প্রযুক্তি ডেস্ক
‘দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২২’ আয়োজনে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ গেমের পুরস্কার জিতেছে ‘এলডেন রিং’। বছরের সেরা গেমের তকমা জিতে নিতে ডার্ক ফ্যান্টাসি ঘরানার এলডেন রিং–কে হারাতে হয়েছে ‘গড অব ওয়ার: রাগনারক’, ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’ আর ‘স্ট্রে’-এর মতো জনপ্রিয় আর ব্যবসাসফল গেমগুলোকে।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বছরজুড়েই গেমিং দুনিয়া আর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে গেমারদের আলোচনায় ছিল এলডেন রিং। গেমটি নির্মাণে জনপ্রিয় ফ্যান্টাসি লেখক ‘গেম অব থ্রোনস’–এর স্রষ্টা জর্জ আর আর মার্টিনের সঙ্গে কাজ করেছেন গেমার আর সমালোচকদের কাছে সমাদৃত পরিচালক হিদেতাকা মিয়াজাকি।
এলডেন রিং–এর কারিগরি দিকগুলোতে কাজ করেছেন জনপ্রিয় অ্যাকশন রোল প্লেয়িং গেম ‘ডার্ক সোলস’ সিরিজের প্রকৌশলীরা। গেমের পটভূমি, দৃশ্যায়ন আর সার্বিক অভিজ্ঞতা দিয়ে গেমারদের মুগ্ধ করেছে জাপানি ভিডিও গেম ডেভেলপমেন্ট কোম্পানি ‘ফ্রম সফটওয়্যার’-এর রোল প্লেইং গেমটি।
সাম্প্রতিক বছরগুলোতে গেমিং ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটিতে পরিণত হয়েছে ‘দ্য গেম অ্যাওয়ার্ডস’। এই অনুষ্ঠানে বছরের সেরা গেমগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া নতুন গেমের বাজারে আসার ঘোষণার পাশাপাশি গেমের ট্রেলারও মুক্তি পায় এ আয়োজনে। এ বছরও ব্যতিক্রম ছিল না।
সমালোচকদেরও মন জিতেছে এলডেন রিং। গেমের রিভিউ তথা সমালোচনা সংগ্রহ এবং প্রকাশভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিকের তথ্য অনুযায়ী, সমালোচকদের কাছ থেকে গড়ে ৯৬ শতাংশ নম্বর পেয়েছে গেমটি। এ বছরের ‘গেম অ্যাওয়ার্ডস’-এ সব মিলিয়ে চারটি পুরস্কার জিতেছে এলডেন রিং। বর্ষসেরা গেমের স্বীকৃতি ছাড়াও ‘বেস্ট গেম নির্দেশনা’ এবং ‘বেস্ট শিল্প নির্দেশনা’ ছাড়াও ‘বেস্ট রোল প্লেয়িং গেম’ ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে এলডেন রিং।
‘দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২২’ আয়োজনে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ গেমের পুরস্কার জিতেছে ‘এলডেন রিং’। বছরের সেরা গেমের তকমা জিতে নিতে ডার্ক ফ্যান্টাসি ঘরানার এলডেন রিং–কে হারাতে হয়েছে ‘গড অব ওয়ার: রাগনারক’, ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’ আর ‘স্ট্রে’-এর মতো জনপ্রিয় আর ব্যবসাসফল গেমগুলোকে।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বছরজুড়েই গেমিং দুনিয়া আর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে গেমারদের আলোচনায় ছিল এলডেন রিং। গেমটি নির্মাণে জনপ্রিয় ফ্যান্টাসি লেখক ‘গেম অব থ্রোনস’–এর স্রষ্টা জর্জ আর আর মার্টিনের সঙ্গে কাজ করেছেন গেমার আর সমালোচকদের কাছে সমাদৃত পরিচালক হিদেতাকা মিয়াজাকি।
এলডেন রিং–এর কারিগরি দিকগুলোতে কাজ করেছেন জনপ্রিয় অ্যাকশন রোল প্লেয়িং গেম ‘ডার্ক সোলস’ সিরিজের প্রকৌশলীরা। গেমের পটভূমি, দৃশ্যায়ন আর সার্বিক অভিজ্ঞতা দিয়ে গেমারদের মুগ্ধ করেছে জাপানি ভিডিও গেম ডেভেলপমেন্ট কোম্পানি ‘ফ্রম সফটওয়্যার’-এর রোল প্লেইং গেমটি।
সাম্প্রতিক বছরগুলোতে গেমিং ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটিতে পরিণত হয়েছে ‘দ্য গেম অ্যাওয়ার্ডস’। এই অনুষ্ঠানে বছরের সেরা গেমগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া নতুন গেমের বাজারে আসার ঘোষণার পাশাপাশি গেমের ট্রেলারও মুক্তি পায় এ আয়োজনে। এ বছরও ব্যতিক্রম ছিল না।
সমালোচকদেরও মন জিতেছে এলডেন রিং। গেমের রিভিউ তথা সমালোচনা সংগ্রহ এবং প্রকাশভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিকের তথ্য অনুযায়ী, সমালোচকদের কাছ থেকে গড়ে ৯৬ শতাংশ নম্বর পেয়েছে গেমটি। এ বছরের ‘গেম অ্যাওয়ার্ডস’-এ সব মিলিয়ে চারটি পুরস্কার জিতেছে এলডেন রিং। বর্ষসেরা গেমের স্বীকৃতি ছাড়াও ‘বেস্ট গেম নির্দেশনা’ এবং ‘বেস্ট শিল্প নির্দেশনা’ ছাড়াও ‘বেস্ট রোল প্লেয়িং গেম’ ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে এলডেন রিং।
নিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৬ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগে