চীনের অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস সরাল অ্যাপল 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৬: ৫৭
Thumbnail image

চীনের সরকারি আদেশ অনুযায়ী দেশটির অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপ সরিয়ে নিল অ্যাপল। জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের সরকার। দুটি অ্যাপই টেক জায়ান্ট মেটার মালিকানাধীন। 

সংবাদ সংস্থা রয়টার্সের মতে, আজ শুক্রবার সকাল পর্যন্ত মেটার অন্যান্য অ্যাপ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারকে চীনের অ্যাপ স্টোরে দেখা গেছে। ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) অ্যাপকেও চীনের অ্যাপল স্টোরে দেখতে পাওয়া যায়। 

রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে অ্যাপল বলে, ‘চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে চীনের অ্যাপ স্টোর থেকে অ্যাপগুলোকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কিছু নিয়ে দ্বিমত পোষণ করলেও আমরা যেসব দেশে ব্যবসা করি, সেসব দেশের আইন মানতে বাধ্য।’ 

তবে হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের কোনো বিষয় জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে তা স্পষ্ট নয়। মেটা ও চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি। 

আইফোন নির্মাতা বলেছে, অন্যান্য দেশের অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস ডাউনলোড করা যাবে। 

চীনের ব্যবহারকারীরাও অন্যান্য দেশের অ্যাপল স্টোর থেকে অ্যাপগুলো ব্যবহার করতে পারবে। এ জন্য চীনের বাইরে অন্য দেশে একটি আইক্লাউড অ্যাকাউন্ট প্রয়োজন। 

চীনের প্রযুক্তি শিল্পের কিছু বিশেষজ্ঞ বলেন, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের ওপর এই সরকারি আদেশের সঙ্গে গত আগস্টে চালু হওয়া চীনের নতুন একটি আইনের সম্পর্ক থাকতে পারে। এই আইন অনুযায়ী চীনের সমস্ত অ্যাপের সরকারি নিবন্ধন থাকতে হবে। আর তা না হলে অ্যাপগুলো সরিয়ে ফেলা হতে পারে। 

মার্চ পর্যন্ত কোম্পানিগুলোকে অ্যাপ নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল। আর এই আইন ১ এপ্রিল থেকে কার্যকর হয়। 

এর আগেও চীনের স্টোর থেকে অ্যাপ সরিয়েছে অ্যাপল। চীনের স্থানীয় আইন ভঙ্গ করায় ২০১৭ সালে দ্য নিউইয়র্ক টাইমস অ্যাপও সরিয়ে ফেলা হয়। 

গত বছর জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নতুন নতুন নিয়ম তৈরি করে বেইজিং। সে সময় চ্যাটজিপিটির মতো বেশ কয়েকটি অ্যাপ সরিয়ে ফেলে অ্যাপল। 

হোয়াটসঅ্যাপ ও থ্রেডস সরিয়ে ফেলার বিষয়টি সর্বপ্রথম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে তুলে ধরা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত