
থাইল্যান্ডে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত সপ্তাহে বায়ুদূষণজনিত শ্বাসকষ্টে প্রায় দুই লাখ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, সবচেয়ে বেশি বায়ুদূষণ হচ্ছে ব্যাংককে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

দক্ষিণাঞ্চলের শিশু চিকিৎসার সর্ববৃহৎ কেন্দ্র ২৭৫ শয্যার খুলনা শিশু হাসপাতাল। কিন্তু শিশু রোগী বেড়ে যাওয়ায় এ হাসপাতালে দেখা দিয়েছে শয্যাসংকট। এতে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকেরা।

জামালপুরের সদর হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। প্রতিদিনই জ্বর-ঠান্ডা, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও বুকের ব্যথাসহ নানা রোগ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। ফলে রোগীদের বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। অনেকেই আবার শয্যা না পেয়ে চিকিৎসা নিচ্ছেন মেঝেতেই।

ফুসফুসে অসংখ্য সূক্ষ্ম রক্তজালক পরিবেষ্টিত বায়ুপ্রকোষ্ঠ থাকে। বায়ুদূষণসহ বিভিন্ন কারণে সেগুলোতে ময়লা জমলে ঠিকভাবে দম নেওয়া যায় না। ফুসফুসের এমন সমস্যার সঙ্গে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে দম নেওয়ার সঙ্গে পরিমাণমতো অক্সিজেন রক্তে প্রবেশ করে না। তখন শ্বাসকষ্ট হতে পারে।