কেউ ভালোবেসে, কেউ একাকিত্বের সঙ্গী হিসেবে, কেউবা নেহাত শখের বশে প্রাণী পুষে থাকেন। এভাবে বিভিন্ন প্রাণী ও মানুষের মধ্যে একধরনের প্রগাঢ় বন্ধন গড়ে ওঠে।
পোষা প্রাণীর তালিকায় একেবারে প্রথমেই রয়েছে কুকুর। এরপর রয়েছে বিড়াল। মাছ, পাখি, খরগোশ, কচ্ছপ। ইঁদুরও পুষে থাকেন অনেকে। এমনকি শখের বশে কেউ কেউ সাপ কিংবা বেজিও পোষেন। এদের সঙ্গে মানুষের গড়ে ওঠে দারুণ বন্ধুত্ব। পরিবারের সদস্য হয়ে যায় এসব পোষ্য। অনেকে নিজের সন্তানের মতো লালন করেন পোষা প্রাণীকে। আদর করে দিয়ে থাকেন বিভিন্ন নামও।
যারা প্রাণী পছন্দ করেন বা প্রতিপালন করেন, আজকের দিনটি তাদের জন্য একটু বিশেষ। কারণ আজ পোষা প্রাণী দিবস। প্রাণীদের প্রতি ভীষণ রকমের ভালোবাসা থেকে যুক্তরাষ্ট্রের প্রাণী কল্যাণ নিয়ে কাজ করা কলিন পেজ নামের এক নারী ২০০৬ সালে দিবসটির প্রচলন করেন। রাস্তাঘাটে বেওয়ারিশ অসহায় প্রাণী কিংবা আশ্রয়কেন্দ্রে অযত্নে থাকা প্রাণীদের জন্যও গভীর মমতা কলিনের। তিনি প্রাণী বেচাকেনা করাকে নিরুৎসাহিত করেন। বরং আশ্রয়কেন্দ্র থেকে দত্তক নেওয়া কিংবা আহত কোনো প্রাণীকে সুস্থ করে প্রতিপালন করার প্রতিই জোর দিয়েছেন কলিন।
পোষা প্রাণী থাকার মানসিক ও শারীরিক উপকারিতা নিয়ে অসংখ্য গবেষণা হয়েছে। এসব গবেষণায় দেখা যায়, পোষা প্রাণী কেবল বিষণ্নতা দূর করে মানসিক প্রশান্তিই দেয় না, বরং হৃদ্রোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণের মতো বিভিন্ন রকম শারীরিক জটিলতা থেকে সুস্থতা লাভে ভূমিকা রাখে।
কলিন পেজের প্রচলন করা দিবসটি যুক্তরাষ্ট্রে প্রথম পালিত হলেও দ্রুত তা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে। বর্তমানে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন, স্কটল্যান্ডসহ বিশ্বের অনেক দেশে ১১ এপ্রিল পোষা প্রাণী দিবস হিসেবে পালিত হয়। দিবসটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজের পোষ্যকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন। যাঁদের মধ্যে রয়েছেন হালের সংগীত কিংবা সিনেমা জগতের তারকারাও।
বিশেষ এই দিনে নিজের পোষ্যকে আলাদাভাবে সময় দেওয়ার পাশাপাশি রাস্তাঘাটের অসহায় বেওয়ারিশ প্রাণীদের প্রতি যত্নশীল হতে পারি আমরা। সম্ভব হলে অসহায় কিংবা আহত কোনো প্রাণীর দায়িত্ব নিতে পারি, ব্যবস্থা করতে পারি নিরাপদ আশ্রয়ের। কেবল দিবসকেন্দ্রিক নয়, প্রতিটি দিনই হোক প্রাণীদের প্রতি ভালোবাসার।
সিএনবিসি, ন্যাশনাল টুডে ও ইকোনমিক টাইমস অবলম্বনে তামান্না-ই-জাহান
কেউ ভালোবেসে, কেউ একাকিত্বের সঙ্গী হিসেবে, কেউবা নেহাত শখের বশে প্রাণী পুষে থাকেন। এভাবে বিভিন্ন প্রাণী ও মানুষের মধ্যে একধরনের প্রগাঢ় বন্ধন গড়ে ওঠে।
পোষা প্রাণীর তালিকায় একেবারে প্রথমেই রয়েছে কুকুর। এরপর রয়েছে বিড়াল। মাছ, পাখি, খরগোশ, কচ্ছপ। ইঁদুরও পুষে থাকেন অনেকে। এমনকি শখের বশে কেউ কেউ সাপ কিংবা বেজিও পোষেন। এদের সঙ্গে মানুষের গড়ে ওঠে দারুণ বন্ধুত্ব। পরিবারের সদস্য হয়ে যায় এসব পোষ্য। অনেকে নিজের সন্তানের মতো লালন করেন পোষা প্রাণীকে। আদর করে দিয়ে থাকেন বিভিন্ন নামও।
যারা প্রাণী পছন্দ করেন বা প্রতিপালন করেন, আজকের দিনটি তাদের জন্য একটু বিশেষ। কারণ আজ পোষা প্রাণী দিবস। প্রাণীদের প্রতি ভীষণ রকমের ভালোবাসা থেকে যুক্তরাষ্ট্রের প্রাণী কল্যাণ নিয়ে কাজ করা কলিন পেজ নামের এক নারী ২০০৬ সালে দিবসটির প্রচলন করেন। রাস্তাঘাটে বেওয়ারিশ অসহায় প্রাণী কিংবা আশ্রয়কেন্দ্রে অযত্নে থাকা প্রাণীদের জন্যও গভীর মমতা কলিনের। তিনি প্রাণী বেচাকেনা করাকে নিরুৎসাহিত করেন। বরং আশ্রয়কেন্দ্র থেকে দত্তক নেওয়া কিংবা আহত কোনো প্রাণীকে সুস্থ করে প্রতিপালন করার প্রতিই জোর দিয়েছেন কলিন।
পোষা প্রাণী থাকার মানসিক ও শারীরিক উপকারিতা নিয়ে অসংখ্য গবেষণা হয়েছে। এসব গবেষণায় দেখা যায়, পোষা প্রাণী কেবল বিষণ্নতা দূর করে মানসিক প্রশান্তিই দেয় না, বরং হৃদ্রোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণের মতো বিভিন্ন রকম শারীরিক জটিলতা থেকে সুস্থতা লাভে ভূমিকা রাখে।
কলিন পেজের প্রচলন করা দিবসটি যুক্তরাষ্ট্রে প্রথম পালিত হলেও দ্রুত তা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে। বর্তমানে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন, স্কটল্যান্ডসহ বিশ্বের অনেক দেশে ১১ এপ্রিল পোষা প্রাণী দিবস হিসেবে পালিত হয়। দিবসটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজের পোষ্যকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন। যাঁদের মধ্যে রয়েছেন হালের সংগীত কিংবা সিনেমা জগতের তারকারাও।
বিশেষ এই দিনে নিজের পোষ্যকে আলাদাভাবে সময় দেওয়ার পাশাপাশি রাস্তাঘাটের অসহায় বেওয়ারিশ প্রাণীদের প্রতি যত্নশীল হতে পারি আমরা। সম্ভব হলে অসহায় কিংবা আহত কোনো প্রাণীর দায়িত্ব নিতে পারি, ব্যবস্থা করতে পারি নিরাপদ আশ্রয়ের। কেবল দিবসকেন্দ্রিক নয়, প্রতিটি দিনই হোক প্রাণীদের প্রতি ভালোবাসার।
সিএনবিসি, ন্যাশনাল টুডে ও ইকোনমিক টাইমস অবলম্বনে তামান্না-ই-জাহান
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
২ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৪ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৪ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫