বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে চ্যাটিং ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটিতে গ্রুপ তৈরি করেও চ্যাটিং, ভিডিও বা ছবি আদান প্রদান করে থাকেন অনেকেই। আবার নির্দিষ্ট বিষয়ে মতামত বা প্রশ্নের উত্তর জানতে গ্রুপের সদস্যদের মতামত নেওয়া হয়। এ জন্য হোয়াটসঅ্যাপের পোল সুবিধা ব্যবহার করা হয়।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের হোয়াটসঅ্যাপ পোল ফিচারটি ব্যবহার করা যায়। হোয়াটসঅ্যাপে পোল তৈরি করা খুব সহজ। তবে হোয়াটসঅ্যাপের সবশেষ আপডেটটি ইনস্টল করা আছে কি না তা নিশ্চিত করতে হবে। না থাকলে গুগল প্লে-স্টোর বা অ্যাপল স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে।
অ্যান্ড্রয়েড ফোনে পোল তৈরি করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন।
২. এরপর ব্যক্তিগত চ্যাট বা গ্রুপ চ্যাট যেখানে পোল চালু করতে চান সেই চ্যাটবক্সে প্রবেশ করতে হবে।
৩. নিচের ডান দিকে থাকা পেপার ক্লিপ আইকোনে ট্যাপ করুন। ফলে একটি ছোট মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘পোল’ বাটনে নির্বাচন করুন।
৫. এরপর ‘কোয়েশ্চন’ সেকশনে পোলের প্রশ্ন লিখুন।
৬. এর নিচের দিকে হ্যাঁ বা না অথবা কয়েকটি উত্তরের অপশন লিখতে হবে।
৭. দুটির বেশি অপশন দিতে হলে ‘অ্যাড’ অপশনে ট্যাপ করুন।
সর্বোচ্চ ১২টি অপশন দেওয়া যাবে। অপশন গুলো ট্যাপ করে ধরে রেখে সামনে পেছনে সাজানো যাবে।
৮. এরপর ‘সেন্ড’ বাটনে ট্যাপ করলেই পোলটি অন্যদের কাছে প্রকাশিত হবে।
আইফোনে পোল তৈরি করবেন যেভাবে
১. আইফোনে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন।
২. এরপর নিচের দিকে বাম পাশে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৩. মেনু চালু হলে এর থেকে ‘পোল’ বাটন নির্বাচন করুন।
৪. এরপর ‘কোয়েশ্চন’ সেকশনে পোলের প্রশ্ন লিখুন।
এভাবে অ্যান্ড্রয়েড ফোনের মতো ৬ থেকে ৮ নম্বর ধাপগুলো অনুসরণ করুন।
উত্তরদাতা পোলের অপশন নির্বাচন করলেই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে তা জানা যাবে। আর ভিউ ভোটস অপশনে ট্যাপ করলে
পোল তৈরির পর একটি যেভাবে কাজ করবে
• অংশগ্রহণকারীরা পোলের পছন্দের মতো অপশনে ট্যাপ করে ভোট দিতে পারবে। কোন অপশনে কতটুকু ভোট পড়েছে তাও তারা দেখতে পারবে।
•যে পোল তৈরি করছেন তিনি পোলের ফলাফল দেখার জন্য পোলটিতে ট্যাপ করতে হবে। এর মাধ্যম কতজন কোন অপশন নির্বাচন করেছেন সেগুলোর বিস্তারিত তথ্য দেখা যাবে।
•একবার পোল তৈরি করলে সেন্ড করা হলে তা আর এডিটের অপশন নেই। তবে নতুন পোল তৈরি করে অতিরিক্ত তথ্য দেওয়া হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে চ্যাটিং ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটিতে গ্রুপ তৈরি করেও চ্যাটিং, ভিডিও বা ছবি আদান প্রদান করে থাকেন অনেকেই। আবার নির্দিষ্ট বিষয়ে মতামত বা প্রশ্নের উত্তর জানতে গ্রুপের সদস্যদের মতামত নেওয়া হয়। এ জন্য হোয়াটসঅ্যাপের পোল সুবিধা ব্যবহার করা হয়।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের হোয়াটসঅ্যাপ পোল ফিচারটি ব্যবহার করা যায়। হোয়াটসঅ্যাপে পোল তৈরি করা খুব সহজ। তবে হোয়াটসঅ্যাপের সবশেষ আপডেটটি ইনস্টল করা আছে কি না তা নিশ্চিত করতে হবে। না থাকলে গুগল প্লে-স্টোর বা অ্যাপল স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে।
অ্যান্ড্রয়েড ফোনে পোল তৈরি করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন।
২. এরপর ব্যক্তিগত চ্যাট বা গ্রুপ চ্যাট যেখানে পোল চালু করতে চান সেই চ্যাটবক্সে প্রবেশ করতে হবে।
৩. নিচের ডান দিকে থাকা পেপার ক্লিপ আইকোনে ট্যাপ করুন। ফলে একটি ছোট মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘পোল’ বাটনে নির্বাচন করুন।
৫. এরপর ‘কোয়েশ্চন’ সেকশনে পোলের প্রশ্ন লিখুন।
৬. এর নিচের দিকে হ্যাঁ বা না অথবা কয়েকটি উত্তরের অপশন লিখতে হবে।
৭. দুটির বেশি অপশন দিতে হলে ‘অ্যাড’ অপশনে ট্যাপ করুন।
সর্বোচ্চ ১২টি অপশন দেওয়া যাবে। অপশন গুলো ট্যাপ করে ধরে রেখে সামনে পেছনে সাজানো যাবে।
৮. এরপর ‘সেন্ড’ বাটনে ট্যাপ করলেই পোলটি অন্যদের কাছে প্রকাশিত হবে।
আইফোনে পোল তৈরি করবেন যেভাবে
১. আইফোনে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন।
২. এরপর নিচের দিকে বাম পাশে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৩. মেনু চালু হলে এর থেকে ‘পোল’ বাটন নির্বাচন করুন।
৪. এরপর ‘কোয়েশ্চন’ সেকশনে পোলের প্রশ্ন লিখুন।
এভাবে অ্যান্ড্রয়েড ফোনের মতো ৬ থেকে ৮ নম্বর ধাপগুলো অনুসরণ করুন।
উত্তরদাতা পোলের অপশন নির্বাচন করলেই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে তা জানা যাবে। আর ভিউ ভোটস অপশনে ট্যাপ করলে
পোল তৈরির পর একটি যেভাবে কাজ করবে
• অংশগ্রহণকারীরা পোলের পছন্দের মতো অপশনে ট্যাপ করে ভোট দিতে পারবে। কোন অপশনে কতটুকু ভোট পড়েছে তাও তারা দেখতে পারবে।
•যে পোল তৈরি করছেন তিনি পোলের ফলাফল দেখার জন্য পোলটিতে ট্যাপ করতে হবে। এর মাধ্যম কতজন কোন অপশন নির্বাচন করেছেন সেগুলোর বিস্তারিত তথ্য দেখা যাবে।
•একবার পোল তৈরি করলে সেন্ড করা হলে তা আর এডিটের অপশন নেই। তবে নতুন পোল তৈরি করে অতিরিক্ত তথ্য দেওয়া হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ডট বাংলা ডোমেইনে ই-মেইলের ব্যবহার। আজ মঙ্গলবার ইউনিভার্সেল অ্যাকসেপটেন্স দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) এর ব্যবহার শুরু করে। এ দিন ‘বিটিআরসি. বাংলা’ ডোমেইনে নিজস্ব ওয়েবসাইট এবং ইমেইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন বিটিআরসি...
২৬ মিনিট আগেবিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে আর্টিকেল বা নিবন্ধের সংখ্যা ৭০ লাখের কাছাকাছি। তবে দ্বিতীয় বৃহত্তম সংস্করণটি ফরাসি, স্প্যানিশ বা চীনা ভাষায় নয়—এটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে প্রচলিত স্থানীয় ভাষা সেবুয়ানোয় লেখা হয়েছে। এই সংস্করণের নিবন্ধসংখ্যা ৬০ লাখেরও বেশি।
৫ ঘণ্টা আগেসর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
৭ ঘণ্টা আগেমাত্র তিন মাস আগে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আর ১ উন্মোচন করে চীনের কোম্পানি ডিপসিক। এরই মধ্যে মডেলটি বিভিন্ন সেবা ও পণ্যে ব্যাপকভাবে প্রয়োগ করা করেছে। বিশেষ করে চীনে দেশপ্রেম ও প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে এই মডেল। তবে সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক দিক হলো—চীন সরকারের নজরদারি...
৭ ঘণ্টা আগে