অনলাইন ডেস্ক
সহজে ভয়েস অ্যাসিস্ট্যান্ট তৈরির জন্য নতুন টুল উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন তৈরিতে ডেভেলপারদের সাহায্য করবে টুলটি। প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে জেনারেটিভ এআই প্রতিযোগিতায় টিকে থাকতে কোম্পানিটি এই পদক্ষেপ নিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ওপেনএআই জানিয়েছে, এটি একটি নতুন রিয়েল-টাইম টুল, যা পরীক্ষার জন্য তাৎক্ষণিকভাবে চালু করা হয়েছে। টুলটি একটি একক সেট নির্দেশনার মাধ্যমে ডেভেলপারদের এআই ভয়েস অ্যাপ্লিকেশন তৈরি করতে সাহায্য করবে।
আগের প্রক্রিয়ায় এই অ্যাসিস্ট্যান্ট তৈরির জন্য ডেভেলপারদের অন্তত তিনটি ধাপ অনুসরণ করতে হতো। প্রথমে অডিওকে টেক্সটে রূপান্তর করতে হতো, এরপর এআই জেনারেটেড টেক্সট মডেল ব্যবহার করে প্রশ্নের উত্তর তৈরি করা এবং শেষে একটি পৃথক টেক্সট-টু-স্পিচ মডেল ব্যবহার করা।
ওপেনএআইয়ের ব্লগে বলা হয়েছে, এখন ডেভেলপাররা একটি একক এপিআই (অ্যাপলিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) কলের মাধ্যমে ইনপুট (ব্যবহারকারী কি বলছেন) এবং আউটপুট (অ্যাপটি কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে) উভয়কেই পরিচালনা করতে পারবেন। এর মানে হলো, কথোপকথনগুলো আরও স্বচ্ছন্দে হবে, অপেক্ষার সময় কম হবে, এবং আরও মানুষের আবেগ দিয়ে প্রতিক্রিয়াগুলো শোনাবে।
ওপেনএআইয়ের আয়ের একটি বড় অংশ আসে সেই সব ব্যবসা থেকে, যারা তাদের নিজস্ব এআই অ্যাপ্লিকেশন তৈরি করতে কোম্পানিটির সেবাগুলো ব্যবহার করে। তাই উন্নত এআই টুলর মাধ্যমে কোম্পানির পণ্যের বিক্রি বাড়বে।
এআই প্রযুক্তি খাতে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। কারণ গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের মতো প্রযুক্তি জায়ান্টগুলো ভিডিও, অডিও এবং টেক্সটসহ বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণের সক্ষম এআই মডেলগুলো একত্রিত করছে। তাই এক জায়গায় সব সুবিধা পাওয়ায় সেসব পণ্যের প্রতি ব্যবহারকারী ও ডেভেলপাররা বেশি আকৃষ্ট হচ্ছে।
আগামী বছরে কোম্পানিটি আয় ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ১ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছানোর আশা করছে ওপেনএআই। এই আয় ২০২৪ সালে অনুমানকৃত ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৩৭০ কোটি ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত মাসে রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, কোম্পানিটি ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৬৫০ কোটি ডলার একটি বিনিয়োগ পেতে পারে। এই বিনিয়োগ পেলে কোম্পানিটির বাজারমূল্য ১৫০ বিলিয়ন ডলার বা ১৫ হাজার কোটি ডলার হবে।
গত মঙ্গলবার নতুন ফাইন–টিউনিং টুল নিয়ে এসেছে। এটি একটি সফটওয়্যার টুল, যা এআই মডেলগুলোর প্রশিক্ষণ শেষে ব্যবহার করা হয়। এই টুলের মাধ্যমে ছবি ও টেক্সটের ডেভেলপারদের মডেলগুলোর প্রতিক্রিয়াকে আরও উন্নত করতে পারবে।
এই ফাইন-টিউনিং প্রক্রিয়ায় ব্যবহারকারীদের বিভিন্ন প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করা যায়। কারণ ব্যবহারকারীরা প্রতিক্রিয়ার মাধ্যমে মডেলের সঠিক ও ভুল উত্তরগুলো চিহ্নিত করে। এভাবে এই টুলের মাধ্যমে ডেভেলপাররা মডেলগুলোকে আরও উন্নত করতে পারবে।
ওপেনএআই জানিয়েছে, মডেলগুলোকে ছবির মাধ্যমে উন্নত করা হলে এগুলো চিত্র বোঝার ক্ষমতা আরও শক্তিশালী হবে। এর ফলে উন্নত ভিজ্যুয়াল সার্চ এবং স্বয়ংক্রিয় যানবাহনের জন্য উন্নত অবজেক্ট ডিটেকশন-এর মতো অ্যাপ্লিকেশন তৈরি সম্ভব হবে।
ওপেনএআই আরও একটি টুলও চালু করেছে যা ছোট মডেলগুলোকে বড় মডেলগুলো থেকে শিখতে সাহায্য করবে। এর সঙ্গে ‘প্রম্পট ক্যাচিং’ নামক একটি ফিচার যুক্ত করা হয়েছে। এটি মডেলগুলো প্রশিক্ষণের খরচ অর্ধেক কমাতে সাহায্য করে। কারণ এআই দিয়ে প্রক্রিয়াকৃত আগে টেক্সটের অংশগুলো পুনরায় ব্যবহার করে।
সহজে ভয়েস অ্যাসিস্ট্যান্ট তৈরির জন্য নতুন টুল উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন তৈরিতে ডেভেলপারদের সাহায্য করবে টুলটি। প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে জেনারেটিভ এআই প্রতিযোগিতায় টিকে থাকতে কোম্পানিটি এই পদক্ষেপ নিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ওপেনএআই জানিয়েছে, এটি একটি নতুন রিয়েল-টাইম টুল, যা পরীক্ষার জন্য তাৎক্ষণিকভাবে চালু করা হয়েছে। টুলটি একটি একক সেট নির্দেশনার মাধ্যমে ডেভেলপারদের এআই ভয়েস অ্যাপ্লিকেশন তৈরি করতে সাহায্য করবে।
আগের প্রক্রিয়ায় এই অ্যাসিস্ট্যান্ট তৈরির জন্য ডেভেলপারদের অন্তত তিনটি ধাপ অনুসরণ করতে হতো। প্রথমে অডিওকে টেক্সটে রূপান্তর করতে হতো, এরপর এআই জেনারেটেড টেক্সট মডেল ব্যবহার করে প্রশ্নের উত্তর তৈরি করা এবং শেষে একটি পৃথক টেক্সট-টু-স্পিচ মডেল ব্যবহার করা।
ওপেনএআইয়ের ব্লগে বলা হয়েছে, এখন ডেভেলপাররা একটি একক এপিআই (অ্যাপলিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) কলের মাধ্যমে ইনপুট (ব্যবহারকারী কি বলছেন) এবং আউটপুট (অ্যাপটি কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে) উভয়কেই পরিচালনা করতে পারবেন। এর মানে হলো, কথোপকথনগুলো আরও স্বচ্ছন্দে হবে, অপেক্ষার সময় কম হবে, এবং আরও মানুষের আবেগ দিয়ে প্রতিক্রিয়াগুলো শোনাবে।
ওপেনএআইয়ের আয়ের একটি বড় অংশ আসে সেই সব ব্যবসা থেকে, যারা তাদের নিজস্ব এআই অ্যাপ্লিকেশন তৈরি করতে কোম্পানিটির সেবাগুলো ব্যবহার করে। তাই উন্নত এআই টুলর মাধ্যমে কোম্পানির পণ্যের বিক্রি বাড়বে।
এআই প্রযুক্তি খাতে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। কারণ গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের মতো প্রযুক্তি জায়ান্টগুলো ভিডিও, অডিও এবং টেক্সটসহ বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণের সক্ষম এআই মডেলগুলো একত্রিত করছে। তাই এক জায়গায় সব সুবিধা পাওয়ায় সেসব পণ্যের প্রতি ব্যবহারকারী ও ডেভেলপাররা বেশি আকৃষ্ট হচ্ছে।
আগামী বছরে কোম্পানিটি আয় ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ১ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছানোর আশা করছে ওপেনএআই। এই আয় ২০২৪ সালে অনুমানকৃত ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৩৭০ কোটি ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত মাসে রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, কোম্পানিটি ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৬৫০ কোটি ডলার একটি বিনিয়োগ পেতে পারে। এই বিনিয়োগ পেলে কোম্পানিটির বাজারমূল্য ১৫০ বিলিয়ন ডলার বা ১৫ হাজার কোটি ডলার হবে।
গত মঙ্গলবার নতুন ফাইন–টিউনিং টুল নিয়ে এসেছে। এটি একটি সফটওয়্যার টুল, যা এআই মডেলগুলোর প্রশিক্ষণ শেষে ব্যবহার করা হয়। এই টুলের মাধ্যমে ছবি ও টেক্সটের ডেভেলপারদের মডেলগুলোর প্রতিক্রিয়াকে আরও উন্নত করতে পারবে।
এই ফাইন-টিউনিং প্রক্রিয়ায় ব্যবহারকারীদের বিভিন্ন প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করা যায়। কারণ ব্যবহারকারীরা প্রতিক্রিয়ার মাধ্যমে মডেলের সঠিক ও ভুল উত্তরগুলো চিহ্নিত করে। এভাবে এই টুলের মাধ্যমে ডেভেলপাররা মডেলগুলোকে আরও উন্নত করতে পারবে।
ওপেনএআই জানিয়েছে, মডেলগুলোকে ছবির মাধ্যমে উন্নত করা হলে এগুলো চিত্র বোঝার ক্ষমতা আরও শক্তিশালী হবে। এর ফলে উন্নত ভিজ্যুয়াল সার্চ এবং স্বয়ংক্রিয় যানবাহনের জন্য উন্নত অবজেক্ট ডিটেকশন-এর মতো অ্যাপ্লিকেশন তৈরি সম্ভব হবে।
ওপেনএআই আরও একটি টুলও চালু করেছে যা ছোট মডেলগুলোকে বড় মডেলগুলো থেকে শিখতে সাহায্য করবে। এর সঙ্গে ‘প্রম্পট ক্যাচিং’ নামক একটি ফিচার যুক্ত করা হয়েছে। এটি মডেলগুলো প্রশিক্ষণের খরচ অর্ধেক কমাতে সাহায্য করে। কারণ এআই দিয়ে প্রক্রিয়াকৃত আগে টেক্সটের অংশগুলো পুনরায় ব্যবহার করে।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১৪ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১ দিন আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১ দিন আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে