তথ্য যাচাইয়ে ক্রোম এক্সটেনশন

টি এইচ মাহির 
Thumbnail image
ছবি: সংগৃহীত

এক্সটেনশন হলো ছোট ছোট সফটওয়্যার প্রোগ্রাম, যা আমাদের ব্রাউজিংয়ে সহায়তা করতে ব্যবহার করা হয়। ব্রাউজিং সহজ করতে কিংবা আমাদের কাজগুলো আরও দ্রুত করতে ব্যবহার করা হয় এক্সটেনশন। সে রকমই কিছু দরকারি এক্সটেনশন দিয়ে যাচাই করা যাবে তথ্য।

নিউজগার্ড

নিউজগার্ড সংবাদের সত্যতার ওপর ভিত্তি করে রেটিং এবং লেভেল দেয়। ক্রোমের ওয়েব স্টোর থেকে ব্রাউজারে যুক্ত করা যাবে এই এক্সটেনশন। তারপর সাইনআপ করে ব্যবহার করা যাবে। এই এক্সটেনশন গুগলে খবর পড়ার সময় ওয়েবসাইটগুলোর সংবাদের সত্যতার ওপর রেটিং দেয়। তা ছাড়া কোনো সংবাদ ভুল হলে তা চিহ্নিত করে। ব্যাখ্যাসহ ভুল সংবাদ চিহ্নিত করতে পারে নিউজগার্ড।

ইনভিড এবং উইভেরিফাই

ইন্টারন্যাশনাল ফ্যাক্টচেকিং নেটওয়ার্কের মতে, অনলাইনে ভুল তথ্য ধরার অন্যতম শক্তিশালী টুল এটি। এই এক্সটেনশন অনলাইনে শেয়ার করা ছবি এবং ভিডিও যাচাই করে। ডিপফেক শনাক্ত করে এবং ছবি বা ভিডিওর উৎস যাচাই করে। ভিডিওর মেটাডেটা বিশ্লেষণ করে যাচাই করে। ক্রোমে কোনো পেজ ভিজিটের সময় সেই পেজের ছবি ও ভিডিও যাচাই করা যাবে এই এক্সটেনশন টুল দিয়ে।

টিনআই

অনলাইনে ছবি যাচাই করার টুল টিনআই। ক্রোম ওয়েব স্টোরে পাওয়া যাবে এক্সটেনশন হিসেবে। ক্রোমে এই এক্সটেনশন যুক্ত করলেই ব্রাউজারে একটি অপশন যুক্ত হবে। কোনো পেজ স্ক্রল করার সময় কোনো ছবির ওপর মাউসের রাইট ক্লিক করলে টিনআইয়ের একটি অপশন আসবে ছবি যাচাই করার। সেখানে ক্লিক করলে ছবিটির উৎস, সম্পাদনার ইতিহাস এবং অনলাইনে এই ছবির আরও তথ্য পাওয়া যাবে। ক্রোম ওয়েবস্টোরে এক্সটেনশনটি ৪.৫ রেটিং পেয়েছে।

মিডিয়া বায়াস

সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষপাতদুষ্ট তথ্য যাচাই করবে মিডিয়া বায়াস ফ্যাক্ট চেকার। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলো থেকে পক্ষপাতদুষ্ট মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে। সেসব তথ্য যাচাই করবে এই এক্সটেনশন। তথ্যের উৎস এবং সত্যতা যাচাই

করে রেটিং দিয়ে থাকে এই এক্সটেনশন; বিশেষ করে ফেসবুক ও টুইটারের নিউজফিড স্ক্রলে তথ্য শনাক্তে সাহায্য করবে মিডিয়া বায়াস নামের এই এক্সটেনশন।

স্টপাগান্ডা প্লাস

স্টপাগান্ডা প্লাসও আরেকটি পক্ষপাতদুষ্ট তথ্য যাচাই করার এক্সটেনশন। এই এক্সটেনশন ফেসবুক ও টুইটার ছাড়াও ডাকডাক গো এবং রেডিটের মতো ওয়েবসাইটে কাজ করবে। ভুল তথ্য এবং পক্ষপাতমূলক তথ্য শনাক্তে কাজ করবে এটি।

তা ছাড়া সংবাদের রেটিংও দেবে। আবার পক্ষপাতের ট্যাগ দিয়ে পোস্ট শনাক্ত করবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ তথ্য যাচাইয়ে এই এক্সটেনশন সহায়ক হবে।

দ্য ফ্যাক্টচেকার

এই এক্সটেনশন শুধু মিথ্যা তথ্য নয়; ভুয়া লিংক, মেইল, হোয়াটসঅ্যাপ ওয়েবের মেসেজও যাচাই করে। প্রায় ১৫টি ভাষায় তথ্য যাচাই করতে পারে এটি। দ্য ফ্যাক্টচেকার অনেকটা ওয়েব ব্রাউজারের সহকারী হিসেবে কাজ করে। ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া, ই-মেইল বা মেসেজে প্রতারণামূলক লিংক শনাক্তে সহায়তা করে এটি। এই এক্সটেনশনটিও অপশন হিসেবে যুক্ত হবে ব্রাউজারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

কার্যালয় থেকে পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরানোর ব্যাখ্যা দিলেন ভারতীয় সেনাপ্রধান

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

২৬ হাজার কোটি টাকা, আটকা অবরুদ্ধ হিসাবে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত