অনলাইন ডেস্ক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন একটি ফিচার যুক্ত করেছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম আমাজন। প্ল্যাটফর্মটির বাইরের ওয়েবসাইট থেকে বিক্রেতাদের তথ্য নিয়ে পণ্য বিক্রির জন্য আমাজনের ওয়েসসাইটে একটি পেজ তৈরি করে দেবে এই ফিচার। পেজটিতে পণ্যের ছবি ও বিস্তারিত তথ্যও যুক্ত করে দেবে এই জেনারেটিভ এআই।
আমাজনের বিশ্বব্যাপী বিক্রয় অভিজ্ঞতা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেরি বেথ ওয়েস্টমোরল্যান্ড বলেন, এই ফিচারের লক্ষ্য হল—একটি ভিন্ন ওয়েবসাইট থেকে আমাজনে পণ্য আনার ক্ষেত্রে বিক্রেতাদের সময় বাঁচানো।
বিক্রেতাদের সতর্ক করে আমাজন বলে, যদি তারা পণ্যের জন্য পেজ তৈরি করতে চান তাহলে তাদের ওয়েবসাইটের লিংক আমাজনের ওয়েবসাইটে পেস্ট করতে হবে। তবে এ জন্য অবশ্যই বিক্রেতাদের এই লিংকের মালিকানা থাকতে হবে বা লিংকের কনটেন্ট ব্যবহার করার লাইসেন্স থাকতে হবে। সেই সঙ্গে ওয়েবসাইটের মালিকানাকে বিক্রেতারা ভুলভাবে উপস্থাপন করলে তার বিরুদ্ধে আমাজন আইনি ব্যবস্থা নেবে।
ব্যবহারের জন্য ফিচারটি এখন ছাড়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বিক্রেতারা ফিচারটি ব্যবহার করতে পারবেন।
ওয়েস্টমোরল্যান্ড বলেন, এখন পর্যন্ত আমাজন যতগুলো এআই টুল চালু করেছে বিক্রেতারা তা গ্রহণ করেছে। যেমন: আমাজনের এআই দিয়ে তৈরি পণ্যের লিস্ট তৈরির সার্ভিসটি ‘প্রায় ৮০ শতাংশ’ বিক্রেতা ব্যবহার করেন। এআই দিয়ে পণ্যের লিস্ট তৈরির করার পর সেগুলো সামন্য এডিট করেন বিক্রেতারা।
বিগত কয়েক মাসে আমাজন অনেকগুলো এআই টুল উন্মোচন করেছে। বিক্রেতাদের জন্য এআই দিয়ে ছবি ও পণ্যের তালিকার টেক্সট তৈরি করার জন্য টুল নিয়ে এসেছে এই কোম্পানি।
গত মাসে ক্রেতাদের জন্য রুফাস নামের একটি এআই চ্যাটবট নিয়ে আসে আমাজন। এর মাধ্যমে পণ্য সম্পর্কে ক্রেতাদের প্রশ্নের উত্তর দিতে, একই পণ্য খুঁজে দিতে ও পণ্যের মধ্যে তুলনা করার জন্য এআই চ্যাটবটটির নকশা করা হয়েছে। তবে চ্যাটবটটি একদম নিখুঁত নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, চ্যাটবটটিকে নির্দেশনা দিলে এটি পণ্য নিয়ে ঠাট্টা করে ও গান তৈরি করে দেয়।
এআই প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে আমাজন। কোম্পানিটির ক্লাউড সেবা এডাব্লুএস (আমাজন ক্লাউড সার্ভিস) এআইভিত্তিক বিভিন্ন মডেল নিয়ে কাজ করছে। টেক্সট টু ইমেজ জেনারেটর মডেলও নিয়ে আসে আমাজন। আমাজন ক্লাউড সার্ভিস ইকমার্স প্ল্যাটফর্মের এআইকে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় শক্তি দেয়।
তথ্যসূত্র: দ্য ভার্জ
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন একটি ফিচার যুক্ত করেছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম আমাজন। প্ল্যাটফর্মটির বাইরের ওয়েবসাইট থেকে বিক্রেতাদের তথ্য নিয়ে পণ্য বিক্রির জন্য আমাজনের ওয়েসসাইটে একটি পেজ তৈরি করে দেবে এই ফিচার। পেজটিতে পণ্যের ছবি ও বিস্তারিত তথ্যও যুক্ত করে দেবে এই জেনারেটিভ এআই।
আমাজনের বিশ্বব্যাপী বিক্রয় অভিজ্ঞতা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেরি বেথ ওয়েস্টমোরল্যান্ড বলেন, এই ফিচারের লক্ষ্য হল—একটি ভিন্ন ওয়েবসাইট থেকে আমাজনে পণ্য আনার ক্ষেত্রে বিক্রেতাদের সময় বাঁচানো।
বিক্রেতাদের সতর্ক করে আমাজন বলে, যদি তারা পণ্যের জন্য পেজ তৈরি করতে চান তাহলে তাদের ওয়েবসাইটের লিংক আমাজনের ওয়েবসাইটে পেস্ট করতে হবে। তবে এ জন্য অবশ্যই বিক্রেতাদের এই লিংকের মালিকানা থাকতে হবে বা লিংকের কনটেন্ট ব্যবহার করার লাইসেন্স থাকতে হবে। সেই সঙ্গে ওয়েবসাইটের মালিকানাকে বিক্রেতারা ভুলভাবে উপস্থাপন করলে তার বিরুদ্ধে আমাজন আইনি ব্যবস্থা নেবে।
ব্যবহারের জন্য ফিচারটি এখন ছাড়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বিক্রেতারা ফিচারটি ব্যবহার করতে পারবেন।
ওয়েস্টমোরল্যান্ড বলেন, এখন পর্যন্ত আমাজন যতগুলো এআই টুল চালু করেছে বিক্রেতারা তা গ্রহণ করেছে। যেমন: আমাজনের এআই দিয়ে তৈরি পণ্যের লিস্ট তৈরির সার্ভিসটি ‘প্রায় ৮০ শতাংশ’ বিক্রেতা ব্যবহার করেন। এআই দিয়ে পণ্যের লিস্ট তৈরির করার পর সেগুলো সামন্য এডিট করেন বিক্রেতারা।
বিগত কয়েক মাসে আমাজন অনেকগুলো এআই টুল উন্মোচন করেছে। বিক্রেতাদের জন্য এআই দিয়ে ছবি ও পণ্যের তালিকার টেক্সট তৈরি করার জন্য টুল নিয়ে এসেছে এই কোম্পানি।
গত মাসে ক্রেতাদের জন্য রুফাস নামের একটি এআই চ্যাটবট নিয়ে আসে আমাজন। এর মাধ্যমে পণ্য সম্পর্কে ক্রেতাদের প্রশ্নের উত্তর দিতে, একই পণ্য খুঁজে দিতে ও পণ্যের মধ্যে তুলনা করার জন্য এআই চ্যাটবটটির নকশা করা হয়েছে। তবে চ্যাটবটটি একদম নিখুঁত নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, চ্যাটবটটিকে নির্দেশনা দিলে এটি পণ্য নিয়ে ঠাট্টা করে ও গান তৈরি করে দেয়।
এআই প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে আমাজন। কোম্পানিটির ক্লাউড সেবা এডাব্লুএস (আমাজন ক্লাউড সার্ভিস) এআইভিত্তিক বিভিন্ন মডেল নিয়ে কাজ করছে। টেক্সট টু ইমেজ জেনারেটর মডেলও নিয়ে আসে আমাজন। আমাজন ক্লাউড সার্ভিস ইকমার্স প্ল্যাটফর্মের এআইকে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় শক্তি দেয়।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৩ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৫ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৭ ঘণ্টা আগে