাইট থেকে আলাদাভাবে পছন্দের মোডটি চালু করলে সেই অনুযায়ী ইউটিউব চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত