প্রযুক্তি ডেস্ক
সাম্প্রতিক সময়ে টেক জায়ান্টগুলো নতুন প্রযুক্তির বদলে বেশি শিরোনাম হয়েছে কর্মী ছাঁটাইয়ের খবরে। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগল, আমাজন, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলো। লে-অফের তথ্য অনুযায়ী, চলতি বছর প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোতে মোট ছাঁটাই করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ২৪৩ জন কর্মী। পুরো ২০২২ সালের চেয়ে চলতি বছরের এপ্রিলের মধ্যেই এর চেয়ে বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে।
টেক ক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, করোনা মহামারির সময় বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের পরিমাণ বাড়ে টেক জায়ান্টগুলোর। এ সময়ে গ্রাহকেরা সাধারণের চেয়ে বেশি সময় কাটিয়েছেন অনলাইনে। ফলে বিজ্ঞাপনের পরিমাণও বাড়ায় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। তবে মহামারি-পরবর্তী সময়ে বিজ্ঞাপনের পরিমাণ কমে আসে প্ল্যাটফর্মগুলোতে, যার কারণে প্রতিষ্ঠানগুলোতে ছাঁটাই হবে এটা অনুমেয় ছিল। তবে ছাঁটাইয়ের জোয়ারে ব্যতিক্রম ছিল অ্যাপল। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রিতভাবে কর্মী নিয়োগ করেছে, যার ফলে গত বছর কর্মী ছাঁটাইয়ের দিকে মনোযোগ দিতে হয়নি অ্যাপলকে। তবে চলতি বছরে ঠিকই শেষ পর্যন্ত ছাঁটাইয়ের পথে হাঁটতে হয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটিকে।
বিশেষজ্ঞদের মতে, টেক জায়ান্টগুলো করোনা মহামারির প্রবৃদ্ধিকে স্থায়ী ধরে নিয়ে ওই অনুপাতে কর্মী নিয়োগ ও বিভিন্ন নতুন প্রকল্পের বিনিয়োগ করা শুরু করেছিল। ফলে, মহামারির পরবর্তী সময়ে আয় কমে আসায় কর্মী ছাঁটাইয়ে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানগুলো।
চলতি বছর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মী ছাঁটাইয়ের তথ্য-
জানুয়ারি ২০২৩
সোফাই টেকনোলজিস
গত ৩১ জানুয়ারি ৬৫ জন কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট ১৩০০ কর্মীর প্রায় ৫ শতাংশ।
নেটঅ্যাপ
গত ৩১ জানুয়ারি ৩৬০ জন কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৮ শতাংশ।
গ্রুপন
গত ৩১ জানুয়ারি ৫০০ জন কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।
ইম্পসিবল ফুডস
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ১০০ কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২০ শতাংশ।
পেপ্যাল
গত ৩০ জানুয়ারি ২ হাজার কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৭ শতাংশ।
অ্যারাইভাল
গত ৩০ জানুয়ারি প্রতিষ্ঠানটির সিইওসহ বিশ্বব্যাপী মোট ৮০০ জন কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫০ শতাংশ।
ওয়েমো
গত ২৪ জানুয়ারি প্রতিষ্ঠানটি সেলফ-ড্রাইভিং প্রযুক্তি ইউনিটে কর্মীদের ছাঁটাই করে। ওয়েমোর কতজন কর্মী ছাঁটাই করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
স্পটিফাই
গত ২৩ জানুয়ারি বিশ্বব্যাপী মোট ৬০০ কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৬ শতাংশ।
অ্যালফাবেট
গত ২১ জানুয়ারি বিশ্বব্যাপী মোট ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৬ শতাংশ।
সুইগি
গত ২০ জানুয়ারি মোট ৩৮০ কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।
সোফোস
গত ১৮ জানুয়ারি বিশ্বব্যাপী মোট ৪৫০ কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১০ শতাংশ।
মাইক্রোসফট
গত ১৮ জানুয়ারি বিশ্বব্যাপী মোট ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
গোমেকানিক
গত ১৮ জানুয়ারি ৭০ শতাংশ কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।
ক্লিয়ারকো
গত ১৭ জানুয়ারি মোট ৩০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
স্মার্টনিউজ
গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও চীন থেকে মোট ১২০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ইনট্রিনসিক
মোট ৪০ কর্মীকে ছাঁটাই করে অ্যালফাবেটের রোবট সফটওয়্যার প্রতিষ্ঠানটি। যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২০ শতাংশ।
আমাজন
গত ৫ জানুয়ারি বিশ্বব্যাপী ১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ভিমিও
গত ৪ জানুয়ারি মোট ১১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ফেব্রুয়ারি ২০২৩
টুইটার
গত ২৬ ফেব্রুয়ারি টুইটার এস্টার ক্রফোর্ড, হারাল্ডুর থরলিফসন এবং লেয়া কালভার সহ ২০০ জনেরও বেশি কর্মচারীকে ছাঁটাই করে।
গিটাহাব
ফেব্রুয়ারির ৯ তারিখে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় মাইক্রোসফটের মালিকানাধীন গিটহাব।
ইয়াহু
গত ৯ ফেব্রুয়ারি ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় ইয়াহু।
জুম
গত ৭ ফেব্রুয়ারি ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ডেল
গত ৬ ফেব্রুয়ারি ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি, সংখ্যায় যা ৬ হাজার ৬৫০ জন।
পিন্টারেস্ট
গত ২ ফেব্রুয়ারি ২ হাজার ১৫০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
মার্চ ২০২৩
নেটফ্লিক্স
গত ৩১ ফেব্রুয়ারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি, তবে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
গিটাহাব
গত ২৮ মার্চ ভারতের অফিসের পুরো ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।
অ্যাক্সেঞ্চার
গত ২৩ মার্চ ১৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
টুইচ
গত মার্চে ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
আমাজন
গত ২০ মার্চ ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট
মার্চে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
মেটা
মার্চেই ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক সময়ে টেক জায়ান্টগুলো নতুন প্রযুক্তির বদলে বেশি শিরোনাম হয়েছে কর্মী ছাঁটাইয়ের খবরে। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগল, আমাজন, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলো। লে-অফের তথ্য অনুযায়ী, চলতি বছর প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোতে মোট ছাঁটাই করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ২৪৩ জন কর্মী। পুরো ২০২২ সালের চেয়ে চলতি বছরের এপ্রিলের মধ্যেই এর চেয়ে বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে।
টেক ক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, করোনা মহামারির সময় বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের পরিমাণ বাড়ে টেক জায়ান্টগুলোর। এ সময়ে গ্রাহকেরা সাধারণের চেয়ে বেশি সময় কাটিয়েছেন অনলাইনে। ফলে বিজ্ঞাপনের পরিমাণও বাড়ায় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। তবে মহামারি-পরবর্তী সময়ে বিজ্ঞাপনের পরিমাণ কমে আসে প্ল্যাটফর্মগুলোতে, যার কারণে প্রতিষ্ঠানগুলোতে ছাঁটাই হবে এটা অনুমেয় ছিল। তবে ছাঁটাইয়ের জোয়ারে ব্যতিক্রম ছিল অ্যাপল। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রিতভাবে কর্মী নিয়োগ করেছে, যার ফলে গত বছর কর্মী ছাঁটাইয়ের দিকে মনোযোগ দিতে হয়নি অ্যাপলকে। তবে চলতি বছরে ঠিকই শেষ পর্যন্ত ছাঁটাইয়ের পথে হাঁটতে হয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটিকে।
বিশেষজ্ঞদের মতে, টেক জায়ান্টগুলো করোনা মহামারির প্রবৃদ্ধিকে স্থায়ী ধরে নিয়ে ওই অনুপাতে কর্মী নিয়োগ ও বিভিন্ন নতুন প্রকল্পের বিনিয়োগ করা শুরু করেছিল। ফলে, মহামারির পরবর্তী সময়ে আয় কমে আসায় কর্মী ছাঁটাইয়ে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানগুলো।
চলতি বছর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মী ছাঁটাইয়ের তথ্য-
জানুয়ারি ২০২৩
সোফাই টেকনোলজিস
গত ৩১ জানুয়ারি ৬৫ জন কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট ১৩০০ কর্মীর প্রায় ৫ শতাংশ।
নেটঅ্যাপ
গত ৩১ জানুয়ারি ৩৬০ জন কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৮ শতাংশ।
গ্রুপন
গত ৩১ জানুয়ারি ৫০০ জন কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।
ইম্পসিবল ফুডস
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ১০০ কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২০ শতাংশ।
পেপ্যাল
গত ৩০ জানুয়ারি ২ হাজার কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৭ শতাংশ।
অ্যারাইভাল
গত ৩০ জানুয়ারি প্রতিষ্ঠানটির সিইওসহ বিশ্বব্যাপী মোট ৮০০ জন কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫০ শতাংশ।
ওয়েমো
গত ২৪ জানুয়ারি প্রতিষ্ঠানটি সেলফ-ড্রাইভিং প্রযুক্তি ইউনিটে কর্মীদের ছাঁটাই করে। ওয়েমোর কতজন কর্মী ছাঁটাই করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
স্পটিফাই
গত ২৩ জানুয়ারি বিশ্বব্যাপী মোট ৬০০ কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৬ শতাংশ।
অ্যালফাবেট
গত ২১ জানুয়ারি বিশ্বব্যাপী মোট ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৬ শতাংশ।
সুইগি
গত ২০ জানুয়ারি মোট ৩৮০ কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।
সোফোস
গত ১৮ জানুয়ারি বিশ্বব্যাপী মোট ৪৫০ কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১০ শতাংশ।
মাইক্রোসফট
গত ১৮ জানুয়ারি বিশ্বব্যাপী মোট ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
গোমেকানিক
গত ১৮ জানুয়ারি ৭০ শতাংশ কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।
ক্লিয়ারকো
গত ১৭ জানুয়ারি মোট ৩০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
স্মার্টনিউজ
গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও চীন থেকে মোট ১২০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ইনট্রিনসিক
মোট ৪০ কর্মীকে ছাঁটাই করে অ্যালফাবেটের রোবট সফটওয়্যার প্রতিষ্ঠানটি। যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২০ শতাংশ।
আমাজন
গত ৫ জানুয়ারি বিশ্বব্যাপী ১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ভিমিও
গত ৪ জানুয়ারি মোট ১১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ফেব্রুয়ারি ২০২৩
টুইটার
গত ২৬ ফেব্রুয়ারি টুইটার এস্টার ক্রফোর্ড, হারাল্ডুর থরলিফসন এবং লেয়া কালভার সহ ২০০ জনেরও বেশি কর্মচারীকে ছাঁটাই করে।
গিটাহাব
ফেব্রুয়ারির ৯ তারিখে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় মাইক্রোসফটের মালিকানাধীন গিটহাব।
ইয়াহু
গত ৯ ফেব্রুয়ারি ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় ইয়াহু।
জুম
গত ৭ ফেব্রুয়ারি ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ডেল
গত ৬ ফেব্রুয়ারি ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি, সংখ্যায় যা ৬ হাজার ৬৫০ জন।
পিন্টারেস্ট
গত ২ ফেব্রুয়ারি ২ হাজার ১৫০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
মার্চ ২০২৩
নেটফ্লিক্স
গত ৩১ ফেব্রুয়ারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি, তবে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
গিটাহাব
গত ২৮ মার্চ ভারতের অফিসের পুরো ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।
অ্যাক্সেঞ্চার
গত ২৩ মার্চ ১৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
টুইচ
গত মার্চে ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
আমাজন
গত ২০ মার্চ ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট
মার্চে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
মেটা
মার্চেই ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৫ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১২ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৩ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৮ ঘণ্টা আগে