জিমেইল, আউটলুক, ফেসবুক এবং এক্স ব্যবহারকারীদের জন্য নতুন টু ফ্যাক্টর অথেনটিকেশন সতর্কতা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৬: ২৭
Thumbnail image

বিশ্বব্যাপী সাইবার অপরাধী এবং হ্যাকিংয়ের সংখ্যা দিন দিন বাড়ছে। ই–মেইল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাকারদের আক্রমণ প্রতিরোধের জন্য নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের সাইবার অপরাধ রিপোর্টিং সেন্টার অ্যাকশন ফ্রড। এই সতর্কতায় জিমেইল, আউটলুক, ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষায় সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বড় ভাষার মডেলের (এলএলএম) মতো নতুন প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিংয়ের কৌশল আরও উন্নত করেছে সাইবার অপরাধীরা। 

অ্যাকশন ফ্রড জানায়, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি ব্যবহারকারী সাইবার অপরাধের শিকার হয়েছেন এবং এই সময়ে ভুক্তভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে ১৮ লাখ মার্কিন ডলার চুরি হয়েছে। এই পরিসংখ্যান শুধু যুক্তরাজ্যে রিপোর্ট করা কেসের ভিত্তিতে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের আক্রমণ কতটা ব্যাপক তা অনুমান করা খুব কঠিন নয়। 

সিটি অব লন্ডন পুলিশ এবং ন্যাশনাল ফ্রড ইনটেলিজেন্স ব্যুরো যৌথভাবে অ্যাকশন ফ্রড পরিচালনা করে। এখানে সাইবার অপরাধ সম্পর্কে রিপোর্ট করে ভুক্তভোগীরা। যদিও সংস্থাটির রির্পোটিং সেবা শুধু যুক্তরাজ্যে, ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে ব্যবহার করা যায়। তবে তাদের দেওয়া পরামর্শ বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য। যখন এই সংস্থা সতর্কতা জারি করে, তখন সেটি খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত। 

অ্যাকশন ফ্রডের ডেপুটি ডিরেক্টর অ্যাডাম মার্সার বলেন, ‘সাইবার অপরাধীরা সাধারণত পরিচয়বিহীন এবং তাদের লক্ষ্য থাকে সহজ লক্ষ্যবস্তু। যেমন—যারা নিজেদের ই–মেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সুরক্ষায় কোনো পদক্ষেপ নেয় না, তাদের অ্যাকাউন্ট বেশি হ্যাক হয়।’ 

তিনি আরও বলেন, অ্যাকাউন্ট সুরক্ষার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ হলো টু স্টেপ ভেরিফিকেশন (২ এফএ) চালু করা। এর মাধ্যমে অ্যাকাউন্টটি দ্বিগুণ সুরক্ষা পায়। এটি অ্যাকাউন্টটিকে পুরোপুরি হ্যাকারদের কাছ থেকে নিরাপত্তা দিতে না পারলেও হ্যাকিংয়ের কাজটিকে কঠিন করে তোলে। 

বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্থা, সাধারণ ব্যবহারকারীদেরও নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু স্টোর ভেরিফিকেশন চালু রাখা উচিত। নিজের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে সন্দেহ হলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। 

তথ্যসূত্র: ফোর্বস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত