Ajker Patrika

ই-মেইল নোটিফায়ার

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৪ মে ২০২৪, ১৩: ০০
ই-মেইল নোটিফায়ার

এখন অনেকের একাধিক মেইল অ্যাকাউন্ট থাকে। তার সব কটিই কাজের। প্রতিদিন পাসওয়ার্ড দিয়ে এগুলো ওপেন করতে হয় নতুন কোনো মেইল এল কি না, তা দেখার জন্য।

এই ঝামেলা থেকে মুক্ত থাকতে ব্যবহার করা যেতে পারে মাল্টি ই-মেল নোটিফায়ার নামক একটি সফটওয়্যার। এর কাজ হলো ব্যবহারকারীর একাধিক ই-মেইল আইডিতে নতুন মেইল আসা মাত্রই শব্দ করে ডেস্কটপ বা মোবাইল ফোনের নোটিফিকেশন অ্যালার্টের মাধ্যমে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করা।

এটি ব্যবহার করলে ব্যবহারকারীর সব আইডিতে আসা নতুন মেইলের নোটিফিকেশন দেখা যাবে। এর জন্য ব্যবহারকারীর তেমন কিছুই করতে হবে না। একবার ডিভাইসে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখলেই হবে। তারপর নোটিফায়ার সফটওয়্যারটি অটোমেটিক ১০ মিনিট পর পর চেক করে জানিয়ে দেবে নতুন মেইলের কথা।

অন্যান্য সুবিধা

  • সফটওয়্যারটিতে জিমেইল, হট মেইল, লাইভ, ইয়াহু ইত্যাদি জনপ্রিয় সব প্রোভাইডারের নোটিফিকেশন পাওয়া যাবে।
  • নোটিফিকেশনে একই সঙ্গে সাবজেক্ট, প্রেরক ও সময় দেখার সুযোগ পাওয়া যাবে।
  • পছন্দ অনুযায়ী নোটিফিকেশন সাউন্ড সিলেক্ট করা যাবে।
  • একাধিক ই-মেইল আইডি যুক্ত করা যাবে।
  • সর্বোচ্চ নিরাপদ সিকিউরিটি সিস্টেম।
  • ব্যাকআপ রাখার সুবিধা পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত