অনলাইন ডেস্ক
মেক্সিকোতে বিশ্বের সবচেয়ে বড় কারখানা তৈরি করছে ফক্সকন। কারখানাটি মূলত এনভিডিয়া জিবি ২০০ সুপারচিপ উৎপাদনে ব্যবহার করা হবে। এটি এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের ব্ল্যাকওয়েল কম্পিউটিং প্ল্যাটফর্মের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ব্যবহার করা হয়। ফক্সকনের শীর্ষ নির্বাহীরা মঙ্গলবার এই তথ্য দিয়েছেন।
বিশ্বের সবচেয়ে বড় চুক্তি ভিত্তিক ইলেকট্রনিকস প্রস্তুতকারক ফক্সকন এবং অ্যাপলের সবচেয়ে বড় আইফোন অ্যাসেম্বলার (ফোনের বিভিন্ন অংশ একত্রিত করে) হিসেবে পরিচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারে কোম্পানিটির ব্যাপক লাভ হচ্ছে। কারণ এটি সার্ভারও তৈরি করে।
উল্লেখ্য, জিবি ২০০ এনভিডিয়ার একটি নতুন প্রজন্মের সুপারচিপ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ), যা প্রধানত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং ডিপ লার্নিং এর জন্য ডিজাইন করা হয়েছে। এই চিপটি এনভিডিয়ার ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের অংশ এবং এটি বিশেষভাবে ডেটা সেন্টার এবং সুপার কম্পিউটিং এর জন্য ব্যবহৃত হবে।
ফক্সকনের ক্লাউড এন্টারপ্রাইজ সলিউশন বিজনেস গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেঞ্জামিন টিং বলেন, তাঁর কোম্পানি এবং এনভিডিয়ার এর মধ্যে অংশীদারি খুবই গুরুত্বপূর্ণ।
টিং তাইপেতে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক ইভেন্টে তিনি বলেন, ‘আমরা পৃথিবীর সবচেয়ে বড় জিবি ০০ উৎপাদন কেন্দ্র তৈরি করছি। তবে কোথায় তৈরি হচ্ছে তা বলার সময় এখন হয়েছে নাকি নিশ্চিত নই। এই চিপের চাহিদা অনেক বেশি।’
আগস্ট মাসে এনভিডিয়া বলেছিল, ব্ল্যাকওয়েল চিপের ডিজাইন সংশোধন করার পর তা অংশীদার এবং গ্রাহকদের কাছে সরবরাহ শুরু করেছে কোম্পানিটি এবং চতুর্থ ত্রৈমাসিকে চিপগুলোর মাধ্যমে কয়েক কোটি ডলার আয় করার আশা করছে।
তবে ফক্সকন চেয়ারম্যান ইয়াং লিউ বলেন, কারখানাটি মেক্সিকোতে তৈরি হচ্ছে এবং সেখানে এর ক্ষমতা ‘অত্যন্ত বেশি’ হবে।
ফক্সকন ইতিমধ্যে মেক্সিকোতে একটি বড় উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে এবং চিহুয়াহুয়া রাজ্যে এখন পর্যন্ত ৫০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে।
লিউ বলেছেন, কোম্পানির সরবরাহ চেইন এআই বিপ্লবের জন্য প্রস্তুত, এবং তিনি যোগ করেন যে, তাদের উৎপাদন ক্ষমতায় ‘উন্নত ঠান্ডা করার এবং তাপ অপসারণ প্রযুক্তি’ রয়েছে, যা জিবি ২০০ সার্ভারের অবকাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ।
ফক্সকনের আরেকটি কেন্দ্রীয় লক্ষ্য হল অ্যাপলের জন্য ভোক্তা ইলেকট্রনিক তৈরি করার ছাড়াও অন্য কাজ করা। তারা আশা করছে, তাদের প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে চুক্তি ভিত্তিক উৎপাদন বৈদ্যুতিক যানবাহন শুরু করবে এবং ‘ফক্সকন’ নিজের ব্র্যান্ড নাম রেখে নিজেই গাড়ি উৎপাদন করবে কোম্পানিটি।
বিশ্বব্যাপী বৈদ্যুতিক বাজারে চাহিদা কমার মধ্যে তীব্র প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে, ফক্সকন লিউ বলেছেন, ‘এই খাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘এটি সঠিক পথ এবং আমরা সেই দিকে কঠোর পরিশ্রম করতে থাকব। এ ছাড়া গাড়ি উৎপাদনের ক্ষেত্রে ইঞ্জিন তৈরির বাধা আর নেই। কারণ কোন কোম্পানিই এখন পুরো গাড়ি তৈরি করে না।’
তথ্যসূত্র: রয়টার্স ও ৩৬০ গ্যাজেটস
মেক্সিকোতে বিশ্বের সবচেয়ে বড় কারখানা তৈরি করছে ফক্সকন। কারখানাটি মূলত এনভিডিয়া জিবি ২০০ সুপারচিপ উৎপাদনে ব্যবহার করা হবে। এটি এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের ব্ল্যাকওয়েল কম্পিউটিং প্ল্যাটফর্মের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ব্যবহার করা হয়। ফক্সকনের শীর্ষ নির্বাহীরা মঙ্গলবার এই তথ্য দিয়েছেন।
বিশ্বের সবচেয়ে বড় চুক্তি ভিত্তিক ইলেকট্রনিকস প্রস্তুতকারক ফক্সকন এবং অ্যাপলের সবচেয়ে বড় আইফোন অ্যাসেম্বলার (ফোনের বিভিন্ন অংশ একত্রিত করে) হিসেবে পরিচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারে কোম্পানিটির ব্যাপক লাভ হচ্ছে। কারণ এটি সার্ভারও তৈরি করে।
উল্লেখ্য, জিবি ২০০ এনভিডিয়ার একটি নতুন প্রজন্মের সুপারচিপ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ), যা প্রধানত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং ডিপ লার্নিং এর জন্য ডিজাইন করা হয়েছে। এই চিপটি এনভিডিয়ার ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের অংশ এবং এটি বিশেষভাবে ডেটা সেন্টার এবং সুপার কম্পিউটিং এর জন্য ব্যবহৃত হবে।
ফক্সকনের ক্লাউড এন্টারপ্রাইজ সলিউশন বিজনেস গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেঞ্জামিন টিং বলেন, তাঁর কোম্পানি এবং এনভিডিয়ার এর মধ্যে অংশীদারি খুবই গুরুত্বপূর্ণ।
টিং তাইপেতে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক ইভেন্টে তিনি বলেন, ‘আমরা পৃথিবীর সবচেয়ে বড় জিবি ০০ উৎপাদন কেন্দ্র তৈরি করছি। তবে কোথায় তৈরি হচ্ছে তা বলার সময় এখন হয়েছে নাকি নিশ্চিত নই। এই চিপের চাহিদা অনেক বেশি।’
আগস্ট মাসে এনভিডিয়া বলেছিল, ব্ল্যাকওয়েল চিপের ডিজাইন সংশোধন করার পর তা অংশীদার এবং গ্রাহকদের কাছে সরবরাহ শুরু করেছে কোম্পানিটি এবং চতুর্থ ত্রৈমাসিকে চিপগুলোর মাধ্যমে কয়েক কোটি ডলার আয় করার আশা করছে।
তবে ফক্সকন চেয়ারম্যান ইয়াং লিউ বলেন, কারখানাটি মেক্সিকোতে তৈরি হচ্ছে এবং সেখানে এর ক্ষমতা ‘অত্যন্ত বেশি’ হবে।
ফক্সকন ইতিমধ্যে মেক্সিকোতে একটি বড় উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে এবং চিহুয়াহুয়া রাজ্যে এখন পর্যন্ত ৫০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে।
লিউ বলেছেন, কোম্পানির সরবরাহ চেইন এআই বিপ্লবের জন্য প্রস্তুত, এবং তিনি যোগ করেন যে, তাদের উৎপাদন ক্ষমতায় ‘উন্নত ঠান্ডা করার এবং তাপ অপসারণ প্রযুক্তি’ রয়েছে, যা জিবি ২০০ সার্ভারের অবকাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ।
ফক্সকনের আরেকটি কেন্দ্রীয় লক্ষ্য হল অ্যাপলের জন্য ভোক্তা ইলেকট্রনিক তৈরি করার ছাড়াও অন্য কাজ করা। তারা আশা করছে, তাদের প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে চুক্তি ভিত্তিক উৎপাদন বৈদ্যুতিক যানবাহন শুরু করবে এবং ‘ফক্সকন’ নিজের ব্র্যান্ড নাম রেখে নিজেই গাড়ি উৎপাদন করবে কোম্পানিটি।
বিশ্বব্যাপী বৈদ্যুতিক বাজারে চাহিদা কমার মধ্যে তীব্র প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে, ফক্সকন লিউ বলেছেন, ‘এই খাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘এটি সঠিক পথ এবং আমরা সেই দিকে কঠোর পরিশ্রম করতে থাকব। এ ছাড়া গাড়ি উৎপাদনের ক্ষেত্রে ইঞ্জিন তৈরির বাধা আর নেই। কারণ কোন কোম্পানিই এখন পুরো গাড়ি তৈরি করে না।’
তথ্যসূত্র: রয়টার্স ও ৩৬০ গ্যাজেটস
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১৪ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১ দিন আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১ দিন আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে