প্রযুক্তি ডেস্ক
মেসেঞ্জারে ভিডিও কল চালু থাকা অবস্থায় বন্ধু বা পরিচিতদের সঙ্গে ভিডিও গেম খেলার সুবিধা এনেছে মেটা। ফলে আলাদা কোনো অ্যাপ ইনস্টল বা ওয়েবসাইট ভিজিট ছাড়াই এক বা একাধিক ব্যক্তির সঙ্গে ভার্চ্যুয়ালি গেম খেলা যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটারেও মেসেঞ্জার ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস, মিনি গলফ এফআরভিআর, কার্ড ওয়ারস এবং এক্সপ্লোডিং কাইটেনসসহ ১৪টি গেম যুক্ত করেছে মেসেঞ্জার। বিনামূল্যেই খেলা যাবে এসব গেম। মেসেঞ্জারে ভিডিও কল চালু থাকা অবস্থায় ‘গ্রুপ মোড’ বাটনে ক্লিক করে গেম অপশন নির্বাচন করতে হবে। পর্যায়ক্রমে সকল ব্যবহারকারী এ সুবিধা পাবেন।
এর আগে, ফেসবুক ও মেসেঞ্জার দুটো অ্যাপ পুনরায় একত্র করার সিদ্ধান্ত নেয় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক প্রধান টম অ্যালিসন বলেন, ‘আমরা ফেসবুক অ্যাপে ইনবক্সে প্রবেশের সুবিধা পরীক্ষা করছি। আমরা মূলত চাই মেসেঞ্জার বা সরাসরি ফেসবুক অ্যাপ যা-ই হোক, যোগাযোগের উপায় যেন সহজ ও সুবিধাজনক হয়।’
২০১৪ সালে ফেসবুক অ্যাপ থেকে মেসেঞ্জার সরিয়ে ফেলা হয়। তখন ফেসবুক থেকে বলা হয়েছিল, ‘আমাদের লক্ষ্য মেসেঞ্জারে সেরা মোবাইল মেসেজিং অভিজ্ঞতা দেওয়া।’ ফেসবুকের ব্রাউজার সংস্করণে এই মেসেজিং সুবিধা ফেরানোর কোনো পরিকল্পনা মেটা করছে কি না, তা এখনো পরিষ্কার নয়। ২০১৬ সালে কোম্পানিটি মোবাইল ওয়েব ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপের দিকে নিতে শুরু করে।
মেসেঞ্জারে ভিডিও কল চালু থাকা অবস্থায় বন্ধু বা পরিচিতদের সঙ্গে ভিডিও গেম খেলার সুবিধা এনেছে মেটা। ফলে আলাদা কোনো অ্যাপ ইনস্টল বা ওয়েবসাইট ভিজিট ছাড়াই এক বা একাধিক ব্যক্তির সঙ্গে ভার্চ্যুয়ালি গেম খেলা যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটারেও মেসেঞ্জার ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস, মিনি গলফ এফআরভিআর, কার্ড ওয়ারস এবং এক্সপ্লোডিং কাইটেনসসহ ১৪টি গেম যুক্ত করেছে মেসেঞ্জার। বিনামূল্যেই খেলা যাবে এসব গেম। মেসেঞ্জারে ভিডিও কল চালু থাকা অবস্থায় ‘গ্রুপ মোড’ বাটনে ক্লিক করে গেম অপশন নির্বাচন করতে হবে। পর্যায়ক্রমে সকল ব্যবহারকারী এ সুবিধা পাবেন।
এর আগে, ফেসবুক ও মেসেঞ্জার দুটো অ্যাপ পুনরায় একত্র করার সিদ্ধান্ত নেয় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক প্রধান টম অ্যালিসন বলেন, ‘আমরা ফেসবুক অ্যাপে ইনবক্সে প্রবেশের সুবিধা পরীক্ষা করছি। আমরা মূলত চাই মেসেঞ্জার বা সরাসরি ফেসবুক অ্যাপ যা-ই হোক, যোগাযোগের উপায় যেন সহজ ও সুবিধাজনক হয়।’
২০১৪ সালে ফেসবুক অ্যাপ থেকে মেসেঞ্জার সরিয়ে ফেলা হয়। তখন ফেসবুক থেকে বলা হয়েছিল, ‘আমাদের লক্ষ্য মেসেঞ্জারে সেরা মোবাইল মেসেজিং অভিজ্ঞতা দেওয়া।’ ফেসবুকের ব্রাউজার সংস্করণে এই মেসেজিং সুবিধা ফেরানোর কোনো পরিকল্পনা মেটা করছে কি না, তা এখনো পরিষ্কার নয়। ২০১৬ সালে কোম্পানিটি মোবাইল ওয়েব ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপের দিকে নিতে শুরু করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২০ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে