অনলাইন ডেস্ক
বৈদুত্যিক গাড়ির (ইভি) জন্য নতুন একটি ব্যাটারি তৈরি করেছে চীনের কোম্পানি জেইকার। টেসলা কোম্পানির ব্যাটারির চেয়েও এটি দ্রুতগতিতে চার্জ হবে বলে দাবি করছে কোম্পানিটি। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কোম্পানি বলছে, আলট্রা ফাস্ট চার্জিং স্টেশনগুলো ব্যবহার করে মাত্র ১০ মিনিটের মধ্যে আপগ্রেড করা ব্যাটারিগুলো ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
কোম্পানির ২০২৫ ০০৭ সেডান মডেলটিতে নতুন ব্যাটারি ব্যবহার করবে জেইকার। এই মডেল আগামী সপ্তাহ থেকে বাজারে পাওয়া যাবে।
অপরদিকে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা দাবি করে যে, টেসলার ‘৩ কে’ মডেল ১৫ মিনিটের চার্জে ১৭৫ মাইল (২৮২ কিমি) পর্যন্ত যেতে পারে, যা সম্পূর্ণ চার্জে গাড়ির মোট ক্ষমতার অর্ধেক।
কনসালটেন্সি ফার্ম সিনো অটো ইনসাইটসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক টিউ লে বলেন, এখন এই শিল্পের শীর্ষ অবস্থানে নেই টেসলার চার্জিং টেকনোলজি এবং তা বেশ কিছু সময় ধরেই নেই। জেইকারের জোরালো দাবিগুলো বিশ্বাসযোগ্য। যদি এটি বিশ্বের দ্রুততম চার্জিং ইভি ব্যাটারি নাও হলেও দ্রুত চার্জের ক্ষেত্রে কোম্পানির একটি বড় অর্জন এটি।
কোম্পানি বলেছে, ঠান্ডা আবহাওয়াতেও ব্যাটারিটি দ্রুত চার্জ হবে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস এর কম তাপমাত্রায় আধা ঘণ্টারও কম সময়ে ব্যাটারিটি ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ চার্জ হয়।
জেইকার বলছে, কোম্পানিটি চীনের প্রায় ৫০০ টিরও বেশি আলট্রা–ফাস্ট চার্জিং স্টেশন স্থাপন করেছে ও চলতি বছরের শেষে এই সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালে আরও ১০ হাজার আলট্রা–ফাস্ট চার্জিং পরিচালনা করবে জেইকার।
চীনের বড় গাড়ি নির্মাতা কোম্পানি ‘গিলি’ এর মালিকাধীন হলো জেইকার। যুক্তরাজ্য-ভিত্তিক বিলাসবহুল স্পোর্টস কার ব্র্যান্ড লোটাস ও সুইডেনের ভলভোরও মালিক গিলি।
নিউইর্য়ক স্টক এক্সচেঞ্জে গত মে মাসে শেয়ার ব্যবসা শুরু করে জেকার। ২০২১ সালের পর এটিই কোনো চীনা কোম্পানির মার্কিন বাজারে আত্মপ্রকাশ।
বাইডেন প্রশাসনের চীনা তৈরি বৈদ্যুতিক গাড়ি, সৌর প্যানেল, ইস্পাত এবং অন্যান্য পণ্যের উপর বড় শুল্ক বৃদ্ধির ঘোষণা দেওয়ার কয়েক দিন আগে এই তালিকা প্রকাশ পেয়েছে।
হোয়াইট হাউস বলেছে, মার্কিন নাগরিকদের চাকরি রক্ষা ও অন্যায্য নীতির প্রতিক্রিয়ায় চীন থেকে বৈদুতিক গাড়ি আমদানির ওপর ১০০ শতাংশ বর্ডার ট্যাক্স চালু করার নীতি গ্রহণ করা হয়েছে।
চীনের ইভি কোম্পানিগুলো দ্রুত বিদেশি বাজার দখল করছে। বিষয়টি ক্রমশ উদ্বিগ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য প্রধান গাড়ি বাজারগুলো।
বৈদুত্যিক গাড়ির (ইভি) জন্য নতুন একটি ব্যাটারি তৈরি করেছে চীনের কোম্পানি জেইকার। টেসলা কোম্পানির ব্যাটারির চেয়েও এটি দ্রুতগতিতে চার্জ হবে বলে দাবি করছে কোম্পানিটি। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কোম্পানি বলছে, আলট্রা ফাস্ট চার্জিং স্টেশনগুলো ব্যবহার করে মাত্র ১০ মিনিটের মধ্যে আপগ্রেড করা ব্যাটারিগুলো ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
কোম্পানির ২০২৫ ০০৭ সেডান মডেলটিতে নতুন ব্যাটারি ব্যবহার করবে জেইকার। এই মডেল আগামী সপ্তাহ থেকে বাজারে পাওয়া যাবে।
অপরদিকে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা দাবি করে যে, টেসলার ‘৩ কে’ মডেল ১৫ মিনিটের চার্জে ১৭৫ মাইল (২৮২ কিমি) পর্যন্ত যেতে পারে, যা সম্পূর্ণ চার্জে গাড়ির মোট ক্ষমতার অর্ধেক।
কনসালটেন্সি ফার্ম সিনো অটো ইনসাইটসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক টিউ লে বলেন, এখন এই শিল্পের শীর্ষ অবস্থানে নেই টেসলার চার্জিং টেকনোলজি এবং তা বেশ কিছু সময় ধরেই নেই। জেইকারের জোরালো দাবিগুলো বিশ্বাসযোগ্য। যদি এটি বিশ্বের দ্রুততম চার্জিং ইভি ব্যাটারি নাও হলেও দ্রুত চার্জের ক্ষেত্রে কোম্পানির একটি বড় অর্জন এটি।
কোম্পানি বলেছে, ঠান্ডা আবহাওয়াতেও ব্যাটারিটি দ্রুত চার্জ হবে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস এর কম তাপমাত্রায় আধা ঘণ্টারও কম সময়ে ব্যাটারিটি ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ চার্জ হয়।
জেইকার বলছে, কোম্পানিটি চীনের প্রায় ৫০০ টিরও বেশি আলট্রা–ফাস্ট চার্জিং স্টেশন স্থাপন করেছে ও চলতি বছরের শেষে এই সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালে আরও ১০ হাজার আলট্রা–ফাস্ট চার্জিং পরিচালনা করবে জেইকার।
চীনের বড় গাড়ি নির্মাতা কোম্পানি ‘গিলি’ এর মালিকাধীন হলো জেইকার। যুক্তরাজ্য-ভিত্তিক বিলাসবহুল স্পোর্টস কার ব্র্যান্ড লোটাস ও সুইডেনের ভলভোরও মালিক গিলি।
নিউইর্য়ক স্টক এক্সচেঞ্জে গত মে মাসে শেয়ার ব্যবসা শুরু করে জেকার। ২০২১ সালের পর এটিই কোনো চীনা কোম্পানির মার্কিন বাজারে আত্মপ্রকাশ।
বাইডেন প্রশাসনের চীনা তৈরি বৈদ্যুতিক গাড়ি, সৌর প্যানেল, ইস্পাত এবং অন্যান্য পণ্যের উপর বড় শুল্ক বৃদ্ধির ঘোষণা দেওয়ার কয়েক দিন আগে এই তালিকা প্রকাশ পেয়েছে।
হোয়াইট হাউস বলেছে, মার্কিন নাগরিকদের চাকরি রক্ষা ও অন্যায্য নীতির প্রতিক্রিয়ায় চীন থেকে বৈদুতিক গাড়ি আমদানির ওপর ১০০ শতাংশ বর্ডার ট্যাক্স চালু করার নীতি গ্রহণ করা হয়েছে।
চীনের ইভি কোম্পানিগুলো দ্রুত বিদেশি বাজার দখল করছে। বিষয়টি ক্রমশ উদ্বিগ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য প্রধান গাড়ি বাজারগুলো।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১০ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১২ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৪ ঘণ্টা আগে