এক্সবক্স মোবাইল অ্যাপটি আপডেট করার পরিকল্পনা করছে মাইক্রোসফট। এর ফলে আগামী নভেম্বর থেকে সরাসরি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে এক্সবক্স গেম কিনতে এবং খেলার সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। এই সপ্তাহের শুরুর দিকে গুগলকে প্লে স্টোরের ‘গুগল প্লে বিলিং’ ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নিতে নির্দেশ দেয় মার্কিন আদালত। আর এই সুযোগ নিতে চাচ্ছে মাইক্রোসফট।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে এক্সবক্স প্রেসিডেন্ট সারাহ বন্ড বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে থার্ড পার্টি অ্যাপের জন্য গুগলের মোবাইল স্টোর খুলে দেওয়ার আদালতের রায় ব্যবহারকারীদের আরও বেশি পছন্দের অপশন দেবে। আরও বেশি গেমারদের আরও বেশি ডিভাইসে খেলার সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য। আগামী নভেম্বর থেকে ব্যবহারকারীরা এক্সবক্স অ্যাপের মাধ্যমে সরাসরি গেম কিনতে এবং খেলতে পারবে বলে আমরা আনন্দিত।’
গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরকে একটি অবৈধ একচেটিয়া বাজার হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। এজন্য গুগলকে তিন বছরের জন্য প্লে স্টোরে প্রতিযোগিতার সমান সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ডেভেলপারদেরকে তাদের নিজস্ব গুগল প্লে বিলিং ব্যবহার করতে বাধ্য করতে পারবে না গুগল। এছাড়া প্লে স্টোরে প্রতিদ্বন্দ্বী তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরও রাখতে দিতে হবে।
এখন অ্যান্ড্রয়েড ডিভাইসে এক্সবক্স অ্যাপের মাধ্যমে সরাসরি গেম বিক্রির সুযোগ পাবে মাইক্রোসফট। গেম কেনার পর এক্সবক্সের ক্লাউড ফিচারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে গেম খেলা শুরু করতে পারবেন ব্যবহারকারীরা।
তবে মাইক্রোসফট কেন ইতোমধ্যে তার অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে এক্সবক্স গেম বিক্রি করতে পারছে না তা স্পষ্ট নয়। স্টিম বা প্লেস্টেশন স্টোর থেকে মোবাইল ডিভাইসে গেম কেনা যেত। তবে মাইক্রোসফট দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। তবে এর কারণ ব্যাখ্যা করেনি কোম্পানিটি।
এছাড়া ব্রাউজারভিত্তিক এক্সবক্স মোবাইল স্টোরও তৈরি করছে কোম্পানিটি। এতে মাইক্রোসফটের স্টুডিও থেকে তৈরি করা প্রথম পক্ষের গেমগুলো প্রাধান্য পাবে। অর্থাৎ মাইক্রোসফটের নিজস্ব গেমগুলো এখানে বেশি পাওয়া যাবে।
এই স্টোরটি প্রাথমিকভাবে ‘গেম ডিল’ এবং ‘ইন-গেম আইটেম’ বিক্রির ওপর গুরুত্ব দেবে। উদাহরণস্বরূপ, গেম কেনার আগে কোনও স্পেশাল অফার বা ডিসকাউন্ট দেওয়া হবেবা গেমের মধ্যে অতিরিক্ত আইটেম কেনার সুযোগ থাকবে (যেমন, ইন-গেম কসমেটিক্স, গেম প্যাকেজ, ইত্যাদি)।
স্টোরটি জুলাই মাসে চালু করার পরিকল্পনা ছিল মাইক্রোসফটের। তবে এখন পর্যন্ত এটি সম্পূর্ণ চালু হয়নি। গত আগস্টে মাইক্রোসফট জানায়, স্টোরটির পরীক্ষামূলক (বেটা) সংস্করণ চালু করেছে কোম্পানিটি এবং কাজ ভালোভাবে এগিয়ে চলছে। ভবিষ্যতে আরও বিস্তারিত তথ্য শেয়ার করা হবে।
স্টোরটি মূলত ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যাবে। তাই মোবাইল অ্যাপের বাইরেও স্টোরটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে অ্যাক্সেস করা যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
এক্সবক্স মোবাইল অ্যাপটি আপডেট করার পরিকল্পনা করছে মাইক্রোসফট। এর ফলে আগামী নভেম্বর থেকে সরাসরি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে এক্সবক্স গেম কিনতে এবং খেলার সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। এই সপ্তাহের শুরুর দিকে গুগলকে প্লে স্টোরের ‘গুগল প্লে বিলিং’ ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নিতে নির্দেশ দেয় মার্কিন আদালত। আর এই সুযোগ নিতে চাচ্ছে মাইক্রোসফট।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে এক্সবক্স প্রেসিডেন্ট সারাহ বন্ড বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে থার্ড পার্টি অ্যাপের জন্য গুগলের মোবাইল স্টোর খুলে দেওয়ার আদালতের রায় ব্যবহারকারীদের আরও বেশি পছন্দের অপশন দেবে। আরও বেশি গেমারদের আরও বেশি ডিভাইসে খেলার সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য। আগামী নভেম্বর থেকে ব্যবহারকারীরা এক্সবক্স অ্যাপের মাধ্যমে সরাসরি গেম কিনতে এবং খেলতে পারবে বলে আমরা আনন্দিত।’
গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরকে একটি অবৈধ একচেটিয়া বাজার হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। এজন্য গুগলকে তিন বছরের জন্য প্লে স্টোরে প্রতিযোগিতার সমান সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ডেভেলপারদেরকে তাদের নিজস্ব গুগল প্লে বিলিং ব্যবহার করতে বাধ্য করতে পারবে না গুগল। এছাড়া প্লে স্টোরে প্রতিদ্বন্দ্বী তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরও রাখতে দিতে হবে।
এখন অ্যান্ড্রয়েড ডিভাইসে এক্সবক্স অ্যাপের মাধ্যমে সরাসরি গেম বিক্রির সুযোগ পাবে মাইক্রোসফট। গেম কেনার পর এক্সবক্সের ক্লাউড ফিচারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে গেম খেলা শুরু করতে পারবেন ব্যবহারকারীরা।
তবে মাইক্রোসফট কেন ইতোমধ্যে তার অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে এক্সবক্স গেম বিক্রি করতে পারছে না তা স্পষ্ট নয়। স্টিম বা প্লেস্টেশন স্টোর থেকে মোবাইল ডিভাইসে গেম কেনা যেত। তবে মাইক্রোসফট দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। তবে এর কারণ ব্যাখ্যা করেনি কোম্পানিটি।
এছাড়া ব্রাউজারভিত্তিক এক্সবক্স মোবাইল স্টোরও তৈরি করছে কোম্পানিটি। এতে মাইক্রোসফটের স্টুডিও থেকে তৈরি করা প্রথম পক্ষের গেমগুলো প্রাধান্য পাবে। অর্থাৎ মাইক্রোসফটের নিজস্ব গেমগুলো এখানে বেশি পাওয়া যাবে।
এই স্টোরটি প্রাথমিকভাবে ‘গেম ডিল’ এবং ‘ইন-গেম আইটেম’ বিক্রির ওপর গুরুত্ব দেবে। উদাহরণস্বরূপ, গেম কেনার আগে কোনও স্পেশাল অফার বা ডিসকাউন্ট দেওয়া হবেবা গেমের মধ্যে অতিরিক্ত আইটেম কেনার সুযোগ থাকবে (যেমন, ইন-গেম কসমেটিক্স, গেম প্যাকেজ, ইত্যাদি)।
স্টোরটি জুলাই মাসে চালু করার পরিকল্পনা ছিল মাইক্রোসফটের। তবে এখন পর্যন্ত এটি সম্পূর্ণ চালু হয়নি। গত আগস্টে মাইক্রোসফট জানায়, স্টোরটির পরীক্ষামূলক (বেটা) সংস্করণ চালু করেছে কোম্পানিটি এবং কাজ ভালোভাবে এগিয়ে চলছে। ভবিষ্যতে আরও বিস্তারিত তথ্য শেয়ার করা হবে।
স্টোরটি মূলত ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যাবে। তাই মোবাইল অ্যাপের বাইরেও স্টোরটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে অ্যাক্সেস করা যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ডট বাংলা ডোমেইনে ই-মেইলের ব্যবহার। আজ মঙ্গলবার ইউনিভার্সেল অ্যাকসেপটেন্স দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) এর ব্যবহার শুরু করে। এ দিন ‘বিটিআরসি. বাংলা’ ডোমেইনে নিজস্ব ওয়েবসাইট এবং ইমেইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন বিটিআরসি...
২ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে আর্টিকেল বা নিবন্ধের সংখ্যা ৭০ লাখের কাছাকাছি। তবে দ্বিতীয় বৃহত্তম সংস্করণটি ফরাসি, স্প্যানিশ বা চীনা ভাষায় নয়—এটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে প্রচলিত স্থানীয় ভাষা সেবুয়ানোয় লেখা হয়েছে। এই সংস্করণের নিবন্ধসংখ্যা ৬০ লাখেরও বেশি।
৬ ঘণ্টা আগেসর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
৮ ঘণ্টা আগেমাত্র তিন মাস আগে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আর ১ উন্মোচন করে চীনের কোম্পানি ডিপসিক। এরই মধ্যে মডেলটি বিভিন্ন সেবা ও পণ্যে ব্যাপকভাবে প্রয়োগ করা করেছে। বিশেষ করে চীনে দেশপ্রেম ও প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে এই মডেল। তবে সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক দিক হলো—চীন সরকারের নজরদারি...
৯ ঘণ্টা আগে