অনলাইন ডেস্ক
গুগলের ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপে নতুন ‘স্ক্রিন টাইম রিমাইন্ডার’ ফিচার যুক্ত হচ্ছে। মোবাইল ফোনে আসক্তি কাটাতে সহায়তা করবে এই ফিচারটি। ব্যবহারকারীদের অ্যাপে বেশি সময় কাটানোর পর তাদের অ্যাপ থেকে ব্লক না করে বরং ফোনের স্ক্রিনে শুধু রিমাইন্ডার দেখানো হবে।
গত মাসে ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপের কোড বিশ্লেষণের মাধ্যমে এই ফিচারটি প্রথম দেখা গিয়েছিল। এখন এটি কিছু ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ফোনে দেখা যাচ্ছে। তবে গুগল ফিচারটিতে কিছু পরিবর্তন করেছে। এখন এটি ‘মাইনডফুল নাডজ’ এর পরিবর্তে ‘স্ক্রিন টাইম রিমাইন্ডার’ নামে পরিচিত হবে।
যখন নির্বাচিত কোনো অ্যাপ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হবে তখন এই ফিচারটি স্ক্রিনের ওপরের দিকে নোটিফিকেশন দেখাবে। অ্যাপে ব্যবহারকারীরা অতিবাহিত সময় দেখাবে নোটিফিকেশনে দেখানো হবে। এটি ব্যবহারকারীদের অ্যাপটি বন্ধ করতে এবং সময় আরও ভালোভাবে ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করবে।
অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড প্যারেন্টাল কনট্রোল অ্যাপ থেকে এই ফিচারটি চালু করা যাবে। এরপর কোনো কোন অ্যাপের জন্য এই ফিচার চালু করা যায় তা একটি তালিকা থেকে নির্বাচন করা যাবে। এর পর দীর্ঘ সময় অ্যাপটি ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে ফিচারটি নোটিফিকেশন পাঠাবে।
ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপের নতুন ফিচারটি ব্যবহারকারীরা তাদের ফোনে কতটুকু সময় কাটাচ্ছেন তা সম্পর্কে আরও সচেতন হতে সাহায্য করতে পারে। এর ফলে তারা তাদের সময় কীভাবে ব্যবহার করবেন এবং কোন অ্যাপগুলোতে কতটুকু সময় কাটাবেন তা নিয়ে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে। যদিও সাধারণত ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপগুলোতে এমন ফিচার আগেই ছিল। তবে এখানে যে মূল পার্থক্য তা হলো—এটি ব্যবহারকারীদের অ্যাপগুলো ব্যবহার থেকে ব্লক করে বের করে দেবে না।
তথ্যসূত্র: ফোনএরিনা
গুগলের ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপে নতুন ‘স্ক্রিন টাইম রিমাইন্ডার’ ফিচার যুক্ত হচ্ছে। মোবাইল ফোনে আসক্তি কাটাতে সহায়তা করবে এই ফিচারটি। ব্যবহারকারীদের অ্যাপে বেশি সময় কাটানোর পর তাদের অ্যাপ থেকে ব্লক না করে বরং ফোনের স্ক্রিনে শুধু রিমাইন্ডার দেখানো হবে।
গত মাসে ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপের কোড বিশ্লেষণের মাধ্যমে এই ফিচারটি প্রথম দেখা গিয়েছিল। এখন এটি কিছু ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ফোনে দেখা যাচ্ছে। তবে গুগল ফিচারটিতে কিছু পরিবর্তন করেছে। এখন এটি ‘মাইনডফুল নাডজ’ এর পরিবর্তে ‘স্ক্রিন টাইম রিমাইন্ডার’ নামে পরিচিত হবে।
যখন নির্বাচিত কোনো অ্যাপ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হবে তখন এই ফিচারটি স্ক্রিনের ওপরের দিকে নোটিফিকেশন দেখাবে। অ্যাপে ব্যবহারকারীরা অতিবাহিত সময় দেখাবে নোটিফিকেশনে দেখানো হবে। এটি ব্যবহারকারীদের অ্যাপটি বন্ধ করতে এবং সময় আরও ভালোভাবে ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করবে।
অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড প্যারেন্টাল কনট্রোল অ্যাপ থেকে এই ফিচারটি চালু করা যাবে। এরপর কোনো কোন অ্যাপের জন্য এই ফিচার চালু করা যায় তা একটি তালিকা থেকে নির্বাচন করা যাবে। এর পর দীর্ঘ সময় অ্যাপটি ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে ফিচারটি নোটিফিকেশন পাঠাবে।
ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপের নতুন ফিচারটি ব্যবহারকারীরা তাদের ফোনে কতটুকু সময় কাটাচ্ছেন তা সম্পর্কে আরও সচেতন হতে সাহায্য করতে পারে। এর ফলে তারা তাদের সময় কীভাবে ব্যবহার করবেন এবং কোন অ্যাপগুলোতে কতটুকু সময় কাটাবেন তা নিয়ে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে। যদিও সাধারণত ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপগুলোতে এমন ফিচার আগেই ছিল। তবে এখানে যে মূল পার্থক্য তা হলো—এটি ব্যবহারকারীদের অ্যাপগুলো ব্যবহার থেকে ব্লক করে বের করে দেবে না।
তথ্যসূত্র: ফোনএরিনা
ছবি, ভিডিওসহ বিভিন্ন ফাইল সংরক্ষণের জন্য এক্সটার্নাল হার্ডড্রাইভ ব্যবহার করা হয়। স্টোরেজ খালি করতে বা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার মতো বিভিন্ন কারণে এসব ডিভাইস ফরম্যাট দেওয়ার প্রয়োজনীয়তা দেখা যায়। নতুন আইওএস ১৮ ও আইপ্যাডওএস ১৮ আপডেটের মাধ্যমে এখন আইফোন ও আইপ্যাড থেকেই সরাসরি এক্সটার্নাল হার্ডড্রাইভ ফরম
৪ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে করা মামলায় স্টার্টআপটির শীর্ষ বিনিয়োগকারী মাইক্রোসফটকে অন্তর্ভুক্ত করলেন ইলন মাস্ক। মামলায় যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগও তুললেন। উল্লেখ্য, এর আগে গত আগস্টে মামলাটি দায়ের করেছিলেন মাস্ক।
৭ ঘণ্টা আগেদুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি।
৮ ঘণ্টা আগেজনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন ডলার। সম্প্রতি বিনিয়োগকারীদের কাছে নিজেদের শেয়ার কিনে নেওয়ার (বাইব্যাক) প্রস্তাব দেয় বাইটড্যান্স। তাঁদের এই ‘শেয়ার বাইব্যাক’ অফার অনুযায়ী চীনের কোম্পানিটির বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্
৯ ঘণ্টা আগে