অনলাইন ডেস্ক
চুরি ঠেকাতে অ্যান্ড্রয়েড ফোনের জন্য একই সঙ্গে তিনটি ফিচার চালু করছে টেক জায়ান্ট গুগল। এসব অ্যান্টি–থেফট বা চুরি প্রতিরোধী ফিচারগুলো অ্যান্ড্রয়েড ১০ বা এর পর পরবর্তী অপারেটিং সিস্টেম সমর্থিত স্মার্টফোনে পাওয়া যাবে। ডিভাইসের নিরাপত্তা ও ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা দেবে নতুন ফিচারগুলো।
চলতি বছরের শুরুতে গুগল তার বার্ষিক আই/ও সম্মেলনে ফিচারগুলো উন্মোচন করে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল জানিয়েছে, ব্যবহারকারীদের কাছে ফিচারগুলো দ্রুত পৌঁছাতে ‘প্লে সার্ভিস’ ব্যবহার করবে গুগল।
এর আগে অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশাল রহমান দাবি করেন যে, ব্রাজিলে জুন মাস থেকে অ্যান্টি থেফট ফিচারগুলো পরীক্ষামূলকভাবে চালু করেছে গুগল। পরবর্তীতে পিক্সেলের মতো কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে এসব ফিচার চালু করা হয়।
তবে নতুন বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, থেফট ডিটেকশন ফিচার আরও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য চালু করা হবে।
থেফট ডিটেকশন লক
এই ফিচারটি ডিভাইসের সেন্সর, ওয়াইফাই এবং স্মার্ট ডিভাইস সংযোগ ব্যবহার করে কাজ করে। ফোনটি ব্যবহারের সময় ও আনলক অবস্থায় কেউ হঠাৎ করে ব্যবহারকারী ফোনটি কেড়ে নিলে ফিচারটি ফোনকে লক করে দেবে।
অফলাইন ডিভাইস লক
লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে ফোনের ইন্টারনেট বন্ধ করে অনেক চোর। এসব ক্ষেত্রে গুগলের নতুন ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারটি সক্রিয় হবে।
রিমোট লক
রিমোট লক ফিচারটি ব্যবহার করে আপনি আপনার চুরি হওয়া ফোনটি পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারেন। ফোন চুরি হওয়ার পর আপনি এই ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর ও সিকিউরিটি চ্যালেঞ্জ (পাসকোড, সিকিউরিটি প্রশ্ন, ফিঙ্গারপ্রিন্ট, ফোন নম্বর) দিতে হবে।
ফিচারটি ফাইন্ড মাই ডিভাইস এ লগইন করার থেকে দ্রুত এবং সহজ। ফিচারটি ব্যবহারকারীদের দূর থেকে তাদের ডিভাইস লক করতে দেবে।
এই প্রক্রিয়ার মাধ্যমে ফোনটি বন্ধ হয়ে যাওয়ার আগেই দ্রুত সতর্কতার ব্যবস্থা নিতে পারবেন এবং ফোনটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যেতে পারবেন।
ফিচারগুলো গুগল প্লে সার্ভিসের বেটা সংস্করণে (২৪.৪০. ৩৩) দেখা গেছে। তবে শিগগিরই সবার অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারগুলো চালু হবে বলে আশা করা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
ফিচারগুলো চালু করতে অ্যান্ড্রয়েড সেটিংস থেকে ‘থেফট প্রোটেশন’ লিখে সার্চ করতে হবে। অথবা গুগল সার্ভিস পেজ থেকে অল সার্ভিস ট্যাব নির্বাচন করতে হবে। এরপর পারসোনাল অ্যান্ড ডিভাইস সেফটিতে ফিচারগুলো দেখা যাবে। তবে আপনার ডিভাইসে ফিচারগুলো এলেই কেবল এসব অপশন দেখা যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
চুরি ঠেকাতে অ্যান্ড্রয়েড ফোনের জন্য একই সঙ্গে তিনটি ফিচার চালু করছে টেক জায়ান্ট গুগল। এসব অ্যান্টি–থেফট বা চুরি প্রতিরোধী ফিচারগুলো অ্যান্ড্রয়েড ১০ বা এর পর পরবর্তী অপারেটিং সিস্টেম সমর্থিত স্মার্টফোনে পাওয়া যাবে। ডিভাইসের নিরাপত্তা ও ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা দেবে নতুন ফিচারগুলো।
চলতি বছরের শুরুতে গুগল তার বার্ষিক আই/ও সম্মেলনে ফিচারগুলো উন্মোচন করে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল জানিয়েছে, ব্যবহারকারীদের কাছে ফিচারগুলো দ্রুত পৌঁছাতে ‘প্লে সার্ভিস’ ব্যবহার করবে গুগল।
এর আগে অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশাল রহমান দাবি করেন যে, ব্রাজিলে জুন মাস থেকে অ্যান্টি থেফট ফিচারগুলো পরীক্ষামূলকভাবে চালু করেছে গুগল। পরবর্তীতে পিক্সেলের মতো কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে এসব ফিচার চালু করা হয়।
তবে নতুন বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, থেফট ডিটেকশন ফিচার আরও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য চালু করা হবে।
থেফট ডিটেকশন লক
এই ফিচারটি ডিভাইসের সেন্সর, ওয়াইফাই এবং স্মার্ট ডিভাইস সংযোগ ব্যবহার করে কাজ করে। ফোনটি ব্যবহারের সময় ও আনলক অবস্থায় কেউ হঠাৎ করে ব্যবহারকারী ফোনটি কেড়ে নিলে ফিচারটি ফোনকে লক করে দেবে।
অফলাইন ডিভাইস লক
লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে ফোনের ইন্টারনেট বন্ধ করে অনেক চোর। এসব ক্ষেত্রে গুগলের নতুন ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারটি সক্রিয় হবে।
রিমোট লক
রিমোট লক ফিচারটি ব্যবহার করে আপনি আপনার চুরি হওয়া ফোনটি পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারেন। ফোন চুরি হওয়ার পর আপনি এই ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর ও সিকিউরিটি চ্যালেঞ্জ (পাসকোড, সিকিউরিটি প্রশ্ন, ফিঙ্গারপ্রিন্ট, ফোন নম্বর) দিতে হবে।
ফিচারটি ফাইন্ড মাই ডিভাইস এ লগইন করার থেকে দ্রুত এবং সহজ। ফিচারটি ব্যবহারকারীদের দূর থেকে তাদের ডিভাইস লক করতে দেবে।
এই প্রক্রিয়ার মাধ্যমে ফোনটি বন্ধ হয়ে যাওয়ার আগেই দ্রুত সতর্কতার ব্যবস্থা নিতে পারবেন এবং ফোনটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যেতে পারবেন।
ফিচারগুলো গুগল প্লে সার্ভিসের বেটা সংস্করণে (২৪.৪০. ৩৩) দেখা গেছে। তবে শিগগিরই সবার অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারগুলো চালু হবে বলে আশা করা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
ফিচারগুলো চালু করতে অ্যান্ড্রয়েড সেটিংস থেকে ‘থেফট প্রোটেশন’ লিখে সার্চ করতে হবে। অথবা গুগল সার্ভিস পেজ থেকে অল সার্ভিস ট্যাব নির্বাচন করতে হবে। এরপর পারসোনাল অ্যান্ড ডিভাইস সেফটিতে ফিচারগুলো দেখা যাবে। তবে আপনার ডিভাইসে ফিচারগুলো এলেই কেবল এসব অপশন দেখা যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৩ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৬ ঘণ্টা আগে