টি এইচ মাহির
এক্সটেনশন হলো ছোট ছোট সফটওয়্যার প্রোগ্রাম, যা আমাদের ব্রাউজিংয়ে সহায়তা করতে ব্যবহার করা হয়। ব্রাউজিং সহজ করতে কিংবা আমাদের কাজগুলো আরও দ্রুত করতে ব্যবহার করা হয় এক্সটেনশন। সে রকমই কিছু দরকারি এক্সটেনশন দিয়ে যাচাই করা যাবে তথ্য।
নিউজগার্ড
নিউজগার্ড সংবাদের সত্যতার ওপর ভিত্তি করে রেটিং এবং লেভেল দেয়। ক্রোমের ওয়েব স্টোর থেকে ব্রাউজারে যুক্ত করা যাবে এই এক্সটেনশন। তারপর সাইনআপ করে ব্যবহার করা যাবে। এই এক্সটেনশন গুগলে খবর পড়ার সময় ওয়েবসাইটগুলোর সংবাদের সত্যতার ওপর রেটিং দেয়। তা ছাড়া কোনো সংবাদ ভুল হলে তা চিহ্নিত করে। ব্যাখ্যাসহ ভুল সংবাদ চিহ্নিত করতে পারে নিউজগার্ড।
ইনভিড এবং উইভেরিফাই
ইন্টারন্যাশনাল ফ্যাক্টচেকিং নেটওয়ার্কের মতে, অনলাইনে ভুল তথ্য ধরার অন্যতম শক্তিশালী টুল এটি। এই এক্সটেনশন অনলাইনে শেয়ার করা ছবি এবং ভিডিও যাচাই করে। ডিপফেক শনাক্ত করে এবং ছবি বা ভিডিওর উৎস যাচাই করে। ভিডিওর মেটাডেটা বিশ্লেষণ করে যাচাই করে। ক্রোমে কোনো পেজ ভিজিটের সময় সেই পেজের ছবি ও ভিডিও যাচাই করা যাবে এই এক্সটেনশন টুল দিয়ে।
টিনআই
অনলাইনে ছবি যাচাই করার টুল টিনআই। ক্রোম ওয়েব স্টোরে পাওয়া যাবে এক্সটেনশন হিসেবে। ক্রোমে এই এক্সটেনশন যুক্ত করলেই ব্রাউজারে একটি অপশন যুক্ত হবে। কোনো পেজ স্ক্রল করার সময় কোনো ছবির ওপর মাউসের রাইট ক্লিক করলে টিনআইয়ের একটি অপশন আসবে ছবি যাচাই করার। সেখানে ক্লিক করলে ছবিটির উৎস, সম্পাদনার ইতিহাস এবং অনলাইনে এই ছবির আরও তথ্য পাওয়া যাবে। ক্রোম ওয়েবস্টোরে এক্সটেনশনটি ৪.৫ রেটিং পেয়েছে।
মিডিয়া বায়াস
সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষপাতদুষ্ট তথ্য যাচাই করবে মিডিয়া বায়াস ফ্যাক্ট চেকার। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলো থেকে পক্ষপাতদুষ্ট মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে। সেসব তথ্য যাচাই করবে এই এক্সটেনশন। তথ্যের উৎস এবং সত্যতা যাচাই
করে রেটিং দিয়ে থাকে এই এক্সটেনশন; বিশেষ করে ফেসবুক ও টুইটারের নিউজফিড স্ক্রলে তথ্য শনাক্তে সাহায্য করবে মিডিয়া বায়াস নামের এই এক্সটেনশন।
স্টপাগান্ডা প্লাস
স্টপাগান্ডা প্লাসও আরেকটি পক্ষপাতদুষ্ট তথ্য যাচাই করার এক্সটেনশন। এই এক্সটেনশন ফেসবুক ও টুইটার ছাড়াও ডাকডাক গো এবং রেডিটের মতো ওয়েবসাইটে কাজ করবে। ভুল তথ্য এবং পক্ষপাতমূলক তথ্য শনাক্তে কাজ করবে এটি।
তা ছাড়া সংবাদের রেটিংও দেবে। আবার পক্ষপাতের ট্যাগ দিয়ে পোস্ট শনাক্ত করবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ তথ্য যাচাইয়ে এই এক্সটেনশন সহায়ক হবে।
দ্য ফ্যাক্টচেকার
এই এক্সটেনশন শুধু মিথ্যা তথ্য নয়; ভুয়া লিংক, মেইল, হোয়াটসঅ্যাপ ওয়েবের মেসেজও যাচাই করে। প্রায় ১৫টি ভাষায় তথ্য যাচাই করতে পারে এটি। দ্য ফ্যাক্টচেকার অনেকটা ওয়েব ব্রাউজারের সহকারী হিসেবে কাজ করে। ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া, ই-মেইল বা মেসেজে প্রতারণামূলক লিংক শনাক্তে সহায়তা করে এটি। এই এক্সটেনশনটিও অপশন হিসেবে যুক্ত হবে ব্রাউজারে।
এক্সটেনশন হলো ছোট ছোট সফটওয়্যার প্রোগ্রাম, যা আমাদের ব্রাউজিংয়ে সহায়তা করতে ব্যবহার করা হয়। ব্রাউজিং সহজ করতে কিংবা আমাদের কাজগুলো আরও দ্রুত করতে ব্যবহার করা হয় এক্সটেনশন। সে রকমই কিছু দরকারি এক্সটেনশন দিয়ে যাচাই করা যাবে তথ্য।
নিউজগার্ড
নিউজগার্ড সংবাদের সত্যতার ওপর ভিত্তি করে রেটিং এবং লেভেল দেয়। ক্রোমের ওয়েব স্টোর থেকে ব্রাউজারে যুক্ত করা যাবে এই এক্সটেনশন। তারপর সাইনআপ করে ব্যবহার করা যাবে। এই এক্সটেনশন গুগলে খবর পড়ার সময় ওয়েবসাইটগুলোর সংবাদের সত্যতার ওপর রেটিং দেয়। তা ছাড়া কোনো সংবাদ ভুল হলে তা চিহ্নিত করে। ব্যাখ্যাসহ ভুল সংবাদ চিহ্নিত করতে পারে নিউজগার্ড।
ইনভিড এবং উইভেরিফাই
ইন্টারন্যাশনাল ফ্যাক্টচেকিং নেটওয়ার্কের মতে, অনলাইনে ভুল তথ্য ধরার অন্যতম শক্তিশালী টুল এটি। এই এক্সটেনশন অনলাইনে শেয়ার করা ছবি এবং ভিডিও যাচাই করে। ডিপফেক শনাক্ত করে এবং ছবি বা ভিডিওর উৎস যাচাই করে। ভিডিওর মেটাডেটা বিশ্লেষণ করে যাচাই করে। ক্রোমে কোনো পেজ ভিজিটের সময় সেই পেজের ছবি ও ভিডিও যাচাই করা যাবে এই এক্সটেনশন টুল দিয়ে।
টিনআই
অনলাইনে ছবি যাচাই করার টুল টিনআই। ক্রোম ওয়েব স্টোরে পাওয়া যাবে এক্সটেনশন হিসেবে। ক্রোমে এই এক্সটেনশন যুক্ত করলেই ব্রাউজারে একটি অপশন যুক্ত হবে। কোনো পেজ স্ক্রল করার সময় কোনো ছবির ওপর মাউসের রাইট ক্লিক করলে টিনআইয়ের একটি অপশন আসবে ছবি যাচাই করার। সেখানে ক্লিক করলে ছবিটির উৎস, সম্পাদনার ইতিহাস এবং অনলাইনে এই ছবির আরও তথ্য পাওয়া যাবে। ক্রোম ওয়েবস্টোরে এক্সটেনশনটি ৪.৫ রেটিং পেয়েছে।
মিডিয়া বায়াস
সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষপাতদুষ্ট তথ্য যাচাই করবে মিডিয়া বায়াস ফ্যাক্ট চেকার। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলো থেকে পক্ষপাতদুষ্ট মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে। সেসব তথ্য যাচাই করবে এই এক্সটেনশন। তথ্যের উৎস এবং সত্যতা যাচাই
করে রেটিং দিয়ে থাকে এই এক্সটেনশন; বিশেষ করে ফেসবুক ও টুইটারের নিউজফিড স্ক্রলে তথ্য শনাক্তে সাহায্য করবে মিডিয়া বায়াস নামের এই এক্সটেনশন।
স্টপাগান্ডা প্লাস
স্টপাগান্ডা প্লাসও আরেকটি পক্ষপাতদুষ্ট তথ্য যাচাই করার এক্সটেনশন। এই এক্সটেনশন ফেসবুক ও টুইটার ছাড়াও ডাকডাক গো এবং রেডিটের মতো ওয়েবসাইটে কাজ করবে। ভুল তথ্য এবং পক্ষপাতমূলক তথ্য শনাক্তে কাজ করবে এটি।
তা ছাড়া সংবাদের রেটিংও দেবে। আবার পক্ষপাতের ট্যাগ দিয়ে পোস্ট শনাক্ত করবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ তথ্য যাচাইয়ে এই এক্সটেনশন সহায়ক হবে।
দ্য ফ্যাক্টচেকার
এই এক্সটেনশন শুধু মিথ্যা তথ্য নয়; ভুয়া লিংক, মেইল, হোয়াটসঅ্যাপ ওয়েবের মেসেজও যাচাই করে। প্রায় ১৫টি ভাষায় তথ্য যাচাই করতে পারে এটি। দ্য ফ্যাক্টচেকার অনেকটা ওয়েব ব্রাউজারের সহকারী হিসেবে কাজ করে। ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া, ই-মেইল বা মেসেজে প্রতারণামূলক লিংক শনাক্তে সহায়তা করে এটি। এই এক্সটেনশনটিও অপশন হিসেবে যুক্ত হবে ব্রাউজারে।
ইসরায়েলি স্পাইওয়্যার প্রস্তুতকারক প্যারাগন সলিউশনসের সম্ভাব্য গ্রাহক হিসেবে অস্ট্রেলিয়া, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, ইসরায়েল এবং সিঙ্গাপুরের সরকারের নাম উঠে এসেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কানাডার একদল গবেষক।
১ ঘণ্টা আগেবর্তমান যুগের ব্যস্ত মানুষেরা ছোট দৈর্ঘ্যের ভিডিও বেশ পছন্দ করে। টিকটকের জনপ্রিয়তা তারই প্রমাণ। ফেসবুকও ব্যবহারকারীদের সৃজনশীল ও আকর্ষণীয় ছোট দৈর্ঘ্যের রিল ভিডিও তৈরির সুযোগ দেয়। এটি মূলত ইনস্টাগ্রাম রিলের মতো, তবে ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে তৈরি করা হয়।
৪ ঘণ্টা আগেচলতি বছরের ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০-অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেবে না মাইক্রোসফট। এদিকে উইন্ডোজ ১১-এ আপগ্রেডের জন্য উন্নত হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে পুরোনো মডেলের ২৪ কোটি কম্পিউটার ইলেকট্রনিক বর্জ্য হিসেবে ভাগাড়ে ফেলে দেওয়া
১ দিন আগেটিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার সময়সীমা আরও ৭৫ দিনের সময় পেছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে টিকটককে তার যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় দেশটিতে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটি।
১ দিন আগে