নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোবাইল নেটওয়ার্ক টাওয়ার কোম্পানি ফ্রন্টিয়ার টাওয়ার্স বাংলাদেশ লিমিটেডের কাছে ঠিকাদারদের ১৫০ কোটি টাকা আটকে আছে। ২১ দিনের মধ্যে এই টাকা দেওয়ার কথা থাকলেও ছয় মাস পেরিয়ে তবুও বুঝে পাচ্ছেন না তাঁরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘মোবাইল নেটওয়ার্কের মানোন্নয়নে টাওয়ার স্বল্পতা নিরসনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে।
সভায় টাওয়ার নির্মাণকাজে ঠিকাদারদের পক্ষে আব্দুল বাতেন খান বলেন, আমরা ২০০ কোটি টাকার মতো বিনিয়োগ করেছি। কিন্তু ১৫০ কোটি টাকা আটকে আছে ফ্রন্টিয়ার টেকনোলজির মাধ্যমে। ২১ দিনের মধ্যে টাকা পাওয়ার কথা থাকলেও ৬ মাসেও আমাদের বিনিয়োগ ফেরত দিচ্ছে না। জিপি ও ফ্রন্টিয়ার আমাদের টাকা আটকে রেখেছে। এ নিয়ে বিটিআরসিতে নালিশ করে কোনো লাভ হচ্ছে না। আমরাও হার্ড লাইনে গেলে আমাদের দোষ দেবেন না।
এর জবাবে গ্রামীণফোনের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র ডিরেক্টর হোসেন সাদাত টেলিকম প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরামর্শ দেন। তিনি বলেন, পৃষ্ঠপোষকতা করার কোনো সুযোগ নেই। ফ্রন্টিয়ারের দায় আইনগতভাবে আমরা নিতে পারি না। তারা কাজ দিলে চুক্তির ৬০ শতাংশের বেশি পূরণ করতে পারে না। ক্ষমা চায়। কিন্তু আমরাও তো বিনিয়োগকারীদের কাছে দায়বদ্ধ। কিন্তু কোনো কাজই আমরা ঝটপট করতে পারি না।
হোসেন সাদাত আরও বলেন, বিটিআরসি নিয়ম বেঁধে দেয় একটি টাওয়ার কোম্পানির সঙ্গে ৩০ শতাংশের বেশি রোল আউট করা যাবে না। টাওয়ার ভেন্ডারদের জন্য আইনগত কোনো সমাধান নেই। ঢাকা শহরের অনেক জায়গায় টাওয়ার স্থাপন করতে চাইলেও সেটা তৈরি করা যায় না, যোগ করেন হোসেন সাদাত।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, তরঙ্গ তেজস্ক্রিয়তা নিয়ে গণমানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। এ ক্ষেত্রে ভ্রান্ত ধারণা ও ভুল কনটেন্ট কমাতে হবে। একই সঙ্গে টাওয়ার শেয়ার করার প্রবণতা বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকার বিটিআরসির সংস্কার করবে বলে আশা করি।
আলোচনায় আরও অংশ নেন টেলিটক বাংলাদেশের ডেপুটি ম্যানেজার এসএম মাসুম, কীর্তনখোলা টাওয়ার্স লিমিটেডের ডেপুটি ম্যানেজার এহতেশাম খান, ফ্রন্টিয়ার টাওয়ার্স বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী তাজিরীন আলম, সামিট টাওয়ার্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আদনান শাহরিয়ার, রবির করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম, প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের ও বিইআরসির সাবেক সদস্য মকবুল ই এলাহী।
সভায় উপস্থাপিত তথ্যচিত্রে ই–ডট কো–এর সহযোগী ব্যবস্থাপক মাসুদা হোসেন বলেন, প্রতি মাসে একজন গ্রাহক ছয় জিবি ডেটা ব্যবহার করেন। আগামী চার বছর পর এটি ১৭ জিবিতে পৌঁছাবে। এই চাহিদা পূরণে ৪৪ হাজার টাওয়ার রয়েছে। সম্ভাব্য চাহিদা মেটাতে আরো ১২ হাজার টাওয়ার লাগবে। টাওয়ার বাড়ানোর জন্য টাওয়ারগুলোকে বহুমুখী ব্যবহারের স্মার্ট হাইটেক নীতিমালা এবং বহুপক্ষীয় কর্তৃপক্ষের অনুমতির বাধা দূর করা দরকার।
এ সময় সরঞ্জাম আমদানি সহজতর হওয়া ও ৫ বছরের জন্য শুল্কমুক্ত সুবিধা ও এনওসি সহজীকরণের আহ্বান জানানো হয়।
আলোচনায় সোলার ইলেকট্রো কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিএম মজিবুর রহমান টাওয়ারে সোলার প্যানেল বসানোর জন্য ভার্টিক্যাল মডেল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সোলার প্যানেল স্থাপনে লিথিয়াম ফসফেট ও লিথিয়াম আয়ন ব্যবহার করলে দীর্ঘ সময় সাপোর্ট দেবে।
প্যারালাল টাওয়ার ও টাওয়ার শেয়ারে অনীহার বিষয়ে অভিযোগ করে এই খাত সাবালক হওয়ার আগেই প্রতিযোগিতা জুড়ে দেওয়ায় মহৎ উদ্দেশ্যগুলো ভেস্তে যাচ্ছে বলে মন্তব্য করেন রবির শাহেদ আলম। তিনি বলেন, এ ক্ষেত্রে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হয়েছে।
ব্যান্ডউইথ অব্যবহৃত থাকার বিষয়টি বায়বীয় উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যান্ডউইথ কেনার সময় ২৪ ঘণ্টার হিসাব ধরে পিক আওয়ার হিসেবে ব্যান্ডউইথ ধার্য করতে হয়। তাই বিদ্যুতের মতো ব্যান্ডউইথও ধরে রাখা যায় না। আর অব্যবহৃত তরঙ্গ ব্যবহারে নতুন প্রযুক্তি লাগবে। এ মুহূর্তে রোল আউট করা সম্ভব নয়।
সভায় মোবাইল নেটওয়ার্কের মান উন্নয়নে টাওয়ার স্বল্পতা নিরসনে টারওয়ারকো প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃশেয়ারিং, টাওয়ারে সোলার প্যানেল, সীমান্তে নেটওয়ার্ক ঠিক রাখতে ক্রস বর্ডার পররাষ্ট্র নীতি জোরদার ও নাগরিক পর্যায়ে তরঙ্গ তেজস্ক্রিয়তা ভীতি দূর করার ওপর করেন গুরুত্বারোপ সংশ্লিষ্টরা।
মোবাইল নেটওয়ার্ক টাওয়ার কোম্পানি ফ্রন্টিয়ার টাওয়ার্স বাংলাদেশ লিমিটেডের কাছে ঠিকাদারদের ১৫০ কোটি টাকা আটকে আছে। ২১ দিনের মধ্যে এই টাকা দেওয়ার কথা থাকলেও ছয় মাস পেরিয়ে তবুও বুঝে পাচ্ছেন না তাঁরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘মোবাইল নেটওয়ার্কের মানোন্নয়নে টাওয়ার স্বল্পতা নিরসনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে।
সভায় টাওয়ার নির্মাণকাজে ঠিকাদারদের পক্ষে আব্দুল বাতেন খান বলেন, আমরা ২০০ কোটি টাকার মতো বিনিয়োগ করেছি। কিন্তু ১৫০ কোটি টাকা আটকে আছে ফ্রন্টিয়ার টেকনোলজির মাধ্যমে। ২১ দিনের মধ্যে টাকা পাওয়ার কথা থাকলেও ৬ মাসেও আমাদের বিনিয়োগ ফেরত দিচ্ছে না। জিপি ও ফ্রন্টিয়ার আমাদের টাকা আটকে রেখেছে। এ নিয়ে বিটিআরসিতে নালিশ করে কোনো লাভ হচ্ছে না। আমরাও হার্ড লাইনে গেলে আমাদের দোষ দেবেন না।
এর জবাবে গ্রামীণফোনের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র ডিরেক্টর হোসেন সাদাত টেলিকম প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরামর্শ দেন। তিনি বলেন, পৃষ্ঠপোষকতা করার কোনো সুযোগ নেই। ফ্রন্টিয়ারের দায় আইনগতভাবে আমরা নিতে পারি না। তারা কাজ দিলে চুক্তির ৬০ শতাংশের বেশি পূরণ করতে পারে না। ক্ষমা চায়। কিন্তু আমরাও তো বিনিয়োগকারীদের কাছে দায়বদ্ধ। কিন্তু কোনো কাজই আমরা ঝটপট করতে পারি না।
হোসেন সাদাত আরও বলেন, বিটিআরসি নিয়ম বেঁধে দেয় একটি টাওয়ার কোম্পানির সঙ্গে ৩০ শতাংশের বেশি রোল আউট করা যাবে না। টাওয়ার ভেন্ডারদের জন্য আইনগত কোনো সমাধান নেই। ঢাকা শহরের অনেক জায়গায় টাওয়ার স্থাপন করতে চাইলেও সেটা তৈরি করা যায় না, যোগ করেন হোসেন সাদাত।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, তরঙ্গ তেজস্ক্রিয়তা নিয়ে গণমানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। এ ক্ষেত্রে ভ্রান্ত ধারণা ও ভুল কনটেন্ট কমাতে হবে। একই সঙ্গে টাওয়ার শেয়ার করার প্রবণতা বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকার বিটিআরসির সংস্কার করবে বলে আশা করি।
আলোচনায় আরও অংশ নেন টেলিটক বাংলাদেশের ডেপুটি ম্যানেজার এসএম মাসুম, কীর্তনখোলা টাওয়ার্স লিমিটেডের ডেপুটি ম্যানেজার এহতেশাম খান, ফ্রন্টিয়ার টাওয়ার্স বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী তাজিরীন আলম, সামিট টাওয়ার্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আদনান শাহরিয়ার, রবির করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম, প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের ও বিইআরসির সাবেক সদস্য মকবুল ই এলাহী।
সভায় উপস্থাপিত তথ্যচিত্রে ই–ডট কো–এর সহযোগী ব্যবস্থাপক মাসুদা হোসেন বলেন, প্রতি মাসে একজন গ্রাহক ছয় জিবি ডেটা ব্যবহার করেন। আগামী চার বছর পর এটি ১৭ জিবিতে পৌঁছাবে। এই চাহিদা পূরণে ৪৪ হাজার টাওয়ার রয়েছে। সম্ভাব্য চাহিদা মেটাতে আরো ১২ হাজার টাওয়ার লাগবে। টাওয়ার বাড়ানোর জন্য টাওয়ারগুলোকে বহুমুখী ব্যবহারের স্মার্ট হাইটেক নীতিমালা এবং বহুপক্ষীয় কর্তৃপক্ষের অনুমতির বাধা দূর করা দরকার।
এ সময় সরঞ্জাম আমদানি সহজতর হওয়া ও ৫ বছরের জন্য শুল্কমুক্ত সুবিধা ও এনওসি সহজীকরণের আহ্বান জানানো হয়।
আলোচনায় সোলার ইলেকট্রো কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিএম মজিবুর রহমান টাওয়ারে সোলার প্যানেল বসানোর জন্য ভার্টিক্যাল মডেল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সোলার প্যানেল স্থাপনে লিথিয়াম ফসফেট ও লিথিয়াম আয়ন ব্যবহার করলে দীর্ঘ সময় সাপোর্ট দেবে।
প্যারালাল টাওয়ার ও টাওয়ার শেয়ারে অনীহার বিষয়ে অভিযোগ করে এই খাত সাবালক হওয়ার আগেই প্রতিযোগিতা জুড়ে দেওয়ায় মহৎ উদ্দেশ্যগুলো ভেস্তে যাচ্ছে বলে মন্তব্য করেন রবির শাহেদ আলম। তিনি বলেন, এ ক্ষেত্রে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হয়েছে।
ব্যান্ডউইথ অব্যবহৃত থাকার বিষয়টি বায়বীয় উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যান্ডউইথ কেনার সময় ২৪ ঘণ্টার হিসাব ধরে পিক আওয়ার হিসেবে ব্যান্ডউইথ ধার্য করতে হয়। তাই বিদ্যুতের মতো ব্যান্ডউইথও ধরে রাখা যায় না। আর অব্যবহৃত তরঙ্গ ব্যবহারে নতুন প্রযুক্তি লাগবে। এ মুহূর্তে রোল আউট করা সম্ভব নয়।
সভায় মোবাইল নেটওয়ার্কের মান উন্নয়নে টাওয়ার স্বল্পতা নিরসনে টারওয়ারকো প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃশেয়ারিং, টাওয়ারে সোলার প্যানেল, সীমান্তে নেটওয়ার্ক ঠিক রাখতে ক্রস বর্ডার পররাষ্ট্র নীতি জোরদার ও নাগরিক পর্যায়ে তরঙ্গ তেজস্ক্রিয়তা ভীতি দূর করার ওপর করেন গুরুত্বারোপ সংশ্লিষ্টরা।
দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ডট বাংলা ডোমেইনে ই-মেইলের ব্যবহার। আজ মঙ্গলবার ইউনিভার্সেল অ্যাকসেপটেন্স দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) এর ব্যবহার শুরু করে। এ দিন ‘বিটিআরসি. বাংলা’ ডোমেইনে নিজস্ব ওয়েবসাইট এবং ইমেইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন বিটিআরসি...
১ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে আর্টিকেল বা নিবন্ধের সংখ্যা ৭০ লাখের কাছাকাছি। তবে দ্বিতীয় বৃহত্তম সংস্করণটি ফরাসি, স্প্যানিশ বা চীনা ভাষায় নয়—এটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে প্রচলিত স্থানীয় ভাষা সেবুয়ানোয় লেখা হয়েছে। এই সংস্করণের নিবন্ধসংখ্যা ৬০ লাখেরও বেশি।
৬ ঘণ্টা আগেসর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
৭ ঘণ্টা আগেমাত্র তিন মাস আগে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আর ১ উন্মোচন করে চীনের কোম্পানি ডিপসিক। এরই মধ্যে মডেলটি বিভিন্ন সেবা ও পণ্যে ব্যাপকভাবে প্রয়োগ করা করেছে। বিশেষ করে চীনে দেশপ্রেম ও প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে এই মডেল। তবে সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক দিক হলো—চীন সরকারের নজরদারি...
৮ ঘণ্টা আগে