অনলাইন ডেস্ক
অবশেষে বাজারে এসেছে বিশ্বের প্রথম সাইবারট্রাক। বেশ কয়েক বছর দেরি হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখল ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এই উদ্যোগ। শনিবার টেসলার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টেক্সাসের অস্টিনে অবস্থিত টেসলার প্ল্যান্টে বৈদ্যুতিক এই ট্রাকটি নির্মাণ করা হয়। সাইবারট্রাক হলো এমন এক ধরনের বৈদ্যুতিক গাড়ি যা ট্রাকের মতো কিছু সুবিধা দিলেও এর গতি এবং অন্যান্য সুবিধা থাকে স্পোর্টস কারের মতো।
টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ২০১৯ সালে প্রথমবারের মতো সাইবারট্রাক নামে বৈদ্যুতিক পিকআপ ট্রাকের ঘোষণা দেন। সে সময় তিনটি মডেলের কথা জানিয়েছিলেন তিনি। কয়েকটি ট্রাক বাজারেও নামানো হয়েছিল। কিন্তু গাড়িটির নকশাকারকেরা আর্মার গ্লাসে তৈরি গাড়িটির জানালার কাচকে ‘অভঙ্গুর’ বললেও তাতে ফাটল দেখা গিয়েছিল। পরে সে যাত্রায় সাইবার ট্রাক উৎপাদনের সময়সীমা আরও পিছিয়ে দেওয়া হয়।
এরপর বেশ কয়েক দফায় উৎপাদন পিছিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে ইলন মাস্ক জানান, বেশ কিছু উপকরণের দুষ্প্রাপ্যতার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। অবশেষে চলতি বছরের মে মাসে শেয়ারহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে মাস্ক জানান, চলতি বছরই সাইবারট্রাক বাজারে আসবে এবং গ্রাহক চাহিদার ভিত্তিতে বছরে আড়াই লাখ সাইবার ট্রাক উৎপাদন করা সম্ভব হবে।
সাইবারট্রাক বাজারে আনায় টেসলাকে যুক্তরাষ্ট্রের বাজারের সবচেয়ে বেশি লাভজনক ইলেকট্রনিক ভেহিকল বিক্রেতা হিসেবে শক্ত আসন গড়ার সুযোগ দেবে। বিশেষ করে ফোর্ড মটরস, রিভিয়ান অটোমেটিভসের মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভালোভাবে টিকে থাকার ক্ষেত্রে আলাদা সুবিধা দেবে।
অবশেষে বাজারে এসেছে বিশ্বের প্রথম সাইবারট্রাক। বেশ কয়েক বছর দেরি হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখল ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এই উদ্যোগ। শনিবার টেসলার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টেক্সাসের অস্টিনে অবস্থিত টেসলার প্ল্যান্টে বৈদ্যুতিক এই ট্রাকটি নির্মাণ করা হয়। সাইবারট্রাক হলো এমন এক ধরনের বৈদ্যুতিক গাড়ি যা ট্রাকের মতো কিছু সুবিধা দিলেও এর গতি এবং অন্যান্য সুবিধা থাকে স্পোর্টস কারের মতো।
টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ২০১৯ সালে প্রথমবারের মতো সাইবারট্রাক নামে বৈদ্যুতিক পিকআপ ট্রাকের ঘোষণা দেন। সে সময় তিনটি মডেলের কথা জানিয়েছিলেন তিনি। কয়েকটি ট্রাক বাজারেও নামানো হয়েছিল। কিন্তু গাড়িটির নকশাকারকেরা আর্মার গ্লাসে তৈরি গাড়িটির জানালার কাচকে ‘অভঙ্গুর’ বললেও তাতে ফাটল দেখা গিয়েছিল। পরে সে যাত্রায় সাইবার ট্রাক উৎপাদনের সময়সীমা আরও পিছিয়ে দেওয়া হয়।
এরপর বেশ কয়েক দফায় উৎপাদন পিছিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে ইলন মাস্ক জানান, বেশ কিছু উপকরণের দুষ্প্রাপ্যতার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। অবশেষে চলতি বছরের মে মাসে শেয়ারহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে মাস্ক জানান, চলতি বছরই সাইবারট্রাক বাজারে আসবে এবং গ্রাহক চাহিদার ভিত্তিতে বছরে আড়াই লাখ সাইবার ট্রাক উৎপাদন করা সম্ভব হবে।
সাইবারট্রাক বাজারে আনায় টেসলাকে যুক্তরাষ্ট্রের বাজারের সবচেয়ে বেশি লাভজনক ইলেকট্রনিক ভেহিকল বিক্রেতা হিসেবে শক্ত আসন গড়ার সুযোগ দেবে। বিশেষ করে ফোর্ড মটরস, রিভিয়ান অটোমেটিভসের মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভালোভাবে টিকে থাকার ক্ষেত্রে আলাদা সুবিধা দেবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে