অনলাইন ডেস্ক
ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ইনস্টাগ্রামের মতো ছবি শেয়ারিং প্ল্যাটফর্মে। ইনস্টাগ্রামে পোস্টগুলো সুসজ্জিতভাবে উপস্থাপন করতে অনেক সময় একাধিক পোস্ট আর্কাইভ বা ডিলিট করার প্রয়োজন পড়তে পারে। এ জন্য একই সঙ্গে অনেকগুলো পোস্ট আর্কাইভ বা ডিলিট করার ফিচার রয়েছে ইনস্টাগ্রামে।
কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার বা সাধারণ ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রামের ফিড গুছিয়ে রাখতে পারেন। পুরোনো ট্রেন্ডের ফরম্যাটে তোলা ছবিগুলোও এর মাধ্যমে ডিলিট করে দিতে পারবেন। একই সঙ্গে অনেকগুলো ছবি ডিলিট করার মাধ্যমে সময়ের অপচয় কম হবে।
ইনস্টাগ্রামের একাধিক পোস্ট ডিলিট বা আর্কাইভ করবেন যেভাবে
১. ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।
২. নিচের দিকে নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. প্রোফাইলে ওপরে ডান দিকে তিনটি লাইনের আইকোনে ট্যাপ করুন।
৪. এরপর একটি মেনু দেখা যাবে।
৫. মেনু থেকে ‘ইওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৬. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘কনটেন্ট ইউ শেয়ারড’ লেবেল খুঁজে বের করুন।
৭. এই অংশ থেকে ‘পোস্টস’ অপশনটিতে ট্যাপ করুন।
৮. এরপর সবগুলো পোস্ট একই সঙ্গে দেখা যাবে।
৯. ওপরের দিকে ফিল্টার করার অনেকগুলো অপশন রয়েছে। পুরোনো–নতুন পোস্ট, তারিখ ও লোকেশনভিত্তিক পোস্টগুলো ফিল্টার করুন।
১০. পছন্দমতো পোস্ট বাছাই করার জন্য ডান পাশের ওপরের কোনায় ‘সিলেক্ট’ অপশনে ট্যাপ করুন।
১১. পোস্টগুলো নির্বাচনের জন্য একটি চেক বক্স দেখা যাবে।
১২. পোস্টগুলোর ওপরে একে একে ট্যাপ করে একাধিক পোস্ট একই সঙ্গে নির্বাচন করুন।
১৩. এরপর নিচের দিকে একটি পোস্ট ডিলিট ও আর্কাইভের অপশন থাকবে। পছন্দমতো অপশন বাছাই করলেই পোস্ট ডিলিট বা আর্কাইভ হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ইনস্টাগ্রামের মতো ছবি শেয়ারিং প্ল্যাটফর্মে। ইনস্টাগ্রামে পোস্টগুলো সুসজ্জিতভাবে উপস্থাপন করতে অনেক সময় একাধিক পোস্ট আর্কাইভ বা ডিলিট করার প্রয়োজন পড়তে পারে। এ জন্য একই সঙ্গে অনেকগুলো পোস্ট আর্কাইভ বা ডিলিট করার ফিচার রয়েছে ইনস্টাগ্রামে।
কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার বা সাধারণ ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রামের ফিড গুছিয়ে রাখতে পারেন। পুরোনো ট্রেন্ডের ফরম্যাটে তোলা ছবিগুলোও এর মাধ্যমে ডিলিট করে দিতে পারবেন। একই সঙ্গে অনেকগুলো ছবি ডিলিট করার মাধ্যমে সময়ের অপচয় কম হবে।
ইনস্টাগ্রামের একাধিক পোস্ট ডিলিট বা আর্কাইভ করবেন যেভাবে
১. ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।
২. নিচের দিকে নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. প্রোফাইলে ওপরে ডান দিকে তিনটি লাইনের আইকোনে ট্যাপ করুন।
৪. এরপর একটি মেনু দেখা যাবে।
৫. মেনু থেকে ‘ইওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৬. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘কনটেন্ট ইউ শেয়ারড’ লেবেল খুঁজে বের করুন।
৭. এই অংশ থেকে ‘পোস্টস’ অপশনটিতে ট্যাপ করুন।
৮. এরপর সবগুলো পোস্ট একই সঙ্গে দেখা যাবে।
৯. ওপরের দিকে ফিল্টার করার অনেকগুলো অপশন রয়েছে। পুরোনো–নতুন পোস্ট, তারিখ ও লোকেশনভিত্তিক পোস্টগুলো ফিল্টার করুন।
১০. পছন্দমতো পোস্ট বাছাই করার জন্য ডান পাশের ওপরের কোনায় ‘সিলেক্ট’ অপশনে ট্যাপ করুন।
১১. পোস্টগুলো নির্বাচনের জন্য একটি চেক বক্স দেখা যাবে।
১২. পোস্টগুলোর ওপরে একে একে ট্যাপ করে একাধিক পোস্ট একই সঙ্গে নির্বাচন করুন।
১৩. এরপর নিচের দিকে একটি পোস্ট ডিলিট ও আর্কাইভের অপশন থাকবে। পছন্দমতো অপশন বাছাই করলেই পোস্ট ডিলিট বা আর্কাইভ হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে