প্রযুক্তি ডেস্ক
সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১–এ নোটপ্যাডে ব্যাপক পরিবর্তন এনেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এই অ্যাপের উন্নয়নের কাজ এখনো চলমান। এর মধ্যে অ্যাপটির একটি নতুন ফিচার ফাঁস হয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মী ‘ভুল করে’ টুইট করে ফেলেছেন।
ওই কর্মীর টুইটার হ্যান্ডলে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, উইন্ডোজ ১১–এর নোটপ্যাডে আসছে ‘ট্যাব’ সুবিধা। ওই কর্মী মাইক্রোসফটের একজন জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, বেশ উৎসাহের সঙ্গে একটি ‘লাউডস্পিকার’ ইমোজিসহ নোটপ্যাডের নতুন সংস্করণের ছবি পোস্ট করে টুইট করেন ওই কর্মী। টুইটে লিখেছিলেন, ‘উইন্ডোজ ১১–এর নোটপ্যাডে এখন ট্যাব রয়েছে!’
টুইটটি কয়েক মিনিট পরেই ডিলিট করে দেন তিনি। তবে এরই মধ্যে ‘উইন্ডোজ সেন্ট্রাল’সহ বেশ কিছু কৌতূহলী টুইটার অ্যাকাউন্ট অনলাইনে এই তথ্য প্রকাশ করে। নোটপ্যাডের ওই স্ক্রিনশটে মাইক্রোসফটের অভ্যন্তরীণ সতর্কবার্তাও দেখা যাচ্ছে। সতর্কবার্তায় লেখা, ‘এটা গোপনীয়। কারও সঙ্গে ফিচারগুলো সম্পর্কে আলাপ করবেন না ও এর স্ক্রিনশট নেবেন না।’ সতর্কবার্তা থেকে ইঙ্গিত পাওয়া গেছে, ফিচারটি এখনো মাইক্রোসফটের পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
নোটপ্যাডে ফিচারটি চালু হলে ফাইল এক্সপ্লোরারের পর ‘ট্যাব ইন্টারফেস’ থাকা প্রথম ‘বিল্ট-ইন’ অ্যাপ হবে এটি। চলতি বছরের শুরুতে ফাইল এক্সপ্লোরারে এই ফিচার যোগ করে মাইক্রোসফট। চার বছর আগে ‘সেটস’ নামের এক ফিচারের মাধ্যমে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সব অ্যাপে ‘ট্যাব’ সুবিধা পরীক্ষা করেছিল মাইক্রোসফট। অ্যাপগুলোর মধ্যে নোটপ্যাড ও ফাইল এক্সপ্লোরারও ছিল। তবে মাইক্রোসফট এই প্রকল্প বাতিল করায় উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা সুবিধাটি পাননি।
সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১–এ নোটপ্যাডে ব্যাপক পরিবর্তন এনেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এই অ্যাপের উন্নয়নের কাজ এখনো চলমান। এর মধ্যে অ্যাপটির একটি নতুন ফিচার ফাঁস হয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মী ‘ভুল করে’ টুইট করে ফেলেছেন।
ওই কর্মীর টুইটার হ্যান্ডলে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, উইন্ডোজ ১১–এর নোটপ্যাডে আসছে ‘ট্যাব’ সুবিধা। ওই কর্মী মাইক্রোসফটের একজন জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, বেশ উৎসাহের সঙ্গে একটি ‘লাউডস্পিকার’ ইমোজিসহ নোটপ্যাডের নতুন সংস্করণের ছবি পোস্ট করে টুইট করেন ওই কর্মী। টুইটে লিখেছিলেন, ‘উইন্ডোজ ১১–এর নোটপ্যাডে এখন ট্যাব রয়েছে!’
টুইটটি কয়েক মিনিট পরেই ডিলিট করে দেন তিনি। তবে এরই মধ্যে ‘উইন্ডোজ সেন্ট্রাল’সহ বেশ কিছু কৌতূহলী টুইটার অ্যাকাউন্ট অনলাইনে এই তথ্য প্রকাশ করে। নোটপ্যাডের ওই স্ক্রিনশটে মাইক্রোসফটের অভ্যন্তরীণ সতর্কবার্তাও দেখা যাচ্ছে। সতর্কবার্তায় লেখা, ‘এটা গোপনীয়। কারও সঙ্গে ফিচারগুলো সম্পর্কে আলাপ করবেন না ও এর স্ক্রিনশট নেবেন না।’ সতর্কবার্তা থেকে ইঙ্গিত পাওয়া গেছে, ফিচারটি এখনো মাইক্রোসফটের পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
নোটপ্যাডে ফিচারটি চালু হলে ফাইল এক্সপ্লোরারের পর ‘ট্যাব ইন্টারফেস’ থাকা প্রথম ‘বিল্ট-ইন’ অ্যাপ হবে এটি। চলতি বছরের শুরুতে ফাইল এক্সপ্লোরারে এই ফিচার যোগ করে মাইক্রোসফট। চার বছর আগে ‘সেটস’ নামের এক ফিচারের মাধ্যমে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সব অ্যাপে ‘ট্যাব’ সুবিধা পরীক্ষা করেছিল মাইক্রোসফট। অ্যাপগুলোর মধ্যে নোটপ্যাড ও ফাইল এক্সপ্লোরারও ছিল। তবে মাইক্রোসফট এই প্রকল্প বাতিল করায় উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা সুবিধাটি পাননি।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে