‘খোলা কবিতা’র কবি মোহাম্মদ রফিকের চলে যাওয়ার খবরটি যখন পাই, তখন লন্ডনে ঘড়ির কাঁটায় রাত দুটো পেরিয়ে গেছে। মনে পড়ল, আশির দশকে বহুদিন তাঁর সঙ্গে কথায়, আড্ডায়, তর্ক-বিতর্কে রাত দুটো কি পার করে দিইনি? সাহিত্য, শিল্প, সমাজ, রাষ্ট্র, রাজনীতি থেকে শুরু করে ঠাট্টা, চুটকি, পরচর্চা—সবই হয়েছে। আমার বহু মনন, বহু