
ভারতের সিকিম রাজ্যে তিস্তা নদীতে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বন্যার তোড়ে ভেসে গিয়েছেন অন্তত ৮২ জন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার তোড়ে অন্তত ১৪টি ব্রিজ ভেঙে পড়েছে। বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ৩ হাজার পর্যটককে অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে

সিকিম উরজা লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান সুনীল সারাওগি বলেন, ‘চুংথাংয়ে অবস্থিত ওই বাঁধটি মাত্র ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই ভেসে গেছে। আমরা আরও দেখেছি, ২০০ মিটার দীর্ঘ ওই বাঁধটির সঙ্গে সংযুক্ত পাওয়ার হাউসটিও ভেসে গেছে। পুরো পাওয়ার হাউসটিই পানির নিচে তলিয়ে গেছে।’

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভারী বৃষ্টির পর হঠাৎ বন্যায় সড়ক ভেঙে তিস্তা নদীতে বিলীন হয়ে গেছে। তিস্তার পানির তোড়ে লাচেন উপত্যকায় ২৩ ভারতীয় সেনা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।

ভারতের সিকিমের নাথু লা পর্বত গিরিপথের কাছে ভয়াবহ তুষারধসে অন্তত ৭ পর্যটক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি