অনলাইন ডেস্ক
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো বন্ধে কনটেন্ট পর্যবেক্ষণ করার নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। ডিপফেকের মতো ভুল তথ্য ছড়ানো বন্ধসহ ডিজিটাল সেবার আইন মেনে চলতে জাকারবার্গকে চিঠি দেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন মার্ক। ২৪ ঘণ্টা সময়ের মধ্যে জবাব দিল মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এন্ডগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়।
মেটার বিবৃতিতে জানা যায়, মেটা সদা–পরিবর্তনশীল অপারেশন সেন্টার তৈরি করেছে। এই সেন্টারে হিব্রু ও আরবি ভাষায় দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। গত শনিবার ইসরায়েলের ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা করে । এই হামলার পর গুজব ও ভুল তথ্য ঠেকাতে কোম্পানির দক্ষ কর্মীরা প্ল্যাটফর্মটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে করছে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে যেসব গ্রাহক যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনছে তাদের নিরাপত্তা দিতেও কাজ করছে মেটা।
মেটা হিব্রু বা আরবি ভাষার ৭ লাখ ৯৫ হাজারেরও বেশি স্বতন্ত্র কনটেন্ট পর্যবেক্ষণ করে এবং কনটেন্টগুলো নৃশংস লেবেল দিয়ে চিহ্নিত করেছে বা মুছে ফেলেছে।
নীতি লঙ্ঘন ও বিপজ্জনক সংস্থার বিভিন্ন কার্যক্রমের জন্য দুই ভাষা জুড়ে সাতগুণ বেশি কনটেন্ট প্রতিদিন সরানো হয়েছে। দ্বন্দ্ব শুরু হওয়ার দুই মাস আগে থেকেই এই কাজ করেছে মেটা।
মেটার বিপজ্জনক সংস্থা ও স্বতন্ত্র নীতির অধীনে তালিকাভুক্ত হামাস। কোম্পানির সকল প্ল্যাটফর্মে এই গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ। তবে এ বিষয়ে সংবাদ ও সাধারণ আলোচনা করা যাবে।
মেটার পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগগুলিকে সীমাবদ্ধ করা, যা নিয়মিতভাবে মেটার নীতিগুলি লঙ্ঘন করে। সেই সঙ্গে যে কোনো কনটেন্টও মেটা মুছে ফেলবে, যা স্পষ্টভাবে কোনো জিম্মিকে চিহ্নিত করে (যদিও অস্পষ্ট ছবি অনুমোদিত) ৷ এ ছাড়া কোম্পানি নতুন পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে যা ব্যবহারকারীর কাছে ক্ষতিকর কনটেন্টের সুপারিশ করা বন্ধ করবে।
মেটা বলছে, ব্যবহারকারীর ব্যক্তিগত বিশ্বাস নির্বিশেষে এই নীতিগুলি প্রয়োগ করা হয় এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা বিশ্বাসকে দমন করা কোম্পানির উদ্দেশ্য নয়।
তবে এসব পদক্ষেপ ব্রেটনকে সন্তুষ্ট করবে নাকি তা স্পষ্ট নয়। বেট্রন একই ধরনের চিঠি এক্স প্ল্যাটফর্মকেও পাঠায়। চিঠির জবাবে কোম্পানির নতুন নীতিগুলো তুলে ধরে এক্স। এ বিষয়ে ডিসিএ–এর আইনের সঙ্গে সংগতি রেখে ইইউ একটি তদন্ত করবে বলে জানিয়েছে।
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো বন্ধে কনটেন্ট পর্যবেক্ষণ করার নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। ডিপফেকের মতো ভুল তথ্য ছড়ানো বন্ধসহ ডিজিটাল সেবার আইন মেনে চলতে জাকারবার্গকে চিঠি দেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন মার্ক। ২৪ ঘণ্টা সময়ের মধ্যে জবাব দিল মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এন্ডগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়।
মেটার বিবৃতিতে জানা যায়, মেটা সদা–পরিবর্তনশীল অপারেশন সেন্টার তৈরি করেছে। এই সেন্টারে হিব্রু ও আরবি ভাষায় দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। গত শনিবার ইসরায়েলের ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা করে । এই হামলার পর গুজব ও ভুল তথ্য ঠেকাতে কোম্পানির দক্ষ কর্মীরা প্ল্যাটফর্মটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে করছে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে যেসব গ্রাহক যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনছে তাদের নিরাপত্তা দিতেও কাজ করছে মেটা।
মেটা হিব্রু বা আরবি ভাষার ৭ লাখ ৯৫ হাজারেরও বেশি স্বতন্ত্র কনটেন্ট পর্যবেক্ষণ করে এবং কনটেন্টগুলো নৃশংস লেবেল দিয়ে চিহ্নিত করেছে বা মুছে ফেলেছে।
নীতি লঙ্ঘন ও বিপজ্জনক সংস্থার বিভিন্ন কার্যক্রমের জন্য দুই ভাষা জুড়ে সাতগুণ বেশি কনটেন্ট প্রতিদিন সরানো হয়েছে। দ্বন্দ্ব শুরু হওয়ার দুই মাস আগে থেকেই এই কাজ করেছে মেটা।
মেটার বিপজ্জনক সংস্থা ও স্বতন্ত্র নীতির অধীনে তালিকাভুক্ত হামাস। কোম্পানির সকল প্ল্যাটফর্মে এই গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ। তবে এ বিষয়ে সংবাদ ও সাধারণ আলোচনা করা যাবে।
মেটার পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগগুলিকে সীমাবদ্ধ করা, যা নিয়মিতভাবে মেটার নীতিগুলি লঙ্ঘন করে। সেই সঙ্গে যে কোনো কনটেন্টও মেটা মুছে ফেলবে, যা স্পষ্টভাবে কোনো জিম্মিকে চিহ্নিত করে (যদিও অস্পষ্ট ছবি অনুমোদিত) ৷ এ ছাড়া কোম্পানি নতুন পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে যা ব্যবহারকারীর কাছে ক্ষতিকর কনটেন্টের সুপারিশ করা বন্ধ করবে।
মেটা বলছে, ব্যবহারকারীর ব্যক্তিগত বিশ্বাস নির্বিশেষে এই নীতিগুলি প্রয়োগ করা হয় এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা বিশ্বাসকে দমন করা কোম্পানির উদ্দেশ্য নয়।
তবে এসব পদক্ষেপ ব্রেটনকে সন্তুষ্ট করবে নাকি তা স্পষ্ট নয়। বেট্রন একই ধরনের চিঠি এক্স প্ল্যাটফর্মকেও পাঠায়। চিঠির জবাবে কোম্পানির নতুন নীতিগুলো তুলে ধরে এক্স। এ বিষয়ে ডিসিএ–এর আইনের সঙ্গে সংগতি রেখে ইইউ একটি তদন্ত করবে বলে জানিয়েছে।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে