ফোন চুরি ঠেকাতে গুগলের তিন ফিচার, কাজ করবে যেভাবে 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১৪: ৩২

চুরি ঠেকাতে অ্যান্ড্রয়েড ফোনের জন্য একই সঙ্গে তিনটি ফিচার চালু করছে টেক জায়ান্ট গুগল। এসব অ্যান্টি–থেফট বা চুরি প্রতিরোধী ফিচারগুলো অ্যান্ড্রয়েড ১০ বা এর পর পরবর্তী অপারেটিং সিস্টেম সমর্থিত স্মার্টফোনে পাওয়া যাবে। ডিভাইসের নিরাপত্তা ও ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা দেবে নতুন ফিচারগুলো। 

চলতি বছরের শুরুতে গুগল তার বার্ষিক আই/ও সম্মেলনে ফিচারগুলো উন্মোচন করে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল জানিয়েছে, ব্যবহারকারীদের কাছে ফিচারগুলো দ্রুত পৌঁছাতে ‘প্লে সার্ভিস’ ব্যবহার করবে গুগল। 

এর আগে অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশাল রহমান দাবি করেন যে, ব্রাজিলে জুন মাস থেকে অ্যান্টি থেফট ফিচারগুলো পরীক্ষামূলকভাবে চালু করেছে গুগল। পরবর্তীতে পিক্সেলের মতো কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে এসব ফিচার চালু করা হয়। 

তবে নতুন বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, থেফট ডিটেকশন ফিচার আরও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য চালু করা হবে। 

থেফট ডিটেকশন লক
এই ফিচারটি ডিভাইসের সেন্সর, ওয়াইফাই এবং স্মার্ট ডিভাইস সংযোগ ব্যবহার করে কাজ করে। ফোনটি ব্যবহারের সময় ও আনলক অবস্থায় কেউ হঠাৎ করে ব্যবহারকারী ফোনটি কেড়ে নিলে ফিচারটি ফোনকে লক করে দেবে। 

অফলাইন ডিভাইস লক
লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে ফোনের ইন্টারনেট বন্ধ করে অনেক চোর। এসব ক্ষেত্রে গুগলের নতুন ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারটি সক্রিয় হবে। 

রিমোট লক 
রিমোট লক ফিচারটি ব্যবহার করে আপনি আপনার চুরি হওয়া ফোনটি পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারেন। ফোন চুরি হওয়ার পর আপনি এই ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর ও সিকিউরিটি চ্যালেঞ্জ (পাসকোড, সিকিউরিটি প্রশ্ন, ফিঙ্গারপ্রিন্ট, ফোন নম্বর) দিতে হবে। 

ফিচারটি ফাইন্ড মাই ডিভাইস এ লগইন করার থেকে দ্রুত এবং সহজ। ফিচারটি ব্যবহারকারীদের দূর থেকে তাদের ডিভাইস লক করতে দেবে। 

এই প্রক্রিয়ার মাধ্যমে ফোনটি বন্ধ হয়ে যাওয়ার আগেই দ্রুত সতর্কতার ব্যবস্থা নিতে পারবেন এবং ফোনটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যেতে পারবেন। 

ফিচারগুলো গুগল প্লে সার্ভিসের বেটা সংস্করণে (২৪.৪০. ৩৩) দেখা গেছে। তবে শিগগিরই সবার অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারগুলো চালু হবে বলে আশা করা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। 

ফিচারগুলো চালু করতে অ্যান্ড্রয়েড সেটিংস থেকে ‘থেফট প্রোটেশন’ লিখে সার্চ করতে হবে। অথবা গুগল সার্ভিস পেজ থেকে অল সার্ভিস ট্যাব নির্বাচন করতে হবে। এরপর পারসোনাল অ্যান্ড ডিভাইস সেফটিতে ফিচারগুলো দেখা যাবে। তবে আপনার ডিভাইসে ফিচারগুলো এলেই কেবল এসব অপশন দেখা যাবে। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত