আজকের পত্রিকা ডেস্ক
জাপানে তুলনামূলকভাবে জনসংখ্যা কমেছে। ফলে স্বাভাবিকভাবেই সেখানে প্রয়োজনীয় শ্রমিকের ঘাটতিও রয়েছে। অনেকেই আশা করছেন এই ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ইতিমধ্যেই অনেক কাজেই এআইয়ের ব্যবহার করা হচ্ছে দেশটিতে।
বিবিসি জানায়, জাপানে সাধারণত আংশিক নষ্ট, ক্ষতিগ্রস্ত, নিখুঁত নয় এমন পণ্য বিক্রি করাটা কঠিন। ফলে প্রতিটি পণ্যেই কঠোরভাবে মান যাচাই করাটা বাধ্যতামূলক। কিন্তু এ কাজে প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক প্রতিষ্ঠানই কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত প্রযুক্তির সহায়তা নিতে বাধ্য হচ্ছে।
উদাহরণস্বরূপ বলা যায়, করোনা মহামারির সময়ে দেশটির ওসাকা ওহশো নামের একটি ব্র্যান্ডের পণ্য গিওজার (একধরনের মমো) মান যাচাইয়ে জনবলের ঘাটতি দেয়। পণ্যের বাজার ধরে রাখতে এমন পরিস্থিতিতে এআইয়ের সহায়তা নেওয়ার কথা ভাবে প্রতিষ্ঠানটি। ২০২৩ সালের শুরুতে একটি উচ্চ প্রযুক্তিসম্পন্ন কারখানা খোলে তারা। এতে এআই-নিয়ন্ত্রিত ক্যামেরার মাধ্যমে ত্রুটিপূর্ণ গিওজা শনাক্ত করা হয়।
এ বিষয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠান ইট অ্যান্ড হোল্ডিংসের মুখপাত্র কেইকো হান্ডা বলেন, ‘এআইয়ের মাধ্যমে আমরা উৎপাদন ক্ষেত্রে জনশক্তি প্রায় ৩০ শতাংশ কমিয়েছি। আর অন্যগুলোর তুলনায় উচ্চ প্রযুক্তির ওই কারখানাটিতে উৎপাদন প্রায় দ্বিগুণ গতি পেয়েছে।’
সম্প্রতি টোকিওর একটি রেস্তোরাঁয় আই-রোবো নামের একটি এআই-চালিত বাবুর্চি রোবট চালু করেছে প্রতিষ্ঠানটি। যেহেতু শেফদের প্রশিক্ষণ দিতে সময় লাগে তাই কোম্পানি বলেছে, এআই প্রযুক্তি শ্রমের ঘাটতি সমস্যায় সাহায্য করবে।
বিশ্বব্যাপী এআইয়ের ব্যবহার বাড়ায় আশঙ্কা করা হচ্ছে, অনেক ক্ষেত্রে চাকরি হারাবে মানুষ। তবে এআইয়ের উপকারী দিকের কথাও বলছেন কেউ কেউ।
জাপানে তুলনামূলকভাবে জনসংখ্যা কমেছে। ফলে স্বাভাবিকভাবেই সেখানে প্রয়োজনীয় শ্রমিকের ঘাটতিও রয়েছে। অনেকেই আশা করছেন এই ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ইতিমধ্যেই অনেক কাজেই এআইয়ের ব্যবহার করা হচ্ছে দেশটিতে।
বিবিসি জানায়, জাপানে সাধারণত আংশিক নষ্ট, ক্ষতিগ্রস্ত, নিখুঁত নয় এমন পণ্য বিক্রি করাটা কঠিন। ফলে প্রতিটি পণ্যেই কঠোরভাবে মান যাচাই করাটা বাধ্যতামূলক। কিন্তু এ কাজে প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক প্রতিষ্ঠানই কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত প্রযুক্তির সহায়তা নিতে বাধ্য হচ্ছে।
উদাহরণস্বরূপ বলা যায়, করোনা মহামারির সময়ে দেশটির ওসাকা ওহশো নামের একটি ব্র্যান্ডের পণ্য গিওজার (একধরনের মমো) মান যাচাইয়ে জনবলের ঘাটতি দেয়। পণ্যের বাজার ধরে রাখতে এমন পরিস্থিতিতে এআইয়ের সহায়তা নেওয়ার কথা ভাবে প্রতিষ্ঠানটি। ২০২৩ সালের শুরুতে একটি উচ্চ প্রযুক্তিসম্পন্ন কারখানা খোলে তারা। এতে এআই-নিয়ন্ত্রিত ক্যামেরার মাধ্যমে ত্রুটিপূর্ণ গিওজা শনাক্ত করা হয়।
এ বিষয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠান ইট অ্যান্ড হোল্ডিংসের মুখপাত্র কেইকো হান্ডা বলেন, ‘এআইয়ের মাধ্যমে আমরা উৎপাদন ক্ষেত্রে জনশক্তি প্রায় ৩০ শতাংশ কমিয়েছি। আর অন্যগুলোর তুলনায় উচ্চ প্রযুক্তির ওই কারখানাটিতে উৎপাদন প্রায় দ্বিগুণ গতি পেয়েছে।’
সম্প্রতি টোকিওর একটি রেস্তোরাঁয় আই-রোবো নামের একটি এআই-চালিত বাবুর্চি রোবট চালু করেছে প্রতিষ্ঠানটি। যেহেতু শেফদের প্রশিক্ষণ দিতে সময় লাগে তাই কোম্পানি বলেছে, এআই প্রযুক্তি শ্রমের ঘাটতি সমস্যায় সাহায্য করবে।
বিশ্বব্যাপী এআইয়ের ব্যবহার বাড়ায় আশঙ্কা করা হচ্ছে, অনেক ক্ষেত্রে চাকরি হারাবে মানুষ। তবে এআইয়ের উপকারী দিকের কথাও বলছেন কেউ কেউ।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে