এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন একটি ফিচার যুক্ত করেছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম আমাজন। প্ল্যাটফর্মটির বাইরের ওয়েবসাইট থেকে বিক্রেতাদের তথ্য নিয়ে পণ্য বিক্রির জন্য আমাজনের ওয়েসসাইটে একটি পেজ তৈরি করে দেবে এই ফিচার। পেজটিতে পণ্যের ছবি ও বিস্তারিত তথ্যও যুক্ত করে দেবে এই জেনারেটিভ এআই।
আমাজনের বিশ্বব্যাপী বিক্রয় অভিজ্ঞতা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেরি বেথ ওয়েস্টমোরল্যান্ড বলেন, এই ফিচারের লক্ষ্য হল—একটি ভিন্ন ওয়েবসাইট থেকে আমাজনে পণ্য আনার ক্ষেত্রে বিক্রেতাদের সময় বাঁচানো।
বিক্রেতাদের সতর্ক করে আমাজন বলে, যদি তারা পণ্যের জন্য পেজ তৈরি করতে চান তাহলে তাদের ওয়েবসাইটের লিংক আমাজনের ওয়েবসাইটে পেস্ট করতে হবে। তবে এ জন্য অবশ্যই বিক্রেতাদের এই লিংকের মালিকানা থাকতে হবে বা লিংকের কনটেন্ট ব্যবহার করার লাইসেন্স থাকতে হবে। সেই সঙ্গে ওয়েবসাইটের মালিকানাকে বিক্রেতারা ভুলভাবে উপস্থাপন করলে তার বিরুদ্ধে আমাজন আইনি ব্যবস্থা নেবে।
ব্যবহারের জন্য ফিচারটি এখন ছাড়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বিক্রেতারা ফিচারটি ব্যবহার করতে পারবেন।
ওয়েস্টমোরল্যান্ড বলেন, এখন পর্যন্ত আমাজন যতগুলো এআই টুল চালু করেছে বিক্রেতারা তা গ্রহণ করেছে। যেমন: আমাজনের এআই দিয়ে তৈরি পণ্যের লিস্ট তৈরির সার্ভিসটি ‘প্রায় ৮০ শতাংশ’ বিক্রেতা ব্যবহার করেন। এআই দিয়ে পণ্যের লিস্ট তৈরির করার পর সেগুলো সামন্য এডিট করেন বিক্রেতারা।
বিগত কয়েক মাসে আমাজন অনেকগুলো এআই টুল উন্মোচন করেছে। বিক্রেতাদের জন্য এআই দিয়ে ছবি ও পণ্যের তালিকার টেক্সট তৈরি করার জন্য টুল নিয়ে এসেছে এই কোম্পানি।
গত মাসে ক্রেতাদের জন্য রুফাস নামের একটি এআই চ্যাটবট নিয়ে আসে আমাজন। এর মাধ্যমে পণ্য সম্পর্কে ক্রেতাদের প্রশ্নের উত্তর দিতে, একই পণ্য খুঁজে দিতে ও পণ্যের মধ্যে তুলনা করার জন্য এআই চ্যাটবটটির নকশা করা হয়েছে। তবে চ্যাটবটটি একদম নিখুঁত নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, চ্যাটবটটিকে নির্দেশনা দিলে এটি পণ্য নিয়ে ঠাট্টা করে ও গান তৈরি করে দেয়।
এআই প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে আমাজন। কোম্পানিটির ক্লাউড সেবা এডাব্লুএস (আমাজন ক্লাউড সার্ভিস) এআইভিত্তিক বিভিন্ন মডেল নিয়ে কাজ করছে। টেক্সট টু ইমেজ জেনারেটর মডেলও নিয়ে আসে আমাজন। আমাজন ক্লাউড সার্ভিস ইকমার্স প্ল্যাটফর্মের এআইকে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় শক্তি দেয়।
তথ্যসূত্র: দ্য ভার্জ
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন একটি ফিচার যুক্ত করেছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম আমাজন। প্ল্যাটফর্মটির বাইরের ওয়েবসাইট থেকে বিক্রেতাদের তথ্য নিয়ে পণ্য বিক্রির জন্য আমাজনের ওয়েসসাইটে একটি পেজ তৈরি করে দেবে এই ফিচার। পেজটিতে পণ্যের ছবি ও বিস্তারিত তথ্যও যুক্ত করে দেবে এই জেনারেটিভ এআই।
আমাজনের বিশ্বব্যাপী বিক্রয় অভিজ্ঞতা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেরি বেথ ওয়েস্টমোরল্যান্ড বলেন, এই ফিচারের লক্ষ্য হল—একটি ভিন্ন ওয়েবসাইট থেকে আমাজনে পণ্য আনার ক্ষেত্রে বিক্রেতাদের সময় বাঁচানো।
বিক্রেতাদের সতর্ক করে আমাজন বলে, যদি তারা পণ্যের জন্য পেজ তৈরি করতে চান তাহলে তাদের ওয়েবসাইটের লিংক আমাজনের ওয়েবসাইটে পেস্ট করতে হবে। তবে এ জন্য অবশ্যই বিক্রেতাদের এই লিংকের মালিকানা থাকতে হবে বা লিংকের কনটেন্ট ব্যবহার করার লাইসেন্স থাকতে হবে। সেই সঙ্গে ওয়েবসাইটের মালিকানাকে বিক্রেতারা ভুলভাবে উপস্থাপন করলে তার বিরুদ্ধে আমাজন আইনি ব্যবস্থা নেবে।
ব্যবহারের জন্য ফিচারটি এখন ছাড়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বিক্রেতারা ফিচারটি ব্যবহার করতে পারবেন।
ওয়েস্টমোরল্যান্ড বলেন, এখন পর্যন্ত আমাজন যতগুলো এআই টুল চালু করেছে বিক্রেতারা তা গ্রহণ করেছে। যেমন: আমাজনের এআই দিয়ে তৈরি পণ্যের লিস্ট তৈরির সার্ভিসটি ‘প্রায় ৮০ শতাংশ’ বিক্রেতা ব্যবহার করেন। এআই দিয়ে পণ্যের লিস্ট তৈরির করার পর সেগুলো সামন্য এডিট করেন বিক্রেতারা।
বিগত কয়েক মাসে আমাজন অনেকগুলো এআই টুল উন্মোচন করেছে। বিক্রেতাদের জন্য এআই দিয়ে ছবি ও পণ্যের তালিকার টেক্সট তৈরি করার জন্য টুল নিয়ে এসেছে এই কোম্পানি।
গত মাসে ক্রেতাদের জন্য রুফাস নামের একটি এআই চ্যাটবট নিয়ে আসে আমাজন। এর মাধ্যমে পণ্য সম্পর্কে ক্রেতাদের প্রশ্নের উত্তর দিতে, একই পণ্য খুঁজে দিতে ও পণ্যের মধ্যে তুলনা করার জন্য এআই চ্যাটবটটির নকশা করা হয়েছে। তবে চ্যাটবটটি একদম নিখুঁত নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, চ্যাটবটটিকে নির্দেশনা দিলে এটি পণ্য নিয়ে ঠাট্টা করে ও গান তৈরি করে দেয়।
এআই প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে আমাজন। কোম্পানিটির ক্লাউড সেবা এডাব্লুএস (আমাজন ক্লাউড সার্ভিস) এআইভিত্তিক বিভিন্ন মডেল নিয়ে কাজ করছে। টেক্সট টু ইমেজ জেনারেটর মডেলও নিয়ে আসে আমাজন। আমাজন ক্লাউড সার্ভিস ইকমার্স প্ল্যাটফর্মের এআইকে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় শক্তি দেয়।
তথ্যসূত্র: দ্য ভার্জ
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
১০ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১২ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৫ ঘণ্টা আগে